০৩ জানুয়ারী ২০১৯

শ্রী শ্রী " সফলা " একাদশীর ব্রত মাহাত্ম্য

 পৌষ মা‌সের কৃষ্ণপ‌ক্ষের একদশীর নাম " সফলা " । ব্রহ্মাণ্ড পুরা‌ণে যু‌ধি‌ষ্ঠির শ্রীকৃষ্ণ সংবা‌দে এই তি‌থির মাহাত্ম্য ব‌র্ণিত হ‌য়ে‌ছে । যু‌ধি‌ষ্ঠির বল‌লেন __ হে প্রভু ! পৌষ মা‌সের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম , বি‌ধি এবং পূজ্য‌দেবতা বিষ‌য়ে আমার কৌতূহল নিবারণ করুন ।

শ্রীকৃষ্ণ বল‌লেন __ হে মহারাজ ! আপনার প্র‌তি স্নেহবশত সেই ব্রত কথা বিষ‌য়ে বল‌ছি । এই ব্রত আমা‌কে যেরকম সন্তুষ্ট ক‌রে , বহু দানদ‌ক্ষিণাযুক্ত যজ্ঞা‌দি দ্বারা আ‌মি সেরকম সন্তুষ্ট হই না । তাই যত্নসহকা‌রে এই ব্রত পালন করা কর্তব্য । পৌষ মা‌সের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম " সফলা " । নাগ‌দের ম‌ধ্যে যেমন শেষ নাগ , পক্ষী‌দের ম‌ধ্যে যেমন গরুড় , মানু‌ষের ম‌ধ্যে যেমন ব্রাহ্মণ , দেবতা‌দের ম‌ধ্যে নারায়ণ সর্ব‌শ্রেষ্ঠ , তেমনই সকল ব্র‌তের ম‌ধ্যে একাদশী ব্রতই সর্ব‌শ্রেষ্ঠ । হে মহারাজ ! যারা এই ব্রত পালন ক‌রেন , তারা আমার অত্যন্ত প্রিয় । তা‌দের এজগ‌তে ধনলাভ ও অনায়া‌সে প্রাপ্ত হওয়া যায় ।



ম‌হিষ্মত না‌মে এক রাজা প্র‌সিদ্ধ চম্পাব‌তি নগ‌রে বাস কর‌তেন । রাজার চারজন পুত্র ছিল । কিন্তু তাঁর জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন , মদ্যপান প্রভৃ‌তি অসৎ কা‌র্যে লিপ্ত ছিল । সে সর্বক্ষণ ব্রাহ্মণ , বৈষ্ণব ও দেবতা‌দের নিন্দা করত । পু‌ত্রের এই আচর‌ণে ক্ষুব্ধ হ‌য়ে রাজা তা‌কে রাজ্য থে‌কে বের ক‌রে দি‌লেন । স্ত্রী - পুত্র , পিতা - মাতা , আত্মীয়স্বজন প‌রিত্যক্ত হ‌য়ে সে এক গভীর ব‌নে প্র‌বেশ করল । সেখা‌নে কখনও জীবহত্যা আবার কখনও চু‌রি ক‌রে জীবন ধারণ কর‌তে লাগল ।

‌কিছু‌দিন প‌রে এক‌দিন সে নগ‌রে প্রহরী‌দের কা‌ছে ধরা পড়ল । কিন্তু রাজপুত্র ব‌লে সেই অপরাধ থে‌কে সে মু‌ক্তি পেল । পুনরায় সে ব‌নে ফি‌রে গি‌য়ে জীবহত্যা ও ফলমূল আহার ক‌রে দিন যাপন কর‌তে লাগল । ঐ ব‌নে বহু বছ‌রের পুরা‌নো এক‌টি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল । সেখা‌নে ভগবান শ্রী বাসু‌দেব বিরাজমান ব‌লে বৃক্ষ‌টি দেবত্ব প্রাপ্ত হ‌য়ে‌ছে । সেই বৃক্ষত‌লে পাপবু‌দ্ধি লুম্ভক বাস করত । বহু‌দিন পর তার পূর্বজ‌ন্মের কোন পুণ্য ফ‌লে সে পৌষ মা‌সের দশমী দি‌নে কেবল ফল আহা‌রে দিন অ‌তিবা‌হিত করল । কিন্তু রা‌ত্রি‌তে অসহ্য শী‌তের প্র‌কো‌পে সে মৃতপ্রায় হ‌য়ে রা‌ত্রিযাপন করল । পর‌দিন সূ‌র্যোদয় হ‌লেও সে অ‌চেতন হ‌য়েই প‌ড়ে রইল । দুপু‌রের দি‌কে তার চেতনা ফিরল । ক্ষুধা নিবার‌ণের জন্য সে অ‌তিক‌ষ্টে কিছু ফল সংগ্রহ করল । এরপর সেই বৃক্ষত‌লে এ‌সে পুনরায় বিশ্রাম কর‌তে থাকল । রা‌ত্রি‌তে খাদ্যাভা‌বে সে দুর্বল হ‌য়ে পড়ল ।







সে প্রাণরক্ষা‌র্থে ঈশ্ব‌রের উ‌দ্দে‌শে ফলগু‌লি নি‌য়ে _ " হে ভগবান ! আমার কি গ‌তি হ‌বে " ব‌লে অশ্রুপাত কর‌তে কর‌তে সেই বৃক্ষমূ‌লে , " হে লক্ষ্মীপ‌তি নারায়ণ ! আপ‌নি প্রসন্ন হোন " ব‌লে নি‌বেদন করল । এইভা‌বে সে অনাহা‌রে ও অ‌নিদ্রায় সেই রা‌ত্রি যাপন করল । ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভ‌কের রা‌ত্রি জাগরণ‌কে একাদশীর জাগরণ এবং ফল অর্পণ‌কে পূজা ব‌লে গ্রহণ কর‌লেন । এইভা‌বে অজ্ঞাতসা‌রে লুম্ভ‌কের সফলা একাদশী ব্রত পালন হ‌য়ে গেল । প্রাতঃকা‌লে আকা‌শে দৈববাণী হল _ হে পুত্র তু‌মি সফলা ব্র‌তের পুণ্য প্রভা‌বে রাজ্য প্রাপ্ত হ‌বে । সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল । স্ত্রীপুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভো‌গের পর পু‌ত্রের উপর রা‌জ্যের ভার দি‌য়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল । অব‌শে‌ষে মৃত্যুকা‌লে সে অ‌শোক অভয় ভগবা‌নের কা‌ছে ফি‌রে গেল ।

‌হে মহারাজ ! এভা‌বে সফলা একাদশী যি‌নি পালন ক‌রেন , তি‌নি জাগ‌তিক সুখ ও প‌রে মু‌ক্তি লাভ ক‌রেন । এই ব্র‌তে যারা শ্রদ্ধাশীল তাঁরাই ধন্য । তাঁ‌দের জন্ম সার্থক , এ‌তে কোন স‌ন্দেহ নেই । এই ব্রত পাঠ ও শ্রব‌ণে মানু‌ষের রাজসূয় য‌জ্ঞের ফল লাভ হয় ।
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।