০৩ জুন ২০১৪

পরম পুরুষ শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী ১২৪তম তিরোধান দিবস

যেসব মনীষীর সাধনা ও সৎ উপদেশের ফলে সনাতন ধর্ম তথা সনাতন সংস্কৃতি মহিমান্বিত হয়েছে পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তাদের মধ্য অন্যতম। অলোকিক ঘটনার শক্তি ও বিভূতিতে দীর্ঘ ১৬০ বছর বিমোহিত করেছেন এই মহাপুরুষ। বাবা লোকনাথ আমাদের মাঝে যে ধর্ম প্রচার করেছেন, সেটা হল এক প্রকার জীবন বা অভিজ্ঞতা, যা তিনি সাধনার প্রতিটি স্তরে উপলব্দি করেছেন। সাধনায় সিদ্ধ এই মহাপুরুষ অর্জিত অনেক অসাধারণ ক্ষমতা লোক কল্যাণে প্রয়োগ করছেন। তাই তিনি হয়েছেন লোকের নাথ, লোকনাথ। তাঁর বিশ্বাস হল আত্মাকে দেখা, আত্মাকে ব্রহ্মজ্ঞানে উপলব্দি করা।

আজ ১৯ জ্যৈষ্ঠ, ১৪২১ বাংলা। সনাতন ধর্মের এই পরম পুরুষ শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী ১২৪তম তিরোধান দিবস।

বাবা লোকনাথ বাংলা ১১৩৭ সালের বর্তমান পশ্চিমবঙ্গের বারাসাতের কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম রামনারায়ণ ও মাতার নাম কমলা দেবী। নিজের কুল উদ্ধারের জন্য রামনারায়ণ মশাই তাঁর কনিষ্ঠ পুত্র লোকনাথকে তুলে দিলেন গুরু ভগবান গাঙ্গুলির হাতে যেন লোকনাথ গার্হস্থ্য জীবনের ভোগের পথ ত্যাগ করে, পরম করুনাময় ঈশ্বরের সাধনায় সিদ্ধি লাভ করতে পারে। আর, এই কারনেই রামনারায়ণ ও কমলা দেবীর কাছে আমরা চিরঋণী, যাদের পুত্র ত্যাগের ফলে শুধু কুল উদ্ধার রক্ষা হয়নি, রক্ষা হয়েছে সনাতন ধর্ম তথা প্রতিটি মানব জীবনের।

৯০ বছর বয়সে সিদ্ধি লাভের পর নানা স্থান পরিভ্রমণ শেষে বাবা লোকনাথ জীব উদ্ধারের জন্য পা রাখেন বারদীর মাটিতে। বারদীর ক্ষুদ্র আশ্রমে যে বৃহত্তম লীলা তিনি প্রকাশ করেছেন তার তুলনা বিরল। তাঁর বানী সংসারক্লিষ্ট মানুষের মধ্য আজও শান্তির প্রলেপ দিয়ে যায়।

লোকনাথ ব্রহ্মচারীর চিন্তায় ও দর্শনে জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয় ছিল। তিনি প্রকৃত অর্থেই গীতার প্রতীক। গীতার ভাব ও গীতার আদর্শকে তিনি অনুশীলনের জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “গীতা শুধু মাত্র একটি পাঠ্যপুস্তক নয়, যে তুই নিয়মিত পাঠ করবি, কন্ঠস্থ করবি সব সংস্কৃতি শ্লোক, গীতা হবার সাধনা কর।” যে যে পথ অনুসরন করতে চায়, তিনি গুরুরুপে তাকে সেই পথেই পরিচালিত করেছেন। তাঁর চিন্তায় সর্বধর্ম সমন্বয়ের প্রভাব লক্ষ করা যায়। সাংখ্য ও ন্যায় দর্শনের বস্তুবাদী ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি তাঁর উপদেশে প্রাধান্য পেয়েছে।

বারদিতে অবস্থান কালে যেমন কেউ শূনো হাতে ফেরেনি, আজও শরণাগত অভীষ্ট ফল লাভে বিফল হয় না। আজ বাবার এই তিরোধান তিথিতে আমাদের প্রার্থনা “তিনি যেন আমাদের সত্য ও সুন্দরের পথে পরিচালিত করেন। তাঁর প্রতিটি উপদেশ যেন আমরা আমাদের জীবনে সঠিক ভাবে পালন করতে পারি। ”

"ওঁ নমস্তে আর্তত্রাণায় সর্বসিদ্ধি প্রদায়িণে|
নমস্তে লোকনাথায় ব্রহ্মত্মনে নমো নমঃ|"
জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ।।

[ছবি কৃতজ্ঞতাঃ এ বছর লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস উপলক্ষে “টরন্টো, কানাডা”র বাবা লোকনাথ আশ্রম কর্তৃক প্রকাশিত স্মরণিকার প্রচ্ছদ থেকে নেওয়া।]

Written by: Joy roy
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।