০৮ জুলাই ২০১৫

গিরিরাজ গোবর্ধন

জীবের প্রকৃত বন্ধু বা সুহৃদ হচ্ছেন পরমেশ্বর ভগবান । আজ থেকে ৫০০০ বছরের কিছু পূর্বে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ রূপে এই মর্ত্যধামে ভৌম বৃন্দাবনে লীলাবিলাস করেছেন । যা কখন ও কল্পিত গল্পকথা বা আজগুবি ইতিহাস নয় ; পক্ষান্তরে তা বাস্তব সত্য । কিন্তু কাল্পনিক মিথ্যা, আবাস্ততব কাহিনি পরে দেখেশুনে আমাদের দশা এমনি হয়েছে যে , যথার্থ বাস্তব কেও গল্প বলে মনে হয়। এতি নিতান্ত অল্প বুদ্ধি ও অজ্ঞাতরেই বহিঃপ্রকাশ । আজও ভগবানের লীলাক্ষেত্রগুলি রয়েছে । উত্তর প্রদেশের মথুরা জেলার শ্রীধাম বৃন্দাবনে তার পরম সাক্ষীরূপে বিরাজমান যমুনা নদী সহ লীলাস্থলী ।আর রয়েছে সাক্ষাৎ ভগবৎ রূপী শ্রীগোবর্ধন । কালের প্রভাবে স্থানগুলির নাম ও বৈচিত্র্যথতা কিছুতা হ্রাস পেলে ো এখন ও বহু স্থান ভগবানের লীলার স্মৃতি বহন করে রেখেছে ।


এই গোবর্ধনকে বলা হয় গিরিরাজ । সমস্থ গিরি বা পর্বতের রাজা ।অভিন্ন ভগবৎ কলেবর গিরিরাজ সতত আনন্দ ও ভক্তি বর্ধন করেন । রাধাভাবে ভাবিত গৌরাঙ্গ মহাপ্রভু তাই কখনও গোবর্ধন পদস্পর্শ করেননি । তাঁর আনুগামী ষড় গোস্বামীরা সেই নিয়ম পালন্ম করে এত দিন গোবর্ধন পরিক্রমা করতেন । কখনও গোবর্ধন এর উপর বিছরন করতেন না। শ্রীল সনাতন গোস্বামীপাদ এমনকি বৃদ্দাবস্থায় ও রোজ গোবর্ধন পরিক্রমা করতেন । তাঁর কষ্ট দেখে শ্রী কৃষ্ণ স্বয়ং তাঁর পদচিহ্নযুক্ত এক্তি শীলাখণ্ড অর্পণ করে সনাতন গোস্বামী কে তা পরিক্রমা করতে বলেন । বৃন্দাবনে শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে এখনও সেটি সংরক্ষিত আছে।

গোবর্ধন কথাটি গাভী গোবৎসদের পালন পশনের দ্যোতক । ভগবান শ্রীকৃষ্ণ প্রিয়তমা রাধিকার মনরথ পুরনের জন্য নিত্য গোলোকে তাঁর হৃদয় থেকে গোবোবর্ধন প্রকট করেন । ভগবান যমুনার তীরে নিকুঞ্জ পার্শ্বে রাসভুমীতে তাকে স্থাপন করেন । ক্ষণকালের মধ্যে গোবর্ধন পর্বত উর্ধে, নিম্নে, পার্শে নানাভাবে অপুর্ব সোভাসহ বিস্তার লাভ করে ।
এই ভৌম লীলা প্রকাশের জন্য গোবর্ধন ভারতের পশ্চিম প্রদেশ শাল্মলীদিপে দ্রোনাচলের পুত্র রূপে আবির্ভুত হন । গোবর্ধনের জম্ম কালে দেবতারা পুষ্পবর্শন করেন । একবার মহামুনি পুলস্ত্য তীর্থ করতে এসে দ্রোনাচলের আতিত্ব স্বীকার করলেন । সেখানে সান্ত সৌম্য অপূর্ব সুন্দর গোবর্ধন কে দেখে তিনি মুগ্ধ হন । তিনি গোবর্ধন কে সাথে করে কাশীতে নিয়ে যেতে মনশ্ত করে দ্রোনাচলের কছে তা ব্যক্ত করেন।
গোবর্ধন বলল – হে মুনিবর আপনি এত দূরে কিভাবে নিয়ে যাবেন। পুলস্ত্য বলল , তুমি আমার হস্থে অবস্থান কর আমি যোগবলে নিয়ে যাব ।

গোবর্ধন বলল, হে মুনি পথের মধে আমা কে আর কোঁথাও নামাবেন না, তা হলে আর আমি স্থান ত্যাগ করব না ।
মুনিও বলল তোমাকে কোথাও নামাব না বলে প্রতিজ্ঞা করে। তখন অস্রুপুর্ন লচন মহাবলে গোবর্ধন পিতা দ্রোনচলকে কে নমস্কার করে যাত্রা শুরু করলেন । এক প্রর্যায়ে তারা ব্রজমণ্ডলে পৌছলেন ।
ব্রজমণ্ডলের রূপ দেখে গোবর্ধন চিন্তা করল ভগবান শ্রী কৃষ্ণ এখানে অবতীর্ণ হবেন গোপো গোপী সখাসহ একানে লীলাবিলাস করবেন ।এতএব আমি এই স্থান ছেরে অন্য কোথাও যাব না । এইরুপ চিন্থা করে গোবর্ধন এত ভারি হতে লাগল যে মুনি তাকে নামতে বাধ্য হল । মুনি শৌচাদি স্নান করে এসে পুনরায় গোবর্ধন কে যেতে বললে গোবর্ধন যেতে প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দেয় । মুনি তেজ বলে অনেক চেষ্টা করেও গোবর্ধন কে সরাতে না পেরে অভিশাপ দিয়ে বলেন যে , হে গোবর্ধন তুমি ছলনা করে আমার মনের অভিলাশ পুরন করলে না । অতএব এখন থেকে তুমি প্রতিদিন ক্ষয় প্রাপ্ত হবে। এই বলে পুলস্ত্য মুনি কাশী চলে গেলেন । গিরিবরধন প্রতিদিন এক তিল করে ক্ষীণ হতে লাগল ।বর্তমানে দেখা যায় কোথাও আতি ক্ষীণ রূপে অবস্থান করছে । তবে যতদিন ভাগীরথী গঙ্গা ও গোবর্ধন ভুতলে অবস্থান করবে ততদিন বদ্ধজীব কলির প্রভাব হতে মুক্ত হয়ে ভগদ্ভক্তির লাভের সুযোগ পাবে । গোবর্ধনের উৎপত্তি তথা মহিমা শ্রবন মাত্রই জীব হ্রিদয়ে ভগদ্ভক্তির সঞ্ছার হয় গোবর্ধন পরিক্রমার ফলে ভগবদ্ভাম ও কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয় ।

উৎস : অমৃতের সন্ধানে ( নির্মল চৈতন্য দাস )
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (3) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (82) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।