১৭ নভেম্বর ২০১৭

স্বামী প্রণবানন্দ ব্রহ্মচারীর বীরভাবাপন্ন নমশূদ্র শ্রেনীকে বিরাট হিন্দুসমাজের সঙ্গে মিলিয়ে মিশিয়ে দেন ।

নমশূদ্র সমাজ উচ্চবর্ণের হিন্দুর নিকট অবহেলিত , ঘৃণিত উপেক্ষিত । এরা ছিল অত্যন্ত সাহসী ও বীরভাবাপন্ন । চাষবাসে দক্ষ, লাঠি , ঢাল, সড়কী খেলায় ওস্তাদ । স্বামী প্রণবানন্দ ব্রহ্মচারী সেই নমশূদ্র শ্রেনীকে বিরাট হিন্দুসমাজের সঙ্গে মিলিয়ে মিশিয়ে তাদেরকে আমন্ত্রণ করে নানাভাবে উৎসাহিত করতে লাগলেন। সর্বসাধারণের সহিত এক লাইনে বসিয়ে খাওয়ানো, যাত্রাগান শিক্ষা, কৃষ্ণলীলা , বিভিন্ন পৌরাণিক যাত্রার বই তাদের মধ্যে প্রচলণ করে তাদেরকে হিন্দুভাবে অনুপ্রাণিত করতে লাগলেন । নৌকা বাওয়া, ঢাল সড়কী খেলার প্রতিযোগিতার মাধ্যমে তাদের মধ্যে বীরত্বের ভাব জাগিয়ে তুলতে লাগলেন । সন্ন্যাসী ব্রহ্মচারীগণকে তাদের বাড়ী পাঠাতেন । ব্রহ্মচারী দিগদের মধ্যে কেহ কেহ পূর্ব সংস্কার বশত আপত্তির সুরে বলতেন যে, “নমশূদ্রদের বাড়িতে কি যাওয়া যায় ? ওখানে কি খাওয়া যায় ? কি করে রুচী হবে ইত্যাদি।”

তখন পতিত পাবন শ্রীঠাকুর কম্বুকণ্ঠে গর্জন করে উঠতেন। বলতেন- “কেন ওরা কি মানুষ না ? ওরা কি কারো থেকে পরিষ্কার কম থাকে ? উচ্চবর্ণের হিন্দু থেকেও সর্ববিষয়ে নিষ্ঠা সম্পন্ন ওরা । আমি নিজে ওদের হাতে খাই । ওদের ঘৃণা করবার কি আছে ? এত বড় একটা নমশূদ্র সমাজকে আমরা এই হিন্দুসমাজ থেকে বাদ দিয়ে চলব ? এ আমাদের সমাজের মহাপাপ । এতবড় একটা ক্ষত্রিয় জাতিকে বাদ দিয়ে হিন্দুসমাজ দাঁড়াবে কোথায় ? মানুষ মানুষকে ঘৃণা করবার কি আছে ? বড় যে, সে যদি ছোটকে তার দোষ ত্রুটি উপেক্ষা করে তাকে সৎ আচার বিচার শিক্ষা দিয়ে উঠিয়ে নিতে না পারল তবে বড়র মহত্ত্ব কোথায় ? শুধু বড় বলিলেই কি সে বড় হয়ে যায় ? তার গুণ থাকা চাই। আমি কি কাহাকেও ভুল পথ দেখাতে পারি ? আমি আজ যে পথ দেখাচ্ছি তাই-ই অভ্রান্ত পথ । সময় হইলে তখন নিজেরা বুঝবে, ভবিষ্যতে গুরুতর বিপদ আসছে। যার জ্ঞান আছে সে বুঝবে।”

শ্রীশ্রী আচার্যদেবের দর্শনে এসে নমশূদ্র সর্দারগণ তাঁকে প্রণাম করলে তিনি তাদের সকলকে বসতে আদেশ করলেন । এত স্নেহ, ভালোবাসা, এমন প্রাণ জুড়ানো মধুর বাণী তারা যেন কোথাও পায়নি । শুধু উচ্চবর্ণের হিন্দুর কাছে কেন, এমন আদর দরদ তারা জীবনে কখনও অনুভব করেনি কোথাও । তখন লীগ মন্ত্রীসভার শাসন । সবদিক দিয়ে হিন্দুরা কোণঠাসা । যুক্তবাংলার সেদিন সর্বত্র হিন্দুরা নির্যাতিত। লীগ নমশূদ্র নেতাকে মন্ত্রীসভায় এনে নমশূদ্র সম্প্রদায়ের মনোবল আকর্ষণ করিতেছে । পতিতপাবন শ্রীঠাকুর সেদিন হিন্দুসমাজকে এই ঘোরতর বিপদ হতে উদ্ধার করলেন। উচ্চবর্ণের মধ্যে একসময় রব উঠেছিল যে “আচার্য স্বামী প্রণবানন্দজী উচ্চবর্ণের হিন্দু ও নমশূদ্রদের একত্রে বসিয়ে জাতিচ্যুত করেছেন।” পরে যখন উচ্চবর্ণের হিন্দুরা তাঁর আন্দোলনের উদ্দেশ্য ও ভাব বুঝতে পারল তখন সেই ক্ষণিকের গুঞ্জন ধীরে ধীরে মিলিয়ে গেল ।

( শ্রীশ্রীঠাকুরের ভাবমধুর লীলাপ্রসঙ্গ- স্বামী অরূপানন্দ )
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।