১. রামায়ণ, মহাভারত পৌরাণিক গল্প, অথচ ইলিয়া়ড, ওডিসিকে এমনভাবে প্রস্তুত করা যেন সত্য।
২. আর্য ও দ্রাবিড় দুই জাতির সৃষ্টি- কোন প্রমান ছাড়াই এবং যে সব প্রমান তৈরী করা হয়েছে তা পুরোপুরি কাল্পনিক, ভিত্তিহীন।
৩. হিন্দু সম্রাটদের বহু সময়ে সম্রাট আক্ষা দিতে কার্পণ্য অথচ অন্য ধর্মের একটি শহর দখল করে বসে থাকা চরিত্রকেও সম্রাট আক্ষা দিতে দ্বিধা করে না (যেমন বাহাদুর শাহ্ জাফর- “শেষ মোগল সম্রাট” ইত্যাদি।
৪. বৌদ্ধ ধর্মের শেষ হয়ে যাওয়াকে উল্লেখ করা যদিও আজও বৌদ্ধ ধর্ম জনসংখ্যার নিরিখে বিশ্বে চতুর্থ।
৫. ভারত আক্রমণের ফলে আলেকজান্ডারের হেরে ধ্বংস ও বিপর্যস্ত হয়ে ফিরে যাওয়াকে লুকিয়ে রেখে অন্য কিছু ভুল তথ্য দেখানো।
৬. কখনই চাণক্য ও সম্রাট চন্দ্রগুপ্তর অখন্ড ভারতকে বেশি প্রাধান্য না দেওয়া, তার থেকে বেশি সম্রাট অশোকের অহিংস নীতিকে বেশি করে দেখানো- মৌর্য সাম্রাজ্যের ধ্বংসের সাথে অখন্ড ভারতের ধ্বংসকে কখনই ব্যাখ্যা করা হয় না, দেশাত্ববোধ থেকে সরিয়ে রাখার চক্রান্ত।
৭. তক্ষশিলা বিশ্ববিদ্যালয় প্রায় বিলুপ্ত, তার সঙ্গে বিলুপ্ত অতি উন্নত প্রাচীন হিন্দু শিক্ষা বিধি।
৮. বহু সময় একমাত্র সত্য প্রমাণকে গোপন করে অজথা মিথ্যা দ্বিতীয় প্রমাণকে সকলের সামনে এনে বিভ্রান্ত করার চেষ্টা- যেমন সম্রাট বিক্রমাদিত্ব।
৯. হর্ষবর্ধনকে শেষ হিন্দু সম্রাট বলা- তারপর অনেক হিন্দু সম্রাট ভারতে রাজত্ব করেছেন।
১০. বাপ্পা রাওয়ালের ইতিহাস প্রায় ইতিহাস বই থেকে বিলুপ্ত- যার মৃত্যুর পরেও তার ভয়ে ২০০ বছর আরব, তুর্করা আক্রমণ করতে সাহস পায়নি।
১১. পাল বংশ, সেন বংশকে বাদ দিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়কে দেখানো এবং তার ধ্বংস নিয়ে বেশি কথা বলা, অন্যদিকে তার বিশালত্বকে লুকিয়ে রাখা।
১২. সম্রাট পৃথ্বিরাজ চৌহানের সাথে মহঃ ঘোরির মোট ১৭ বার যুদ্ধকে লুকিয়ে ২ বার দেখানো এবং সম্রাট পৃথ্বিরাজ চৌহানের হারের কারণ হিসাবে তার বৈদিক সভ্য যুদ্ধ নীতিকে না তুলে ধরে তাকে দেখানো হয় তিনি তার দেশের প্রতি অবহেলা করে শুধু তাঁর স্ত্রীর প্রেমে লিপ্ত থাকার কারণে তিনি হেরেছিলেন।
১৩. ১৮১ বছরের মোগল শাসন বড় করে দেখানো, প্রায় ৩০০ বছরের বিজয়নগর সাম্রাজ্য প্রায় না থাকার মতো।
১৪. ১৪৪ বছরের মারাঠা সাম্রাজ্যকে প্রায় না জানতে দেওয়া। তেমনই ৫০ বছরের শিখ সাম্রাজ্য।
১৫. অহিংস আন্দোলনকে অহেতুক বেশি করে প্রচার করে স্বশস্ত্র আন্দোলনকে প্রায় কোন মূল্যই না দেওয়া।
হিন্দু শক্তি বৃদ্ধি হেতুই এই সব তথ্য। দয়া করে SHARE করুন।
https://www.facebook.com/
—
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন