০৫ মে ২০২২

ভগবান, ঈশ্বর ও ব্রহ্ম --১

আজ সন্ধ্যা বেলায় এক সাধক ব্যক্তি আমায় ফোন করেছিলেন। তিনি যথেষ্ট পণ্ডিত ব্যক্তি বলেই শুনেছি। আমার "সতীপীঠ" পোস্ট প্রসঙ্গে তিনি কথা বলছিলেন। কথা প্রসঙ্গে তিনি বললেন ভগবান ও ঈশ্বর দুটি পৃথক বিষয় এবং শ্রীকৃষ্ণ না কি ভগবান নয়। তিনি বেদের উদাহরণ সহ অনেক কথা বললেন। এবার এলেন দেবতা প্রসঙ্গে। আমি ৩৩ কোটি দেবতা বলাতে হে হে করে হেসে উঠে তাচ্ছিল্য করলেন বলে মনে হল। আমি কি আর করি, উনাকে বলেই ফোনকলটা কেটে দিলাম।

এই বার আসি ঈশ্বর প্রসঙ্গে। জেনে নিন৷ 'ঈশ্বর' শব্দের অর্থ কি ---

সংস্কৃত ব্যাকরণের 'ঈশ' ধাতুর সাথে 'বরচ্' প্রত্যয়যোগে 'ঈশ্বর' শব্দ নিস্পন্ন হয়েছে। ঈশ্ ধাতুর অর্থ কর্তত্ব করা। সুতরাং ব্যুৎপত্তিগত অর্থানুযায়ী যিনি সকলের কর্তা তিনিই 'ঈশ্বর'। ঈশ্বর সর্বশক্তিমান, সকল কিছুর নিয়ন্তা, এ কথা আমরা জানি। তিনি বিশ্ব ব্রহ্মান্ডের অধীশ্বর এবং সর্বত্র বিরাজিত। তিনিই সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা আবার তিনিই সংহারকর্তা। তাঁর ব্যাপ্তি অনন্ত, নাম অনন্ত ও রূপও অনন্ত। তিনি বিরাট পুরুষ ও তাঁর স্ত্রীরূপ একমাত্র হিন্দুধর্মের কল্পনা, তিনি 'ঈশ্বরী'।

আগেই বলেছি ঈশ্বর সর্বত্র বিরাজিত। তিনি অন্তর্যামী। তিনি আমাদের আত্মার আত্মা। তাঁকে পাওয়ার জন্য দূরে যাওয়ার কোনও প্রয়োজন নেই। তিনি মানুষের অন্তরের অন্তস্থলেই অধিষ্ঠিত। সাধকের কাছে ঈশ্বর সাকার ও নিরাকার দুই-ই। তাঁকে যে-ভাবে ভজনা করে তিনি তাকে সেই ভাবেই অনুগ্রহ করেন। ভক্তের কাছে তিনি সাকার, জ্ঞানীর কাছে তিনি নিরাকার 'ব্রহ্ম'। ব্রহ্ম শব্দের অর্থ সর্ববৃহৎ। ব্রহ্মই জীবের মধ্যে পরমাত্মারূপে অবস্থান করেন। ঈশ্বরকে যখন পরিপূর্ণ বীর্য, ঐশ্বর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্যের অধীশ্বররূপে কল্পনা করা হয় তখন তিনি 'ভগবান'। ভগবান সৎ, চিৎময় ও আনন্দময়। ভক্তের কাঙ্খিত রূপ ধারন করে তিনি ভক্তের নিকট আবির্ভূত হন।

আমাদের মত সনাতন শাস্ত্রের গুণগ্রাহী ও বিশ্বাসীদের মতে ভগবান ও মানুষের মধ্যে সম্পর্ক অতি ঘনিষ্ঠ। আমরা, সাধারণ মানুষ, ভগবানকে পিতা-মাতা, বন্ধু, প্রিয়জন বা আপনজন রূপে শ্রদ্ধা নিবেদন করে, সাংসারিক দুঃখ-দুর্দশা, আপদ-বিপদ থেকে উদ্ধারের প্রর্থনা জানিয়ে থাকি। গীতা থেকে জানি -- 'ভগবান নিরপেক্ষ বিচারক। তাঁর নিকট কেউ প্রিয়ও নয়, অপ্রিয়ও নয়। কর্ম অনুসারে মানুষ ফলভোগ করে থাকে'। তাই ব্যবসা শুরু করলে, বিবাহ করলে, পড়াশুনা শুরুর আগে, বাড়ী তৈরীর আগে, জন্মগ্রহণ করলে বা মৃত্যু হলেও আমরা ভগবানকে ধন্যবাদ জানাই বা খারাপ কিছু হলে অভিমানও করি -- ভক্তির এইরকমই তো বহিঃপ্রকাশ হওয়া উচিত, না কি?

ঠাকুর রামকৃষ্ণদেব তাই বলেছিলেন -- জ্ঞানীর কাছে ঈশ্বর 'ব্রহ্ম', যোগীর কাছে ঈশ্বর 'পরমাত্মা' আর ভক্তের কাছে ঈশ্বর হলেন 'ভগবান'।

সনাতন বৈষ্ণব শাস্ত্র বলছে -- সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা অংশের প্রকাশ, কিন্তু 'শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান' -- অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের আদিরূপ। তিনিই হচ্ছেন পরম সত্য, তিনিই হচ্ছেন পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস। তাই তো শ্রীব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন ---

'ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহ।

অনাদিরাদির্গোবিন্দঃ সর্বকারণকারণম্॥'

অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই হলেন একমাত্র ইশ্বর, তাঁর বিগ্রহ সৎ, চিৎ এবং আনন্দময়। তিনি সচ্চিদানন্দ, আদিপুরুষ গোবিন্দ এবং সর্বকারণের কারণ। পরবর্তী পোস্টে জানব যে কেন শ্রীকৃষ্ণকে ভগবান বলব।

Written by: Prithwish Ghosh

Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।