বামন পুরাণ অষ্টাদশ হিন্দুপুরাণের অন্যতম এবং একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থ। এই পুরাণ বিষ্ণুর বামন অবতারের প্রতি উৎসর্গিত। বামণ পুরাণ–এ অবশ্য বিষ্ণু ও শিবউভয় দেবতাকেই বন্দনা করা হয়েছে। অধিকাংশ পুরাণের মতো বামন পুরাণ–এও দশটি বৈশিষ্ট্য লক্ষিত হয়। এগুলি হল: সর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, বৃত্তি, রক্ষ, মন্বন্তর, বংশ ও উপাশ্রয়। সর্গের উপজীব্য বিশ্বসৃষ্টির কাহিনি। বিসর্গ থেকে জানা যায় কিভাবে বিভিন্ন জীব একটি প্রজাতি থেকে অপর প্রজাতিতে বিবর্তিত হয়।
|
ব্রহ্মবৈবর্ত পুরাণ হল হিন্দু অষ্টাদশ মহাপুরাণের অন্যতম। এটি খ্রিস্টীয় দশম শতাব্দীতে রচিত। এই গ্রন্থের প্রথম খণ্ডে ব্রহ্মাণ্ড ও সকল জীবের সৃষ্টিতত্ত্ব, দ্বিতীয় খণ্ডে বিভিন্ন হিন্দু দেবীর বর্ণনা ও পৌরাণিক গল্প, তৃতীয় খণ্ডে গণেশের জন্ম ও কীর্তিকাহিনী এবং চতুর্থ খণ্ডে কৃষ্ণের জন্ম ও লীলা বর্ণিত হয়েছে। পদ্ম পুরাণের শ্রেণিবিভাগ অনুসারে, ব্রহ্মবৈবর্ত পুরাণ একটি রাজসিক পুরাণ।
|
কল্কি পুরাণ -প্রফেসর ড. অশোক চ্যাটার্জী শাস্ত্রী কর্তৃক সম্পাদিত
|
অষ্টাদশপুরাণম্- শ্রীরসিকমোহন চট্টোপাধ্যায়-কর্ত্তৃক সংগৃহীত, শ্রীযুক্ত চন্দ্রকুমার তর্কংলঙ্কার কর্ত্তৃক অনুবাদিত
|
ব্রহ্মাণ্ড পুরাণ অষ্টাদশ মহাপুরাণের অন্যতম এবং একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থ। অধ্যাত্ম রামায়ণ এককালে এই গ্রন্থের অন্তর্গত ছিল। ব্রহ্মাণ্ড এবং ব্রহ্মার নিকট ভবিষ্যত যুগসমূহের প্রকাশের বৃত্তান্ত থেকে এই পুরাণের নামকরণ। আদিতে কেবল একটি স্বর্ণডিম্ব (সোনার ডিম) ছিল এবং তার থেকে জগৎ প্রপঞ্চের সৃষ্টি – ব্রহ্মা কথিত এই বিশ্বসৃষ্টির উপাখ্যান ব্রহ্মাণ্ড পুরাণের মূল উপজীব্য। অধ্যাত্ম রামায়ণের একাংশ, রাধা ও কৃষ্ণের কাহিনি এবং পরশুরাম অবতারের উপাখ্যান এই পুরাণের অন্তর্গত। এই গ্রন্থের শ্লোকসংখ্যা ১২,০০০। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ব্রাহ্মণকে এই গ্রন্থ উপহার দেওয়া উত্তম বলে গণ্য হয়।
|
কালিকা পুরাণ (খ্রিস্টীয় দশম শতাব্দী) একটি হিন্দু ধর্মগ্রন্থ। অষ্টাদশ উপপুরাণের অন্যতম। প্রাপ্ত পাঠটিতে ৯৮টি অধ্যায় ও ৯০০০ শ্লোক রয়েছে। এটি কালী ও তাঁর কয়েকটি বিশেষ রূপের (যথা, গিরিজা, ভদ্রকালী ও মহামায়া) উদ্দেশ্যে রচিত একমাত্র গ্রন্থ। এই পুরাণে কামরূপ তীর্থের পর্বত ও নদনদী এবং কামাখ্যা মন্দিরের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়।কালী, কামাখ্যা ও দুর্গা সহ বিভিন্ন দেবীর পূজাপদ্ধতি এই পুরাণে লিপিবদ্ধ আছে। সেই কারণে এটি হিন্দুধর্মের শাক্ত শাখার ধর্মগ্রন্থ। সম্ভবত এই গ্রন্থ কামরূপ (বর্তমান অসম) বা বঙ্গদেশে লিখিত হয়েছিল।
|
লিঙ্গপুরাণ- কৃষ্ণদ্বৈপায়ন মহর্ষি শ্রীবেদব্যাস প্রণীত। পন্ডিতবর শ্রীযুক্ত পঞ্চানন তর্করত্ন প্রভৃতি কর্ত্তৃক অনুবাদিত। কলিকাতা থেকে প্রকাশিত। লিঙ্গপুরাণে একটি কাহিনির অবতারণা করা হয়। এই কাহিনিতে উক্ত স্তম্ভটিকে শুধু মহানই বলা হয়নি বরং মহাদেব শিবের সর্বোচ্চ সত্ত্বা বলে উল্লেখ করা হয়েছে।
|
মহাভাগবত পুরাণ হিন্দু শাক্তধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ। এই গ্রন্থ শ্রীমদ দেবীভাগবতম্ বা দেবীভাগবতম্ নামেও পরিচিত। শাক্তধর্মে এই গ্রন্থের স্থান দেবীমাহাত্ম্যম্ গ্রন্থের পরেই। দেবীভাগবত পুরাণ একটি উপপুরাণ হলেও অনেক পণ্ডিত এটিকে মহাপুরাণ বলে উল্লেখ করেছেন। মূল গ্রন্থেও একে মহাপুরাণ বলা হয়েছে। "বঙ্গীয় শাক্তসম্প্রদায় দেবীভাগবত নামান্তরে শ্রীভাগবত মহাপুরাণকে প্রকৃত ভাগবত পুরাণ বলে দাবী করেন এবং বৈষ্ণব সম্প্রদায়ের মূল ভাগবত পুরাণকে উপপুরাণের পর্যায়ে গণ্য করেন।"
|
বিষ্ণু পুরাণ অষ্টাদশ হিন্দু মহাপুরাণের অন্যতম তথা একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থ। এই পুরাণকে সর্বাধিক গুরুত্বপূর্ণ পুরাণ বলে মনে করা হয়; তাই এর অপর নাম পুরাণরত্ন। পরাশর ও তাঁর শিষ্য মৈত্রেয়ের মধ্যে কথোপকথনরূপে বিধৃত এই পুরাণ ছয়টি অংশে বিভক্ত। মূল উপজীব্য বিষয় বিশ্বসৃষ্টি, দেবাসুরের সংগ্রামকাহিনি, বিষ্ণুর অবতারদের কথা ও কিংবদন্তি রাজাদের বংশবৃত্তান্ত।মনে করা হয়, এই পুরাণের শ্লোকসংখ্যা ২৩,০০০। যদিও পুরাণে প্রাপ্ত শ্লোকের আসল সংখ্যা সাত হাজারেরও কম।
|
মার্কণ্ডেয় পুরাণ অষ্টাদশ মহাপুরাণের অন্যতম এবং একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থ। এই পুরাণ মহর্ষি জৈমিনি ও মহর্ষি মার্কণ্ডেয়ের মধ্যে কথোপকথন আকারে রচিত। এফ ই পারগিটার এই পুরাণের ইংরেজি অনুবাদ করেন।
|
নারসিংহ পুরাণ-মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস প্রণীত, শ্রীচন্দ্রনাথ বসু কর্ত্তৃক প্রকাশিত
|
পদ্ম পুরাণ- মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস প্রণীত, শ্রীমৎকেদারনাথ ভক্তিবিনোদেন সম্পাদিতম্, শ্রীরাধিকাপ্রসাদ দত্তেন প্রকাশিতম্
|
স্কন্দ পুরাণ-মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিতম্, বঙ্গানুবাসমেতম্ শ্রীনটবর চক্রবর্ত্তী দ্বারা মুদ্রিত ও প্রকাশিত।সন ১৩১৮ সাল।
|
সূর্য্য পুরাণ-মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস প্রণীত, বঙ্গানুবাসমেতম্ ভট্টপল্লী-নিবাসী-পন্ডিতবর শ্রীযুক্ত পঞ্চানন তর্করত্ন সম্পাদিত
|
মৎস পুরাণ প্রাচীনতম পুরাণগ্রন্থ এবং একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মশাস্ত্র। এটি মূলত বিষ্ণুর মৎস্য অবতারের কাহিনি। এই যুগের পর থেকেই আর্য অর্থাৎ বর্তমান হিন্দু সমাজব্যবস্থার সূত্রপাত।এই পুরাণের উপাখ্যান প্রাগৈতিহাসিক দ্রাবিড় পটভূমিকায় স্থাপিত। কেন্দ্রীয় চরিত্র মৎস্যদেব ও দ্রাবিড় সম্রাট সত্যব্রত, যিনি পরবর্তীকালে "আর্যপিতা" মনু নামে পরিচিত হন। ঠিক কোন সময়কালে এই কাহিনিটি প্রস্থাপিত তা বোঝা সম্ভব নয়; কারণ গ্রন্থে আশ্চর্যজনকভাবে ২ লক্ষ কোটি বছরের কথা বলা হয়েছে।এই পুরাণে সূর্য-পুত্র সত্যব্রত বা মনুর জীবনবৃত্তান্ত বর্ণিত হয়েছে।
|
শ্রীশ্রীগয়ামাহাত্ম্য (অর্থাৎ বায়ুপুরাণান্তর্গত অষ্টাধ্যায় পুস্তক)-শ্রীনন্দকুমার কবিরত্ন ভট্টচার্য্য সমুল গৌড়ীয় সাধুভাষায় প্রতিভাষিত, ১৭৮৭ সালে কলিকাতা বিদ্যারত্ন যন্ত্রে মুদ্রিত।
|
35 Comments:
অসাধারন
vary good .....thanks
অনেক অনেক সুন্দর হয়েছে । আপনার কাছে থেকে এরূপ আরো অনেক পোস্ট আশা করছি ।
onek din dhore ei rokom 1ta web site khujjilam. dhonnobad apnader. onek kichu pelam...
great collections!!!!
Thank you for your such great Initiative.I request you for uploading more mordern but Sanatan Dharma related books.Can you Upload more Books from Vivekananda Sahitya Kendra?
"অথর্ব বেদ" টি সম্পূর্ণ বাংলা ভাষায় pdf ফাইল আকারে পেলে একটু উপকৃত হতাম।বড়ই ইচ্ছা এই বেদ টি সম্পর্কে জানার।।
কালিকা পুরাণের chapter 1 এর ২ পৃষ্ঠার পর ২৫০ পৃষ্ঠা ....
মাঝের গুলি তো কোথায় ও পেলুম না খুজে
!! সম্পূর্ণ করুন !!
Dear writers,
your book collections are really amazing, Thanks for such a great job. If you can add the book named Atharba beed then it will be somuch helpful for me thank you
ভৃগু সংহিতা কি পাওয়া যাবে?
PLEASE ADD POROHIT DARPAN
দাদা ধর্ম সম্পর্কে জানার জন্য আপনি আমাদের জন্য অনেক বইয়ের সংগ্রহশালা গড়েছেন তাও আবার বিনামূল্যে ।।
অনেক ধন্যবাদ আপনাকে।।ভগবান আপনার মঙ্গল করুক।
Its a Marvellous, Magnificent, Superb, Glorious, Sublime, Lovely, Delightful Collection for Hindu Religion.
এমন অসাধারণ একটা সনাতন ধর্মীয় লাইব্রেরী পেয়ে আমি মহাখুশি সেই সাথে ঈশ্বরকেও ধন্যবান এবং এই বিশাল লাইব্রেরী তৈরিতে যাদের অবদান রয়েছে তাদের জন্য সবর্দা আর্শীবাদ থাকেবে আর আমার পক্ষ হতে তাদেরকে নত মস্তক এ নমষ্কার জানাচ্ছি
ভবিষ্য পুরান নাই☹
অনেক অনেক ধন্যবাদ।
মহাকাল সংহিতা ফ্রি ডাউনলোড korte chai
শ্রীচৈতন্যভাগবত নাই
ভগবান আপনার মঙ্গল করবেন।।।
অনেক অনেক ধন্যবাদ,,,দাদা।।।
প্রণাম দাদা ভাই। অসংখ্য ধন্যবাদ। এমন উপস্থাপনা সত্যিই বিরল। যদি পারেন নান্দিকেশ্বর পুরাণটা যদি দিতে পারেন বড়ই উপকৃত হই।
আপনাকে অসংখ্যক ধন্যবাদ।যা অনেক কষ্ট করে পাওয়া যায় না। তা সহজেই খুজে পাওয়ার জন্য। যা অনেক সাধনার মাধ্যমে পাওয়া যায়।
ভবিষ্যত পুরাণ নাই।
বেদ নাই।
ভবিষ্য পুরাণম টা শেয়ার করুন দয়া করে।
PDF file download hosse na...
Eta ki problem??????????????
আপনাদের এখানে কোন বই ডাউনলোড করা যাচ্ছে না ।
এই ধরনের ওয়েবসাইটের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এডমিন দেরকে।দয়া করে আরো কিছু গ্রন্থ যুক্ত করবেন এবং আমি এই ওয়েব সাইটটি অনেক জায়গায় প্রচার করছি খুব ভালো লাগলো আপনাদের এই ওয়েবসাইটটি
সুধিবৃন্দ,
আপনাদেরকে প্রণাম জানাই | সবিনয় নিবেদন এই যে, আপনারা বসুমতি সাহিত্য মন্দির প্রকাশিত শ্রীমদ্ভাগবতমের শেষ দুটি খণ্ড ভক্তদের জন্য দিয়েছেন | যদি প্রথম দুটি খণ্ড আপনাদের সংগ্রহে থেকে থাকে তাহলে সেগুলিও দিলে আমরা খুবই উপকৃত হই | আর যদি না থাকে তাহলে আমার সংগ্রহে যা আছে তার সাহায্য নেওয়া যেতে পারে ------ এই আমার ঐকান্তিক প্রার্থনা
প্রণামান্তে
অসিতাভ মুখোপাধ্যায়
ফোন নম্বর +৯১ ৯৪৩২৪২১৫৫৪
এবং
হোয়াটস্যাপ নম্বর +৯১ ৭৯৮০৫৮৩১৩৯
After opening,the downloaded file can't open.What can I do , please suggest.😭😭😭
Thanks from MODERNSANSKRIT
অসংখ্য ধন্যবাদ, সবার মাঝে শাস্ত্র চর্চা হোক
Pdf format এ download হচ্ছেনা
বইগুলো তো পুরাতন ছাপার। আধুনিক ছাপা বই আপলোড দিন।
অসাধারণ। সনৎসুজাতীয় অ্যালার্ম শাস্ত্র , গোপাল হালদারের লেখা বইটি পেলে ভালো হতো।
HARI BANSHA PURAN PELAM NA
এগুলো পেয়ে খুব খুশি হলাম। আমি বাংলাদেশ থেকে বলছি। অথর্ববেদ কখন দিবেন??
একটি মন্তব্য পোস্ট করুন