০৫ ডিসেম্বর ২০১৩

ইতিহাসের পাতার বেশ কিছু হিন্দু বিরোধী চক্রান্ত



১. রামায়ণ, মহাভারত পৌরাণিক গল্প, অথচ ইলিয়া়ড, ওডিসিকে এমনভাবে প্রস্তুত করা যেন সত্য।

২. আর্য ও দ্রাবিড় দুই জাতির সৃষ্টি- কোন প্রমান ছাড়াই এবং যে সব প্রমান তৈরী করা হয়েছে তা পুরোপুরি কাল্পনিক, ভিত্তিহীন।

৩. হিন্দু সম্রাটদের বহু সময়ে সম্রাট আক্ষা দিতে কার্পণ্য অথচ অন্য ধর্মের একটি শহর দখল করে বসে থাকা চরিত্রকেও সম্রাট আক্ষা দিতে দ্বিধা করে না (যেমন বাহাদুর শাহ্ জাফর- “শেষ মোগল সম্রাট” ইত্যাদি।

৪. বৌদ্ধ ধর্মের শেষ হয়ে যাওয়াকে উল্লেখ করা যদিও আজও বৌদ্ধ ধর্ম জনসংখ্যার নিরিখে বিশ্বে চতুর্থ।

৫. ভারত আক্রমণের ফলে আলেকজান্ডারের হেরে ধ্বংস ও বিপর্যস্ত হয়ে ফিরে যাওয়াকে লুকিয়ে রেখে অন্য কিছু ভুল তথ্য দেখানো।

৬. কখনই চাণক্য ও সম্রাট চন্দ্রগুপ্তর অখন্ড ভারতকে বেশি প্রাধান্য না দেওয়া, তার থেকে বেশি সম্রাট অশোকের অহিংস নীতিকে বেশি করে দেখানো- মৌর্য সাম্রাজ্যের ধ্বংসের সাথে অখন্ড ভারতের ধ্বংসকে কখনই ব্যাখ্যা করা হয় না, দেশাত্ববোধ থেকে সরিয়ে রাখার চক্রান্ত।

৭. তক্ষশিলা বিশ্ববিদ্যালয় প্রায় বিলুপ্ত, তার সঙ্গে বিলুপ্ত অতি উন্নত প্রাচীন হিন্দু শিক্ষা বিধি।

৮. বহু সময় একমাত্র সত্য প্রমাণকে গোপন করে অজথা মিথ্যা দ্বিতীয় প্রমাণকে সকলের সামনে এনে বিভ্রান্ত করার চেষ্টা- যেমন সম্রাট বিক্রমাদিত্ব।

৯. হর্ষবর্ধনকে শেষ হিন্দু সম্রাট বলা- তারপর অনেক হিন্দু সম্রাট ভারতে রাজত্ব করেছেন।

১০. বাপ্পা রাওয়ালের ইতিহাস প্রায় ইতিহাস বই থেকে বিলুপ্ত- যার মৃত্যুর পরেও তার ভয়ে ২০০ বছর আরব, তুর্করা আক্রমণ করতে সাহস পায়নি।

১১. পাল বংশ, সেন বংশকে বাদ দিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়কে দেখানো এবং তার ধ্বংস নিয়ে বেশি কথা বলা, অন্যদিকে তার বিশালত্বকে লুকিয়ে রাখা।

১২. সম্রাট পৃথ্বিরাজ চৌহানের সাথে মহঃ ঘোরির মোট ১৭ বার যুদ্ধকে লুকিয়ে ২ বার দেখানো এবং সম্রাট পৃথ্বিরাজ চৌহানের হারের কারণ হিসাবে তার বৈদিক সভ্য যুদ্ধ নীতিকে না তুলে ধরে তাকে দেখানো হয় তিনি তার দেশের প্রতি অবহেলা করে শুধু তাঁর স্ত্রীর প্রেমে লিপ্ত থাকার কারণে তিনি হেরেছিলেন।

১৩. ১৮১ বছরের মোগল শাসন বড় করে দেখানো, প্রায় ৩০০ বছরের বিজয়নগর সাম্রাজ্য প্রায় না থাকার মতো।

১৪. ১৪৪ বছরের মারাঠা সাম্রাজ্যকে প্রায় না জানতে দেওয়া। তেমনই ৫০ বছরের শিখ সাম্রাজ্য।

১৫. অহিংস আন্দোলনকে অহেতুক বেশি করে প্রচার করে স্বশস্ত্র আন্দোলনকে প্রায় কোন মূল্যই না দেওয়া।

হিন্দু শক্তি বৃদ্ধি হেতুই এই সব তথ্য। দয়া করে SHARE করুন।

https://www.facebook.com/HinduEkataShaktiShibir
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।