০১ ডিসেম্বর ২০১৪

রামায়নের একটি ঘটনা শোনা যাক ।

 ঘটনাটা ঠিক সীতা মায়ের অপহরণের পর । শ্রীরামচন্দ্রের সাথে সুগ্রীবের বন্ধুত্ব হয়েছে । কিন্তু সুগ্রীব তখনো বানর দের রাজা হন নি। কিস্কিন্ধ্যার রাজা ছিলেন বালি। বালির সাথে সুগ্রীবের বিবাদ এমন পর্যায়ে ছিল- যে বালি সুগ্রীবের বিনাশ চাইতো। মাতঙ্গ মুনির অভিশাপ থাকার জন্য একটি বিশেষ স্থানে বালি আসতে পারতো না, আর সেই বিশেষ স্থানে বাস করতেন সুগ্রীব । ভগবান রামের সাথে সুগ্রীবের চুক্তি হোলো বালিকে বধ করে সুগ্রীবকে সম্রাট বানাবেন। ঠিক সেই মতো সুগ্রীব বালির সাথে লড়তে তাকে আহ্বান জানালো। আড়ালে ভগবান রাম ধনুর্বাণ নিয়ে তৈরী থাকলেন । কিন্তু সমস্যা হোলো- বালি আর সুগ্রীব যমজ। কে সুগ্রীব আর কে বালি ভগবান রাম বুঝতে না পেরে বাণ চালালেন না। বালির হাতে আধা মরা হয়ে সুগ্রীব ফিরে এসে ভগবান রামকে খুব করে বাক্যবানে বিঁধলে ভগবান রাম বললেন- "মিত্র সুগ্রীব। তুমি ও বালি যমজ ও একই রকম দেখতে। ভুল বশত আমি যদি তোমাকে বালি জ্ঞানে শর বিদ্ধ করতাম তবে অনর্থ হোতো। কাল তুমি একটি পুস্পমাল্য কন্ঠে পরিধান করে পুনঃ বালিকে মল্ল যুদ্ধে আহ্বান জানাবে। তোমার কন্ঠের মাল্য দেখে আমি নিশ্চিত হয়ে বালিকে বধ করবো।" পর দিবস পুনঃ সুগ্রীব ভ্রাতা বালিকে যুদ্ধে আহ্বান করলে বালি রেগে দাঁত কিড়মিড় করে গেলো। দেখতে দেখতে দুই বানরে যুদ্ধ লাগলো। গাছেড় ডালপালা ভেঙ্গে চুরমার করতে লাগলো। বড় বড় পাথর একে অপরের প্রতি নিক্ষেপ করতে লাগলো। আঁচড় কামড় কিছুই বাদ গেলো না। তখন ভগবান রাম শর নিক্ষেপ করলেন আড়াল থেকে। রামের বাণে বালি বিদ্ধ হয়ে ছিটকে পড়লো । তখন বালি সব চালাকী বুঝতে পেরে বলল- " ওহে রাম আড়াল থেকে শর সন্ধান করা কি তোমার উচিৎ কর্ম ? আমাদের দুভাইয়ের লড়াইয়ে তুমি আড়াল থেকে আমাকে বধ করছ - এই তোমার ধর্ম ? সাধু মুনি গণ তোমাকে ভগবান নারায়ন বলে ভক্তি করে- এই কি তুমি এমন ভগবান যে আড়াল থেকে শর সন্ধান করো ? হে রাম। তুমি মহান সূর্য বংশীয় নৃপতি রাজা দশরথের সন্তান। তুমি কিভাবে এই অধর্ম করলে ? হে রাম। আমি জাতিতে বানর। আমি তো বাঘ, ভল্লুক বা মৃগ নি, যে আমার চর্ম তুমি ব্যবহার করবে ? শুনেছি তোমার পত্নীকে লঙ্কার রাজা রাবন অপহরণ করেছে । তুমি আমাকে বলতে- আমি সেই রাবণকে লেজে বেঁধে তোমার সম্মুখে উপস্থিত করতাম। কিন্তু সেসব না করে তুমি কিভাবে এই অধর্ম করলে ? "
শুনে রাম বললেন- "ওহে বালি তোমার এখন ধর্ম কথা মনে পড়ছে ? তুমি সন্দেহের বশে তোমার ভ্রাতা সুগ্রীবকে বিতারিত করেছো - তখন তোমার ধর্ম জ্ঞান কোথায় ছিল ? পিতার সম্পত্তি থেকে নিজ ভ্রাতাকে বহিষ্কার করেছো- তখন তোমার ধর্ম চিন্তা উদয় হয়নি ? সুগ্রীবের স্ত্রী রুমাকে কারাগারে আটকে রেখে তাকে কুপ্রস্তাব দিয়েছো, তখন তোমার ধর্ম ভাবনা কোথায় ছিলো? তোমার সাথে আমি রাবণের কোনো বিভেদ দেখিই না। এখন তোমার মনে ধর্ম ভাবের উদয় হয়েছে।" বালি বুঝতে পেরে ভগবান রামের চরণে ক্ষমা প্রার্থনা করে মৃত হোলো। বালি পুত্র অঙ্গদকে ভগবান রাম বর দিলেন- "অঙ্গদ, তোমার নিকট আমি অপরাধী । তুমি পরজন্মে এক ব্যাধ হয়ে জন্মাবে। পরজন্মে যখন আমি কৃষ্ণ অবতার ধারন করবো- তোমার বানে আমি দেহ ছেড়ে বৈকুণ্ঠ প্রস্থান করবো।" এই বালি বধ প্রসঙ্গে ভগবান রাম তাঁর ভ্রাতা লক্ষণ কে বলেছিলেন - "ধর্ম সংস্থাপনের জন্য, পাপের বিনাশের জন্য ছল করলে তা পাপ বলে খ্যাত হয় না।" লক্ষণ কে তাই যজ্ঞে রত অবস্থায় মেঘনাদ বধ করতে হয়েছিল । সাম, দাম, দণ্ড, ভেদ সর্বদা ধর্মের জন্য, সত্যের জন্যই প্রয়োগ করা উচিৎ। মিথ্যা কথার দ্বারা যদি ধর্ম স্থাপন হয়- তবে সেই মিথ্যায় পাপ নেই।


লিখেছেনঃ সুকান্ত বসাক, শিলিগুরি ।
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।