০৫ অক্টোবর ২০১৭

রাজা বিক্রমাদিত্য পূজিত দেবী হরসিদ্ধি দেবী

৫১ শক্তিপীঠে দেবী দুর্গা ৫১ দেবী রূপে বিরাজিতা আছেন। ছবিতে দেখুন রাজা বিক্রমাদিত্য পূজিত দেবী হরসিদ্ধি দেবী। এই দেবীকেই কেও কেও উজানী মঙ্গলচণ্ডী শক্তিপীঠ বলে ধরেন। যদিও মতভেদ আছে। "উজ্জয়নী" রাজা বিক্রমাদিত্যের রাজধানী। আর তাঁর ইষ্টদেবী ছিলেন এই দেবী হরসিদ্ধি। পীঠনির্ণয়তন্ত্র বলে-"উজ্জয়িন্যাং কূপারশ্চ মাঙ্গল্য কপিলাম্বর । ভৈরবঃ সিদ্ধিদঃ সাক্ষাদ্দেবী মঙ্গলচণ্ডীকা ।।' এখানে দেবীর কূর্পর কুনুই পতিত হয়েছিল। দেবীর নাম মঙ্গলচণ্ডীকা আর ভৈরব হলেন কপিলাম্বর ।
দেবী হরসিদ্ধির মন্দির দর্শন করে অপূর্ব শান্তি লাভ হয় । দেবীর নামের এক মাহাত্ম্য আছে। মহাকাল জ্যোতি লিঙ্গের মন্দিরের অদূরে ‘রুদ্রসাগর’ নামক এক জলাধার আছে। এই জলাধারের তীরে দেবী হরসিদ্ধির মন্দির । স্কন্দপুরানে আমরা এই তীর্থের বিবরণ পাই । সেই কাহানী হল- এক সময় হর আর মা গৌরী কৈলাসে বসে দ্যুত ক্রীড়া বা পাশা খেলছিলেন । সেই সময় চণ্ড ও প্রচণ্ড নামক দুই দৈত্য সেখানে এসে উপস্থিত হল। এই দুই দৈত্য মার্কণ্ড পুরানের অসুর রাজ শুম্ভ নিশুম্ভের সেনাপতি চণ্ড ও মুন্ড কিনা- সেই বিষয়ে পরিষ্কার ভাবে বলা নেই । তবে পুরান গুলিতে এক অসুরের নাম দুবার করে করেও পাওয়া যায় । এই চণ্ড ও প্রচণ্ড হয়তো অন্য অসুর । সেই অসুর দ্বয় এসে ভগবান শিব আর মা পার্বতীর খেলাতে উপদ্রব সৃষ্টি করতে লাগলো ।
ভগবান শিব এতে বিরক্ত হয়ে উঠলেন। অপরদিকে মা পার্বতী দেখলেন ভগবান শিব খেলায় অমনোযোগী । দুই অসুরের উৎপাতে যত গণ্ডগোলের সৃষ্টি। এতে মা পার্বতী ভয়ানক ক্ষিপ্ত হলেন। মা গৌরী পাশে থাকা একটি মুগুর তুলে চণ্ড ও প্রচণ্ডকে প্রহার করে বধ করলেন । ভগবান ত্রিপুরারি তখন হেসে বললেন- “হে দেবী। তুমি আজ আমার প্রীতির জন্য এই দুই দানবকে বিনাশ করে আমার মনোরঞ্জন করলে। আজ থেকে তোমার এক নাম হবে হরসিদ্ধি।” বলা হয় এই পীঠ দর্শন করলে মানবের অভীষ্ট ফললাভ হয় । ‘হরসিদ্ধি’ চার অক্ষর নাম জপ করলেই মানবের দারিদ্র ও শত্রু ভয় নষ্ট হয় ।
👉 নানা ধর্মীয় তথ্য ও দেবমাহাত্ম্যকথা জানতে লাইক করুন এই পেজটি https://www.facebook.com/shonatonsondesh/
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (3) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (82) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।