১৮ নভেম্বর ২০১৬

এই গ্রামে আজও মানুষ কথা বলে সংস্কৃতে

মাতৃভাষা আমাদের সকলেরই আছে৷সেই ভাষাতেই আমরা কথা বলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি৷কিন্তু তাও আমাদের কাজের খাতিরে মাতৃভাষা ছাড়াও অন্যান্য ভাষাতে কথা বলতে হয়৷কিন্তু আমাদের সব ভাষারই আদি ভাষা হল সংস্কৃত৷

যে ভাষাতে এখন শুধু বইয়ের পাতার মধ্যেই আবদ্ধ,এইরকমই ধারণা ছিল আমাদের সকলের৷কিন্তু এই ধারণা বদলে দিয়েছে একটি গ্রাম৷যেখানে এখনও সংস্কৃত ভাষায় কথা বলেন ওখানকার মানুষজন৷ওখানে সংস্কৃত শুধু বইয়েই আবদ্ধ নেই,রয়েছে মানুষের মুখে মুখে৷এই অবাক করা গ্রামটি রয়েছে কর্ণাটকের মাতুরয়ে৷

জানা গিয়েছে,এই গ্রামটি বিশ্বের শেষ গ্রাম,যেখানকার মানুষ এখনও সংস্কৃতে কথা বলে৷শুনতে অবাক লাগলেও এটাই সত্যি৷এই গ্রামের মানুষজন তাদের প্রতিদিনের জীবনে এই ভাষাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে৷বলা ভালো এটাই তাদের ভালো লাগার ভাষা,ভালোবাসার ভাষা৷
প্রথমে বিষয়টি জেনে অবাক লেগেছিল৷তারপর জানতে পারা গেল আরও বহু রোমাঞ্চকর তথ্য৷এই গ্রামে সংস্কৃতকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে এখানে ২০দিনের সংস্কৃত পড়ানোর ক্লাস করানো হয়৷গ্রামের বয়স্ক মানুষরা সংস্কৃত চর্চা করেন একজোট হয়ে৷এই গ্রামটিতে গিয়ে ওখানকার পরিস্থিতি দেখলে মনে হবে যেন সিনেমা দেখছি৷গ্রামে কোনও রেস্টুরেন্ট নেই,নেই কোনও গেস্ট হাউসও৷সংস্কৃত ভাষাকে প্রাধান্য দেওয়ার জন্যই এই গ্রাম বিখ্যাত৷
একবার এই গ্রামে ভ্রমণ করার কথা আপনারা নির্দ্বিধায় ভেবে দেখতে পাবেন৷হয়তো পাবেন না কোনও ফাইভ স্টার হোটেল কিন্তু একটা নতুন ধরণের অভিজ্ঞতা আপনকে ভরিয়ে তুলবে৷যা কোনও বিখ্যাত হাই-ফাই দেশের থেকে কম কিছু নয়৷একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ধরণের গ্রামের অস্তিত্ব এর কথা শুনে অবাক হতেই হয়৷
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।