১৮ ডিসেম্বর ২০১৬

ভারত জাতীয় বাহিনী ও গোপাল পাঁঠা

দিনটা ছিল ১৯৪৬-এর ১৬ই আগস্ট ....‘ ডায়রেক্ট অ্যাকশন‘-এর মাধ্যমে ‘পাকিস্তান‘-এর জন্য ডাক দিয়েছে মুসলিম লিগ.... অহিংস সহিংস অনেক পথ পেরিয়ে ভারতে স্বাধীনতা আসবো আসবো করছে অথচ মানবরক্তে স্নান করছে কলকাতা | সূরাবর্দীর সরকারের পুলিশ প্রশাসনের সহায়তায় মুসলমানদের হাতে হিন্দুরা তখন একের পর এক মার খাচ্ছেন, খুন হচ্ছেন, হিন্দু মহিলারা ধর্ষিতা হচ্ছেন .... এমতাবস্থা লাগাতার তিন দিন ধরে চলার পর গোপাল পঁাঠার মতো হিন্দুরা বুঝলেন হিন্দুদের বাঁচাতে সরকার ও পুলিশ কেউই কিছু করবেন না।

 গোপাল পাঁঠা ১ দিনের মধ্যে ৮০০ হিন্দু ও শিখ যুবককে সাথে নিয়ে গড়ে তোলেন 'ভারত জাতীয় বাহিনী'। রডা কোম্পানির লুঠ করা বন্দুক এবং বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এবং ভারত ছাড়ো আন্দোলনের সময়ে যা কিছু অস্ত্র সংগ্রহ করেছিলেন তা দিয়ে পাল্টা জবাব দিতে শুরু করেন। এর পরই, খুব দ্রুত, পরিস্থিতি মুসলমানদের বিরুদ্ধে যেতে থাকে এবং সূরাবর্দী তাঁর বিপদ বুঝে দ্রুত পুলিশ-প্রশাসনকে সক্রিয় করেন এবং দাঙ্গা থামাতে বাধ্য হন। এভাবে গোপাল পাঁঠা নামক এক বীরের নেতৃত্বে ১৯৪৬ এ রক্ষা পান কলকাতার হিন্দুরা ।

১৯১৩ সালে ব্রিটিশ কলকাতার মলঙ্গা লেনে জন্ম গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের | ব্রাহ্মণ বংশ হলেও তাঁদের পারিবারিক ব্যবসা ছিল মাংস বিক্রি | আর তখন বাঙালি ভোজে মাংস মানেই পাঁঠা বা খাসি | এই বংশেরই আর এক সন্তান অনুকূলচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সক্রিয় বিপ্লবী | তাঁর ভাইপো গোপাল খুব অল্প বয়সেই ঠনঠনিয়া কালীবাড়ির পড়শি এলাকায় পারিবারিক ব্যবসায় চলে আসেন |

 মুখে মুখে তাঁর নাম হয়ে যায় গোপাল পাঁঠা |গান্ধীবিদ্বেষী গোপাল পাঁঠা ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভক্ত ... ১৯৫২ সালের ইলেকশনের আগে বিধান রায় তাঁকে ডেকে বলেছিলেন, ‘একটু জেলে যেতে হবে যে... ভোট আসছে, বাইরে থাকলে নিন্দে হবে যে...’ ইলেকশনের পর পুলিশ কমিশনার বললেন, ‘এই নাও দুটো ট্যাক্সির পারমিট।’ পারমিট ছুঁড়ে দিয়ে বলেছিলেন, ‘এ সব ঘুষ নিই না আমি। আমি গোপাল মুখুজ্যে।’ সমাজসেবী গোপাল পাঁঠা ন্যাশনাল রিলিফ সেন্টার বানিয়ে গৃহহীনদের জন্য কাজ করেন | নিজের এলাকায় শুরু করেন বারোয়ারী দুর্গাপুজো | দর্শকদের ভিড় ভেঙে পড়ত গোপাল পাঁঠার পুজো দেখতে |এই দেশপ্রেমীর কর্মময় জীবন থেমে যায় ২০০৫ সালে .... কালের পরিহাসে এই দেশপ্রেমীকে ভুলে গিয়েছেন বাঙ্গালী হিন্দুরা .............
Courtesy by: Somenath Sengupta
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (3) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (82) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।