০৫ ডিসেম্বর ২০১৭

ভগবান শ্রীকৃ‌ষ্ণের মাহাত্ম্য বর্ণনা


ঋ‌ষিগণ বল‌লেন -- বিশ্বব‌ন্দিত ভগবান শংকর ! এবার আমরা বাস‌ু‌দেব শ্রীকৃ‌ষ্ণের মাহাত্ম্য শ্রবণ কর‌তে চাই ।

ম‌হেশ্বর বল‌লেন -- মু‌নিবরগণ ! ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার থে‌কেও শ্রেষ্ঠ । সেই সনাতন পুরুষ‌কে শ্রীহ‌রি বলা হয় । তাঁর দেহকা‌ন্তি জাম্বূনদ নামক সুব‌র্ণের ন্যায় তেজস্বী । তি‌নি মেঘবিহীন আকা‌শে উ‌দিত সূ‌র্যের ন্যায় তেজস্বী । তাঁর দশ হাত এবং সেগু‌লি মহান তেজসম্পন্ন । তি‌নি দেবতা‌দের চির শত্রু দৈত্য‌দের বিনাশকারী । তাঁর বক্ষঃস্থ‌লে শ্রীবৎ‌সের চিহ্ন শোভা পায় । তি‌নি হৃষীক অর্থাৎ ই‌ন্দ্রিয়া‌দির প্রভু হওয়ায় তাঁ‌কে হৃষী‌কেশ বলা হয় ।

সমস্ত দেবতা তাঁর পূজা ক‌রেন । ব্রহ্মা তাঁর উদর থে‌কে এবং আ‌মি তাঁর মস্তক থে‌কে উৎপন্ন হ‌য়ে‌ছি । তাঁর মাথার চুল থে‌কে নক্ষত্র ও তারা উদ্ভূত হ‌য়ে‌ছে । দেবতা এবং অসুর তাঁর দে‌হের রোম থে‌কে সৃষ্ট । সমস্ত ঋ‌ষি এবং সনাতনলোক তাঁর শ্রী‌বিগ্রহ থে‌কে উৎপন্ন । শ্রীহ‌রি স্বয়ং সমস্ত দেবতা এবং ব্রহ্মার ধাম । তি‌নিই সমস্ত জগ‌তের স্রষ্টা এবং ত্রি‌লো‌কের স্বামী ।

তি‌নিই সমস্ত চরাচ‌রের প্রাণী‌দের সংহার ক‌রেন । তি‌নি দেবতা‌দের ম‌ধ্যে শ্রেষ্ঠ , তাঁ‌দের রক্ষক এবং শত্রুসন্তপ্তকারী । তি‌নি সর্বজ্ঞ , সব‌কিছু‌তে প‌রিব্যাপ্ত , সর্বব্যাপক এবং সর্ব‌দি‌কে মুখসম্পন্ন । তি‌নিই পরমাত্মা , ই‌ন্দ্রিয়াদির প্রেরক এবং সর্বব্যাপী ম‌হেশ্বর । ত্রি‌লো‌কে তাঁর থে‌কে শ্রেষ্ঠ আর কেউ নেই । তি‌নিই সনাতন , মধুসূদন এবং গো‌বিন্দ ইত্যা‌দি না‌মে প্র‌সিদ্ধ ।

সজ্জন‌কে সম্মান প্রদর্শনকারী এই ভগবান শ্রীকৃষ্ণ কুরু‌ক্ষে‌ত্রের যুদ্ধে সমস্ত রাজা‌দের সংহার করা‌বেন । তি‌নি দেবতা‌দের কার্য‌সি‌দ্ধির জন্য পৃ‌থিবী‌তে মানব - শরীর ধারণ ক‌রে আ‌বির্ভূত হ‌য়ে‌ছেন । তার শ‌ক্তি এবং সহায়তা ছাড়া দেবতারা কো‌নো কাজই কর‌তে পা‌রেন না । ভগবান শ্রীকৃষ্ণ সকল প্রাণীর অগ্রগণা , তাই সমস্ত দেবতা তাঁর চর‌ণে মাথা নত ক‌রে ।

দেবতা‌দের রক্ষা এবং তাঁ‌দের কার্য - সাধ‌নে রত এই ভগবান বাসু‌দেব ব্রহ্মস্বরূপ । তি‌নি ব্রহ্ম‌র্ষি‌দের সর্বদা শরণ দি‌য়ে থা‌কেন । ব্রহ্মা এবং আ‌মি ---- দুজ‌নেই তাঁর শরী‌রের ম‌ধ্যে অত্যন্ত সু‌খে অবস্থান ক‌রি । সমস্ত দেবতাও তাঁর শ্রী‌বিগ্র‌হে সুখপূর্বক বাস ক‌রেন ।

তাঁর চোখদু‌টি কম‌লের ম‌তো সুন্দর । তাঁর বক্ষঃস্থ‌লে লক্ষ্মীর বাস , তিনি সর্বদা লক্ষ্মীর স‌ঙ্গে বাস ক‌রেন । তাঁর বি‌শেষ অস্ত্র হল শার্ঙ্গধনুক , সুদর্শন চক্র , নন্দন নামক ধনুক ।তাঁর ধ্বজা‌তে গরু‌ড়ের চিহ্ন আছে । তি‌নি উত্তম শীল , শম , দম , পরাক্রম , বীর্য , সুন্দর দেহ , সুন্দর দর্শন , সু‌ডৌল আকৃ‌তি , ধৈর্য , সরলতা , কোমলতা , রূপ ও বল ইত্যাদি সদ্গুণসম্পন্ন । সর্বপ্রকার দিব্য এবং অদ্ভূত অস্ত্রশস্ত্র তাঁর কা‌ছে সর্বদা মজুত থা‌কে । তি‌নি যোগমায়াসম্পন্ন এবং সহস্র নেত্র সংব‌লিত । তাঁর কো‌নো বিনাশ নেই ।

তি‌নি উদার‌চিত্ত , মিত্র‌দের প্রশংসক , জ্ঞা‌তি এবং বন্ধু - বান্ধব‌দের প্রিয় , ক্ষমাশীল , অহংকারর‌হিত , ব্রাহ্মণভক্ত , বেদ উদ্ধারকারী , ভয়ার্ত মানু‌ষের ভয় হরণকারী ও মিত্র‌দের আনন্দবর্ধনকারী । তি‌নি সমস্ত প্রাণী‌কে শরণ প্রদান ক‌রেন , দীনা‌র্তের রক্ষায় সদা তৎপর , শাস্ত্রজ্ঞাতা , অর্থসম্পন্ন , সমস্ত জগ‌তের বন্দনীয় , শরণাগত শত্রু‌কেও আশ্রয় প্রদান ক‌রেন , ধর্মজ্ঞ , নী‌তিজ্ঞ , নী‌তিমান , ব্রহ্মবাদী এবং জি‌তে‌ন্দ্রিয় । সেই পর‌মেশ্ব‌র‌কে পূজা কর‌লে পরম ধ‌র্মের সি‌দ্ধি হয় ।

তি‌নি মহা‌তেজস্বী দেবতা । তি‌নি প্রজা‌হিতা‌র্থে ধ‌র্মের জন্য কোটি কো‌টি ঋ‌ষি সৃ‌ষ্টি ক‌রে‌ছেন । তাঁর সৃষ্ট সনৎকুমার প্রমুখ ঋ‌ষি আজও গন্ধমাদন পর্ব‌তে তপস্যায় রত আ‌ছেন , তাই ধর্মজ্ঞ উত্তম বক্তা বাসু‌দেব‌কে সর্বদা প্রণাম করা উ‌চিত । ভগবান নারায়ণ দেব‌লো‌কে সর্ব‌শ্রেষ্ঠা । যে তাঁ‌কে বন্দনা ক‌রে , তি‌নিও তার বন্দনা করেন । যে তাঁ‌কে সম্মান ক‌রে , তি‌নিও তাঁর সম্মান ক‌রেন ।

এইরূপ অর্চিত হ‌লে অর্চনা ক‌রেন , পূ‌জিত হ‌লে পূজা ক‌রেন , দর্শনকারী‌দের ওপর সর্বদা কৃপাদৃ‌ষ্টি রা‌খেন এবং শরণাগত‌কে শরণ প্রদান ক‌রেন । আ‌দি‌দেব ভগবান বিষ্ণুর এই উত্তম ব্রত । সজ্জন ব্য‌ক্তি সর্বদাই তাঁর এই ব্রত আচরণ ক‌রেন । তি‌নি সনাতন দেবতা , তাই দেবগণ সর্বদাই তাঁ‌কে পূজা ক‌রেন । যারা তাঁর অনন্যভক্ত , তাঁরা নি‌জেদের সাধনায় অনুরূপ নির্ভয়পদ প্রাপ্ত হন ।

‌দ্বিজগ‌ণের উ‌চিত মন , বাক্য ও ক‌র্মের দ্বারা সর্বদা সেই ভগবা‌নের পূজা করা , প্রণাম করা এবং যত্নসহকা‌রে উপাসনা করে দেবকীনন্দনকে দর্শন লাভ করা ।

মু‌নিবরগণ ! আ‌মি আপনা‌দের এক উত্তম মার্গ জান‌ালাম । কেবল ভগবান ভগবান বাসু‌দেব‌কে দর্শন কর‌লে আপনা‌দের সব দেবতার দর্শন লাভ হ‌বে ।

আ‌মিও মহাবরাহরূপ ধারণকারী সর্ব‌লোক‌পিতামহ জগদীশ্বর‌কে নিত্য প্রণাম ক‌রি । আমরা সকল দেবতা তাঁর শ্রী‌বিগ্র‌হে বাস ক‌রি , সুতরাং তাঁ‌কে দর্শন কর‌লে তিন দেবতার ( ব্রহ্মা , বিষ্ণু , ম‌হেশ্ব‌রের ) দর্শন লাভ হয় । এ‌তে কো‌নো স‌ন্দেহ নেই ।

ত‌পোধনগণ ! আ‌মি আপনা‌দের ওপর অনুগ্রহ ক‌রে ভগবা‌নের প‌বিত্র মাহাত্ম্য এই জন্য শোনালাম , যা‌তে আপনারা যত্ন সহকা‌রে যদু‌শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের পূজা ক‌রেন ।

দেব‌র্ষি নারদ বল‌লেন - প্রভ‌ু ! ভগবান শংকর হিমালয় শিখ‌রে যাঁর মাহাত্ম্য আমা‌দের ব‌লে‌ছি‌লেন , সেই ব্রহ্মভূত সনাতন পুরুষ আপ‌নিই , শ্রীকৃষ্ণ । আপনার প্রভা‌বে আর এক‌টি আশ্চ‌র্যের ব্যাপার হল এই যে আমরা আপনা‌কে দে‌খে বি‌স্মিত হ‌য়ে‌ছি এবং আমা‌দের পূর্বকথা স্মরণ হ‌য়ে‌ছে । প্র‌ভো ! দেবা‌দি‌দেব ভগবান শংকর আপনার এরূপ মাহাত্ম্যের কথা বর্ণনা ক‌রেছি‌লেন ।

জয় রা‌ধে

জয় শ্রীহরির জয় ।

জয় ভক্তগ‌ণের জয় ।
Joy Shree Radha Madhav
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।