০৩ জুন ২০১৪

সনাতন ধর্মে দীক্ষিত তারকারা



ধর্ম পরিবর্তন এখন নতুন কিছু নয়, বরাবরই আমদের চোখের সামনে এবং পেছনে অগনিত মানুষ তার ধর্ম পরিবর্তন করে আসছেন সনাতন ধর্মে । তবে সব থেকে যে বিষয়টি আমাদের চোখে পড়ে তা হল তারকাদের ধর্মান্তরিত হওয়া। তবে প্রকৃত মনের শান্তির জন্য সবাই সব থেকে বেশী যে ধর্মটিকে বেছে নিয়েছেন তা হল সনাতন ধর্ম ।

➊ জর্জ হ্যারিসন বিংশ শতাব্দীর প্রতিভাবান একজন জনপ্রিয় ইংল্যান্ডের গায়ক এবং গিটারিস্ট । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১লা আগষ্টে এক বেনিফিট সঙ্গীত অনুষ্ঠানের কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে কনসার্ট হতে সংগৃহীত ২,৫০,০০০ ডলার বাংলাদেশের উদ্বাস্তুদের জন্য দেয়া হয়েছিল।পরবর্তীতে তিনি ইসকনের সংস্পর্শে এসে সনাতন ধর্মে দীক্ষিত হন ।

➋ অস্কার বিজয়ী জনপ্রিয় হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস সনাতন ধর্মে দীক্ষিত হন । এ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী ‘এল' ম্যাগাজিনে বলেছেন, তিনি এখন তার স্বামী ড্যানিয়েল মডের এবং তিন সন্তান হ্যাজেল, ফিনাউস এবং হেনরিকে নিয়ে স্তবস্তুতি, প্রার্থনা ও ধর্মীয় উৎসব পালন করতে মন্দিরে যান। রবার্টস বলেছেন, ‘‘আমি হিন্দু ধর্ম চর্চা করছি। পরিবার এবং বন্ধুবান্ধবসহ আমি জীবনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই পরজন্মে শান্তিপূর্ণ, অনুকূল জীবন চাই।’’

➌ কেন সনাতন ধর্ম গ্রহন করলেন অস্কারজয়ী আইরিশ গায়ক ও অভিনেতা গ্লেন হ্যান্সার্ড ?? এই প্রশ্নের উত্তরে গ্লেন হ্যান্সার্ড বলেন যে " একসময় ধর্মে অনাস্থা ছিল আমার । যখন বড় হতে থাকলাম আমি নানা বিষয়ে প্রশ্ন করতে শুরু করলাম কিন্তু খ্রিস্টান বা অন্য ধর্মে এর উত্তর পেলাম না । তখন পবিত্র বেদ পড়া শুরু করি প্রশ্নের উত্তর গুলো পেতে শুরু করি এবং আয়ারল্যান্ডের ইনিস দ্বীপে রথযাত্রায় অংশগ্রহন করি । তখন থেকে আমি হরে কৃষ্ণ এবং এই ধর্মে দীক্ষিত হই ।"

➍ তামিল চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী দিয়ানা মারিয়মের সনাতন ধর্ম গ্রহন করেছেন । ভারতীয় আর্য সমাজের তত্ত্বাবধানে এটি সম্পন্ন হয় চেন্নাইয়ের মন্দিরে। সে নয়নতারা নাম গ্রহন করে যদিও তাঁর পূর্বের নাম নাম ছিল দিয়ানা মারিয়াম কুরিয়ান। নয়নতারা ১৯৮৪ সালে ১৮ নভেম্বর ব্যাঙ্গালুরুতে খ্রিস্টান পরিবারে জন্ম গ্রহন করেন ।

➎ বলিউডের অভিনেত্রী নার্গিস ,অভিনেতা সুনীল দত্তকে বিবাহ করে সনাতন ধর্মে দীক্ষিত হন । পরবর্তীতে তার নাম হয় নির্মলা দেবী ।তাদের সন্তানও বিখ্যাত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ।

➏ ওস্তাদ আলাউদ্দীন খাঁর কন্যা রুখসানা খাঁ যিনি বিখ্যাত সেতার বাদক পন্ডিত রবিশঙ্করকে বিবাহ করে সনাতন ধর্মে দীক্ষিত হন । পরবর্তীতে তার নাম হয় অন্নপূর্ণা দেবী ।

আরো অসংখ্য সনাতন ধর্মে দীক্ষিত ব্যক্তিদের সর্ম্পকে জানতে উইকিপিডিয়া ভিজিট করুন । লিংক - http://en.wikipedia.org/wiki/List_of_converts_to_Hinduism

Collected from: রথ যাত্রা
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।