১১ জুলাই ২০১৬

ধামরাইয়ের রথযাত্রা

প্রতিবছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় অনুষ্ঠিত হয় রথ-উৎসব। রথের ওপর দেবতাদের মূর্তি স্থাপন করে রথ চালানো হয়। জগতের নাথ বা অধীশ্বর যিনি তিনি-ই জগন্নাথ । জগন্নাথকে দেখতে পেলে জীবের আর পুনর্জন্ম হয় না। তাই হিন্দু ধর্মে বিশ্বাসীরা তাঁর কৃপা প্রার্থনা করেই রথযাত্রার অনুষ্ঠান পালন করে থাকে। রথযাত্রার প্রধান কেন্দ্র উড়িষ্যার সমুদ্রতীরবর্তী পুরীধামের রথযাত্রার অনুসরণেই পৃথিবীর বিভিন্ন দেশে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে। সে ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলায় রথযাত্রা হলেও ঢাকা জেলার ধামরাই উপজেলার রথযাত্রা ও রথ-উৎসবের রয়েছে আন্তর্জাতিক খ্যাতি। ধামরাইয়ের মাধব মন্দিরে যশোমাধব নামে একটি বিষ্ণু মূর্তি রয়েছে।

যশোপাল ছিলেন পালবংশীয় শেষ রাজা। একবার জঙ্গলে মাধবের মূর্তি পান তিনি। বিষ্ণুভক্ত যশোপাল একপর্যায়ে বিগ্রহটি নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেন। তাঁর নাম অনুসারে বিগ্রহের নাম হয়ে যায় শ্রীশ্রী যশোমাধব। পুরুষানুক্রমে যশোমাধবের রথের যাবতীয় দায়িত্ব পালন করতেন বালিয়াটির জমিদাররা। সে সময় ধামরাইয়ে যে রথ বেরোত তা উচ্চতায় ছিল ৮০ ফুট। মুক্তিযুদ্ধ চলাকালে যশোমাধবের বিগ্রহসহ মন্দিরটি পুড়িয়ে দেয় পাকিস্তানি সেনাবাহিনী। স্বাধীনতার পর ২৭ ফুট উঁচু একটি কাঠের রথ তৈরি করে দীর্ঘদিন রথ টানা হতো। ভারত সরকারের সহযোগিতায় আদি রথের অনুরূপ একটি রথ পুনর্নির্মাণ করা হয়েছে। যশোমাধব মন্দির থেকে রথ টেনে প্রায় ২০০ গজ দূরের অপর একটি মন্দিরে নিয়ে যাওয়া হবে।ই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

এই ৯ দিনই থাকে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে রথখোলা মাঠে মাসব্যাপী চলবে রথমেলা। প্রতিবছরের মতো এবারও রথমেলায় আয়োজন করা হবে পুতুল নাচ, সার্কাস, যাত্রা, মৃত্যুকূপে মোটরসাইকেল রেস ইত্যাদি। এ ছাড়া মাটি, কাঠ, বাঁশ-বেত, পিতলসহ নানা জিনিসের তৈরি হরেক রকম পণ্য পাওয়া যাবে এ মেলায়।

Written by: Rajat Das Gupta
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (3) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (82) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।