শেষ হয়ে যাচ্ছে দুর্গাপূজা। এসে যাচ্ছে শুভ বিজয়া। আবার এক বছরের অপেক্ষা।
আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে কৈলাসে পাড়ি দিচ্ছেন মা৷
রঙ ছিল৷ বিষাদও কি? প্রদীপের আলোর মায়াবী প্রলেপ ও’মুখে৷ এখনও কি আছে?
আমরা কি একবার ভেবে দেখেছি নোয়াখালীর সেই ৭৬ টি হিন্দু পরিবারের কি অবস্থা যারা ২৮ ফেব্রুয়ারির সহিংসতায় সব কিছু হারিয়েছেন। তারা কিভাবে পূজা করছে তা কি ভেবে দেখেছি?
আমরা কি ভেবে দেখেছি বাশখালির সেই হিন্দুদের কি খবর যারা দিনের পর দিন সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছিলেন।
আমরা কি ভেবে দেখেছি সুন্দরগঞ্জের সেই হিন্দুদের কথা? এইবারের সহিংসটায় শত শত হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়েছে, দেড়শ এর উপর মন্দির ধ্বংস করা হয়েছে।
এরাও তো ২০১২ সালে দুর্গাপূজা করেছিল। তারা কি ভেবেছিল সামনে এই রকম হবে?
কে জানে সামনের বছর কি হবে? এর ভিতর হয়তো কারও স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারে।
মায়ের কাছে করজোড়ে নিবেদন মা তুমি এই অসুরদের হাত থেকে রক্ষা করার শক্তি দাও। আমরা যেন নিজেদের মেরুদণ্ড সোজা করে বাঁচতে পারি। আঘাত এলে যেন পাল্টা আঘাত করতে পারি। মা তুমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে জাতিগত নির্মূলকরণের হাত থেকে রক্ষা করো। মা তুমি দেশ দশের মঙ্গল করো। অশুভকে বিনাশ করো আর আমাদের শক্তি দাও যাতে অশুভকে বিনাশ করতে পারি।
জয় মা দুর্গা।
written by : Rajat Das Gupta
আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে কৈলাসে পাড়ি দিচ্ছেন মা৷
রঙ ছিল৷ বিষাদও কি? প্রদীপের আলোর মায়াবী প্রলেপ ও’মুখে৷ এখনও কি আছে?
আমরা কি একবার ভেবে দেখেছি নোয়াখালীর সেই ৭৬ টি হিন্দু পরিবারের কি অবস্থা যারা ২৮ ফেব্রুয়ারির সহিংসতায় সব কিছু হারিয়েছেন। তারা কিভাবে পূজা করছে তা কি ভেবে দেখেছি?
আমরা কি ভেবে দেখেছি বাশখালির সেই হিন্দুদের কি খবর যারা দিনের পর দিন সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছিলেন।
আমরা কি ভেবে দেখেছি সুন্দরগঞ্জের সেই হিন্দুদের কথা? এইবারের সহিংসটায় শত শত হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়েছে, দেড়শ এর উপর মন্দির ধ্বংস করা হয়েছে।
এরাও তো ২০১২ সালে দুর্গাপূজা করেছিল। তারা কি ভেবেছিল সামনে এই রকম হবে?
কে জানে সামনের বছর কি হবে? এর ভিতর হয়তো কারও স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারে।
মায়ের কাছে করজোড়ে নিবেদন মা তুমি এই অসুরদের হাত থেকে রক্ষা করার শক্তি দাও। আমরা যেন নিজেদের মেরুদণ্ড সোজা করে বাঁচতে পারি। আঘাত এলে যেন পাল্টা আঘাত করতে পারি। মা তুমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে জাতিগত নির্মূলকরণের হাত থেকে রক্ষা করো। মা তুমি দেশ দশের মঙ্গল করো। অশুভকে বিনাশ করো আর আমাদের শক্তি দাও যাতে অশুভকে বিনাশ করতে পারি।
জয় মা দুর্গা।
written by : Rajat Das Gupta
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন