ধর্ম পরিবর্তন এখন নতুন কিছু নয়, বরাবরই আমদের চোখের সামনে এবং পেছনে অগনিত মানুষ তার ধর্ম পরিবর্তন করে আসছেন সনাতন ধর্মে । তবে সব থেকে যে বিষয়টি আমাদের চোখে পড়ে তা হল তারকাদের ধর্মান্তরিত হওয়া। তবে প্রকৃত মনের শান্তির জন্য সবাই সব থেকে বেশী যে ধর্মটিকে বেছে নিয়েছেন তা হল সনাতন ধর্ম ।
➊ জর্জ হ্যারিসন বিংশ শতাব্দীর প্রতিভাবান একজন জনপ্রিয় ইংল্যান্ডের গায়ক এবং গিটারিস্ট । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১লা আগষ্টে এক বেনিফিট সঙ্গীত অনুষ্ঠানের কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে কনসার্ট হতে সংগৃহীত ২,৫০,০০০ ডলার বাংলাদেশের উদ্বাস্তুদের জন্য দেয়া হয়েছিল।পরবর্তীতে তিনি ইসকনের সংস্পর্শে এসে সনাতন ধর্মে দীক্ষিত হন ।
➋ অস্কার বিজয়ী জনপ্রিয় হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস সনাতন ধর্মে দীক্ষিত হন । এ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী ‘এল' ম্যাগাজিনে বলেছেন, তিনি এখন তার স্বামী ড্যানিয়েল মডের এবং তিন সন্তান হ্যাজেল, ফিনাউস এবং হেনরিকে নিয়ে স্তবস্তুতি, প্রার্থনা ও ধর্মীয় উৎসব পালন করতে মন্দিরে যান। রবার্টস বলেছেন, ‘‘আমি হিন্দু ধর্ম চর্চা করছি। পরিবার এবং বন্ধুবান্ধবসহ আমি জীবনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই পরজন্মে শান্তিপূর্ণ, অনুকূল জীবন চাই।’’
➌ কেন সনাতন ধর্ম গ্রহন করলেন অস্কারজয়ী আইরিশ গায়ক ও অভিনেতা গ্লেন হ্যান্সার্ড ?? এই প্রশ্নের উত্তরে গ্লেন হ্যান্সার্ড বলেন যে " একসময় ধর্মে অনাস্থা ছিল আমার । যখন বড় হতে থাকলাম আমি নানা বিষয়ে প্রশ্ন করতে শুরু করলাম কিন্তু খ্রিস্টান বা অন্য ধর্মে এর উত্তর পেলাম না । তখন পবিত্র বেদ পড়া শুরু করি প্রশ্নের উত্তর গুলো পেতে শুরু করি এবং আয়ারল্যান্ডের ইনিস দ্বীপে রথযাত্রায় অংশগ্রহন করি । তখন থেকে আমি হরে কৃষ্ণ এবং এই ধর্মে দীক্ষিত হই ।"
➍ তামিল চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী দিয়ানা মারিয়মের সনাতন ধর্ম গ্রহন করেছেন । ভারতীয় আর্য সমাজের তত্ত্বাবধানে এটি সম্পন্ন হয় চেন্নাইয়ের মন্দিরে। সে নয়নতারা নাম গ্রহন করে যদিও তাঁর পূর্বের নাম নাম ছিল দিয়ানা মারিয়াম কুরিয়ান। নয়নতারা ১৯৮৪ সালে ১৮ নভেম্বর ব্যাঙ্গালুরুতে খ্রিস্টান পরিবারে জন্ম গ্রহন করেন ।
➎ বলিউডের অভিনেত্রী নার্গিস ,অভিনেতা সুনীল দত্তকে বিবাহ করে সনাতন ধর্মে দীক্ষিত হন । পরবর্তীতে তার নাম হয় নির্মলা দেবী ।তাদের সন্তানও বিখ্যাত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ।
➏ ওস্তাদ আলাউদ্দীন খাঁর কন্যা রুখসানা খাঁ যিনি বিখ্যাত সেতার বাদক পন্ডিত রবিশঙ্করকে বিবাহ করে সনাতন ধর্মে দীক্ষিত হন । পরবর্তীতে তার নাম হয় অন্নপূর্ণা দেবী ।
আরো অসংখ্য সনাতন ধর্মে দীক্ষিত ব্যক্তিদের সর্ম্পকে জানতে উইকিপিডিয়া ভিজিট করুন । লিংক - http://en.wikipedia.org/wiki/List_of_converts_to_Hinduism
Collected from: রথ যাত্রা
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন