সামবেদ সংহিতা
সামবেদ সংহিতা - সাম মানে গান। যে মন্ত্র গান করা যায়, তাকেই সাম বলে। যজ্ঞ করার সময় কোন কোন ঋগ আবৃত্তি না করে সুর করে গাওয়া হত। এই গেয় ঋগ্সমূহকে বলা হয় সামবেদ। আর সামর সংকলনই সামবেদ সংহিতা। সামবেদের অধিকাংশ মন্ত্র ঋকবেদ থেকে গ্রহণ করা হয়েছে। এই বেদের নিজস্ব মন্ত্রের সংখ্যা ৭৫টি। বৈদিক অনুষ্ঠানে পরিবেশিত গানের সঙ্কলন হলো সামবেদ। এই কারণে সামবেদকে অনেক সময় সঙ্গীত গ্রন্থ বলা হয়। এই বেদকে দুটি ভাগে ভাগ করা হয়। এই প্রথমভাগ আর্চিক এবং দ্বিতীয় ভাগ গান। আর্চিক আবার দুই ভাগে বিভক্ত। এই ভাগ দুটো হলো‒ পূর্বার্চিক ও উত্তরার্চিক।০১। ভূমিকা
০২। প্রথম অধ্যায়ঃ আগ্নেয় কাণ্ডঃ অগ্নিস্তুতি) - খণ্ডঃ০১-০৬
০৩। প্রথম অধ্যায়ঃ আগ্নেয় কাণ্ডঃ অগ্নিস্তুতি) - খণ্ডঃ ০৭-১২
০৪। দ্বিতীয় অধ্যায় । ঐন্দ্র কাণ্ডঃ ইন্দ্রস্তুতিঃ খণ্ডঃ ০১-০৬
০৫। দ্বিতীয় অধ্যায় । ঐন্দ্র কাণ্ডঃ ইন্দ্রস্তুতিঃ খণ্ডঃ ০৭-১২
০৬। তৃতীয় অধ্যায় । ঐন্দ্র কান্ডঃ ইন্দ্রস্তুতিঃ খণ্ডঃ ০১-০৬
০৭। তৃতীয় অধ্যায় । ঐন্দ্র কান্ডঃ ইন্দ্রস্তুতিঃ খণ্ডঃ ০৭-১২
০৮। চতুর্থ অধ্যায় । ঐন্দ্র কান্ড : ইন্দ্রস্তুতিঃ খণ্ডঃ ০১-০৬
০৯। চতুর্থ অধ্যায় । ঐন্দ্র কান্ড : ইন্দ্রস্তুতিঃ খণ্ডঃ ০৭-১২
ঋগ্বেদ সংহিতা
ঋগবেদ সংহিতায় রয়েছে স্তুতি ও প্রার্থনামূলক মন্ত্র। এগুলো পদ্যে রচিত। এখানে ১০৪৭২ টি মন্ত্র রয়েছে। আবার কতগুলো মন্ত্র নিয়ে একটি বড় আকারের কবিতা বানানো হয়েছে। এর একটি কবিতাকে বলা হয়েছে সূক্ত। যে সকল ঋষি ঋগ্বেদ দর্শন করেছিলেন তাদের মধ্যে রয়েছেন ঋষি গৃৎসমদ, বিশ্বামিত্র, বামদেব ইত্যাদী। উক্ত ঋষিগন যে সকল দেবতার স্তুতি করেছেন বা যে সকল দেবতার প্রসংঙ্গে ঋগ রচনা করেছেন তাদের মধ্যে রয়েছেন- অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, ঊষা ইত্যাদি।
০১। ঋগ্বেদ সংহিতা - প্রথম মণ্ডলঃবিভিন্ন ঋষিঃ সুক্তঃ ০১-১৫০২। ঋগ্বেদ সংহিতা - প্রথম মণ্ডলঃবিভিন্ন ঋষিঃ সুক্তঃ ১৬-৩০
০৩। ঋগ্বেদ সংহিতা - প্রথম মণ্ডলঃবিভিন্ন ঋষিঃ সুক্তঃ ৩১-৪৫
০৪। ঋগ্বেদ সংহিতা - প্রথম মণ্ডলঃবিভিন্ন ঋষিঃ সুক্তঃ ৪৬-৬০
০৫। ঋগ্বেদ সংহিতা - প্রথম মণ্ডলঃবিভিন্ন ঋষিঃ সুক্তঃ ৬১-৭৫
০৬। ঋগ্বেদ সংহিতা - প্রথম মণ্ডলঃবিভিন্ন ঋষিঃ সুক্তঃ ৭৬-১০০
০৭। ঋগ্বেদ সংহিতা - প্রথম মণ্ডলঃবিভিন্ন ঋষিঃ সুক্তঃ ১০১-১১৫
4 Comments:
যদি কোনো pdf বই post করেন তাহলে সুবিধা হয়।
Atharva-Veda er bangla kono soft copy thakle dewer jonno onurodh korci.
prashanta_neogi@yahoo.com
Atharva-Veda er bangla kono soft copy thakle dewer jonno onurodh korci.
prashanta_neogi@yahoo.com
many many Thanks for wonderful translation and Your hard work
একটি মন্তব্য পোস্ট করুন