১৯ জানুয়ারী ২০১৫

কয়েক লক্ষ কাশ্মীরি পণ্ডিত তাঁদের নিজেদের রাজ্য থেকে বিতাড়িত

আজ ১৯শে জানুয়ারী। আজ একটি বিশেষ দিন। আজ থেকে পঁচিশ বছর আগে, আজকের দিনে, ১৯শে জানুয়ারী, ১৯৯০-তে কয়েক লক্ষ কাশ্মীরি পণ্ডিত তাঁদের নিজেদের রাজ্য থেকে বিতাড়িত হয়েছিলেন। তাঁদেরকে কাশ্মীর থেকে জাতিগতভাবে নির্মূল করা হয়েছিল। তাঁদের অপরাধ ছিল একটাই। তাঁরা সবাই হিন্দু ছিলেন। কারা বিতাড়িত করেছিল, সেটা না হয় উহ্যই থাক। কাশ্মীরকে একটি বিশেষ ধর্মের নিয়ন্ত্রণে আনতে এই পবিত্র ধর্মীয় কাজটি (তাদের ধর্মমতে), সেই ধর্মের মানুষরা করেছিল। তবে শুধু মুখের কথায় বিতাড়িত করে নি। তার আগে তারা আরও কিছু ধর্মীয় আচার পালন করেছিল। শুধু ১৯৯০-র গণহত্যাতেই কম করে তিনশোর ওপর কাশ্মীরি পণ্ডিত নিহত হয়েছিলেন, মহিলারা নির্যাতিতা হয়েছিলেন। আর এইসব ঘটেছিল স্বাধীন, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে। না, এই পঁচিশ বছরে কোন সরকার, কোন রাজনৈতিক দল, কোন গোষ্ঠী, কোন সংস্থা, এঁদের কাশ্মীরে, তাঁদের নিজেদের ঘরে ফেরাবার জন্য কোন সদর্থক ব্যবস্থা গ্রহণ করেন নি। অতগুলো মানুষ, অতগুলো পরিবার এই আড়াই দশক ধরে কোথায় আছে, কেমন আছে, কেমন করে তাঁদের দিন কাটছে, সেই নিয়ে দেশের মাথাদের কোন মাথাব্যাথা নেই। যত অত্যাচারিতই হোক না কেন, ওরা সবাই হিন্দু তো। তাই, ওদের জন্য কিছু করলে বোধ হয় দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো বিঘ্নিত হবে। সেই জন্যই আজ পর্যন্ত তাঁদের নিয়ে কোন ছবি, উপন্যাস, তথ্যচিত্র, গান, কবিতা, সত্যমেব জয়তে-র কোন পর্ব―কিছুই হয় নি। যারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে অষ্টপ্রহর ঢেরা পেটান, অন্যান্য ধর্মের ব্যাপারে সামান্য সংবেদনশীল কিছু ঘটলেই তীব্র প্রতিক্রিয়া দেন, রাস্তায় মিছিল করেন, এমনকি আদালতে মামলা পর্যন্ত করেন, কাশ্মীরি পণ্ডিতদের ওপর হয়ে যাওয়া এতবড় অন্যায় দেখেও তারা এতবছর ধরে নিশ্চুপ কেন? কাশ্মীরি পণ্ডিতরা তো এই দেশেরই নাগরিক। না হয় তাঁরা হিন্দু, না হয় তাঁরা কাশ্মীরের আদি বাসিন্দা, না হয় তাঁরা বাইরে থেকে অনুপ্রবেশ করে আসেন নি, এইগুলোই কি তাঁদের অপরাধ? এই অপরাধেই কি তাঁদের এত বছর ধরে নিজের দেশেই নিজেদের ঘর, প্রদেশ, সংস্কৃতি ছেড়ে শরণার্থী শিবিরে উদ্বাস্তুর মত জীবন-যাপন করতে হবে? পঁচিশ বছর তো হয়ে গেল; আর কবে আমাদের দেশ সব ধর্মের মানুষের ওপর ঘটে যাওয়া অত্যাচার, অবিচারকে সমান চোখে দেখতে শিখবে? আর কবে কাশ্মীরি পণ্ডিতরা “রাজ-তরঙ্গীনী”-র রাজ্যে ফিরতে পারবেন?

এই অনুচ্ছেদটি লেখার জন্য সে সব নিবন্ধের সাহায্য নেওয়া হয়েছেঃ
1. http://blogs.hindustantimes.com/medium-term/?p=431
2. http://www.satp.org/satporgtp/kpsgill/2003/chapter9.htm
3. http://indianexpress.com/…/fifth-column-remember-kashmiri-…/
4. http://kashmirsentinel.org/demystifying-ethnic-cleansing-a…/
5. http://www.rediff.com/…/24-years-on-nothing-ha…/20140119.htm

https://www.facebook.com/photo.php?fbid=914207625279430&set=a.201113339922199.52003.100000706048227&type=1

Written by: Deep Chatterjee
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।