রত্নাকর ডাকাত বাল্মিকী মুনি হবার পর ব্রহ্মা তাঁকে রামায়ন রচনা করতে বলেছিলেন। কিন্তু বাল্মিকী মুনি ছন্দ , অলঙ্কার, উপমা আদি ব্যাকারণ জানতেন না। তিনি চিন্তায় পড়লেন। কোন একদিন মুনিবর বাল্মীকি শিষ্য ভরদ্বাজকে সাথে নিয়ে তমসা-তীর্থে স্নান করতে যাত্রা পথে প্রকৃতির অপরূপ নৈসর্গিক শোভা সন্দর্শনে বিমুগ্ধ হয়ে ইতস্ততঃ বিচরণ করছেন। এক ব্যাধ বাল্মীকির সম্মুখেই এক পুরুষ ক্রৌঞ্চ (বক) যুগলকে তীরবিদ্ধ করেন।সন্ধ্যা কালে তিনি ঐ যুগল বককে হত্যা করতে দেখে ক্রুদ্ধ বাল্মীকির মুখ থেকে অভিশাপ বাণীর আকারে উচ্চারিত হয় । পরে তিনি অভিশাপের শ্লোক বিশ্লেষন করে দেখেন সেটায় ছন্দ, অলঙ্কার আছে । এরপর তিনি রামায়ন মহাকাব্য রচনা শুরু করেন । বাল্মীকির বাণীর আকারে উচ্চারিত হয় সৃষ্টির প্রথম শ্লোক:
মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতী সমঃ।
যৎ ক্রৌঞ্চমিথুনদেকমবধী কামমোহিতম।।
- হে ব্যাধ, তুমি যে কামমোহিত ক্রৌঞ্চমিথুনকে বধ করলে, তার ফলস্বরূপ জীবনে কখনও শান্তি পাবে না। এটিই সৃষ্টির আদি কবিতা। সেজন্য বাল্মীকি ‘আদি-কবি’ নামে খ্যাত হন। আর শোক থেকে উত্থিত এই কবিতার নাম দিলেন শ্লোক ।
___________________
অকারনে যত্রতত্র ঝোপে ঝাড়ে আগুন জ্বলানো উচিত নয়। তাতে কোন প্রাণী কি অবস্থায় আছে তা আমরা জানতেও পারি না, অথচ তারা পালাতে না পেরে পুড়ে মারা যায়। কি জানি ওই আদি কবির আদি অভিশাপ না তোমার আমার উপর পড়ে। আমি জানতাম না বা আমার কোন দোষ নেই বললে মনুষ্যনির্মিত বিচারালয়ে ছাড় পেতে পার, কিন্তু প্রকৃতির বিচারালয়ে কোন ছাড় নেই। সাপের লেজে পা দিলে, যে ধাক্কা মেরেছে তাকে সাপে কামড় দেয় না, কামড়াই যে পা দিয়েছে তাকেই ।।
- ভবেশ চন্দ্র ঘোষ ( Naks উবাচ )
মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতী সমঃ।
যৎ ক্রৌঞ্চমিথুনদেকমবধী কামমোহিতম।।
- হে ব্যাধ, তুমি যে কামমোহিত ক্রৌঞ্চমিথুনকে বধ করলে, তার ফলস্বরূপ জীবনে কখনও শান্তি পাবে না। এটিই সৃষ্টির আদি কবিতা। সেজন্য বাল্মীকি ‘আদি-কবি’ নামে খ্যাত হন। আর শোক থেকে উত্থিত এই কবিতার নাম দিলেন শ্লোক ।
___________________
অকারনে যত্রতত্র ঝোপে ঝাড়ে আগুন জ্বলানো উচিত নয়। তাতে কোন প্রাণী কি অবস্থায় আছে তা আমরা জানতেও পারি না, অথচ তারা পালাতে না পেরে পুড়ে মারা যায়। কি জানি ওই আদি কবির আদি অভিশাপ না তোমার আমার উপর পড়ে। আমি জানতাম না বা আমার কোন দোষ নেই বললে মনুষ্যনির্মিত বিচারালয়ে ছাড় পেতে পার, কিন্তু প্রকৃতির বিচারালয়ে কোন ছাড় নেই। সাপের লেজে পা দিলে, যে ধাক্কা মেরেছে তাকে সাপে কামড় দেয় না, কামড়াই যে পা দিয়েছে তাকেই ।।
- ভবেশ চন্দ্র ঘোষ ( Naks উবাচ )
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন