বিএপিএস শ্রী স্বামীনারায়ন আশ্রমধাম:
১০০ একর জমির উপর এই মন্দিরটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় ভারতের নয়াদিল্লীতে । এবং ২০০৯ সালে সর্ববৃহৎ হিন্দু মন্দির হিসেবে গিনেস বুকে স্থান করে নেয় । এই মন্দিরটি সনাতন সংস্কৃতি, আচার অনুষ্টান ও ঐতিহ্যকে লালন করে আসছে । প্রতিবছর প্রায় ৫০ লক্ষ পূন্যার্থি এই মন্দির দর্শন করতে আসে ।
ত্রিমূর্তি পরমবানান কমপ্লেক্স মন্দির:
নবম শতাব্দীর দিকে পাওয়া যায় ত্রিমূর্তি পরমবানান কমপ্লেক্স মন্দির টি ইন্দোনেশিয়ায় জাকার্তা ও সেন্ট্রাল জাবা সীমান্তের মাঝে । তিনটি বড় মন্দিরের বাম পাশেরটা ভগবান বহ্মা, মাঝেরটায় ভগবান শিব ও ডানপাশে ভগবান বিষ্ণু মন্দির অবস্থিত । এছাড়াও ছোট ছোট প্রায় ১০০টির মতো মন্দির রয়েছে সাথে ।
সকলের জন্য শেয়ার করুন ।
পুরা তামান সরস্বতী মন্দিরঃ
এই মন্দির টি বিদ্যার দেবী সরস্বতী দেবীর মন্দির। এটি এটি ইন্দোনেশিয়ার রাজবানি বালির উবুদ শহরে অবস্থিত ।
শ্রীমারিয়ান তামিল মন্দিরঃ
এটি ইন্দোনেশিয়ার উত্তর সুমেত্রায় অবস্থিত তামিল ইন্ডিয়ানদের মন্দির ।
১০০ একর জমির উপর এই মন্দিরটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় ভারতের নয়াদিল্লীতে । এবং ২০০৯ সালে সর্ববৃহৎ হিন্দু মন্দির হিসেবে গিনেস বুকে স্থান করে নেয় । এই মন্দিরটি সনাতন সংস্কৃতি, আচার অনুষ্টান ও ঐতিহ্যকে লালন করে আসছে । প্রতিবছর প্রায় ৫০ লক্ষ পূন্যার্থি এই মন্দির দর্শন করতে আসে ।
ত্রিমূর্তি পরমবানান কমপ্লেক্স মন্দির:
নবম শতাব্দীর দিকে পাওয়া যায় ত্রিমূর্তি পরমবানান কমপ্লেক্স মন্দির টি ইন্দোনেশিয়ায় জাকার্তা ও সেন্ট্রাল জাবা সীমান্তের মাঝে । তিনটি বড় মন্দিরের বাম পাশেরটা ভগবান বহ্মা, মাঝেরটায় ভগবান শিব ও ডানপাশে ভগবান বিষ্ণু মন্দির অবস্থিত । এছাড়াও ছোট ছোট প্রায় ১০০টির মতো মন্দির রয়েছে সাথে ।
সকলের জন্য শেয়ার করুন ।
পুরা তামান সরস্বতী মন্দিরঃ
এই মন্দির টি বিদ্যার দেবী সরস্বতী দেবীর মন্দির। এটি এটি ইন্দোনেশিয়ার রাজবানি বালির উবুদ শহরে অবস্থিত ।
শ্রীমারিয়ান তামিল মন্দিরঃ
এটি ইন্দোনেশিয়ার উত্তর সুমেত্রায় অবস্থিত তামিল ইন্ডিয়ানদের মন্দির ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন