আমাদের সব থেকে বড়
পরিচয় আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু। সাকারবাদী, নিরাকারবাদি, ইস্কনপন্থী, রামকৃষ্ণপন্থী বা বৈষ্ণব, শৈব বলে নিজেকে
সংকীর্ণতায় আবদ্ধ করবেন না। সনাতনের সকল
মত পথই আমাদের আপন মত পথ। আমরা বেদের ঋষির মত বৈদিক গায়ত্রী উচ্চারন করব, আমরা রাই বিনোদীনির মত কৃষ্ণ বিরহে চোঁখের জল মুছব। অজুর্নের মত সথা হয়ে
ভগবানের কাছে বসে শিখব তত্ত্বকথা । আমরা দেবাদিদেব মহাদেবের সাথে করব তান্ডব নৃত্য। হরি বোল বলে আমরা সোনার
গৌরের সাথে নেচে যাব ।শ্রীরামকৃষ্ণ ,রামপ্রসাদ এর মত মা মা বলে আকুল হব শিশুর মত। শঙ্কর এর মত বিবেকনন্দের মত সর্বত্যাগী
বৈদান্তিক হব। আমাদের ভয় নেই ,আমাদের ঈর্ষা
নেই। আমরা অমৃতস্যপুত্র,সনাতনের সন্তান।
তাই, আপনার সন্তান- আপনার পরিবারকে একটাই শিক্ষা দিবেন যে, “আমাদের সব থেকে
বড় পরিচয় আমরা হিন্দু। রামায়ন, মহাভারত, গীতা, বেদ, পুরান, ভাগবদ এই সকল কিছুই
আমাদের ধর্মগ্রন্থ। এগুলো আমাদের ঐতিহ্য। কোনটাই ছোট নয়, আবার কোনটাই অপরের
থেকে বড় নয়। সব কথার শেষ কথা, I am Hindu, You are Hindu, We are Hindu.
That’s all......।আর কিছু লাগবে না।
“তোমাদের অভিপ্রায় এক হোক, অন্তঃকরণ এক হোক, মন এক হোক, তোমরা যেন সর্বাংসেএকমত হতে পারো।” (ঋগবেদ ১০/১৮৬/৪)---------
এটাই হোক আমাদের সকলের প্রার্থনা।”
“জয় রায়”
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন