১ম খণ্ডঃ
সমস্ত সামের উপাসনাই সাধু।সাধুই সাম,অসাধুই অসাম।ভাষাতেও দেখা যায় -সাম্না এনমুপাগাৎ,অর্থ-সাধুনা এনমুপাগাৎ।আর 'অসাম্না' অর্থ ' অসাধুনা'।কোন সাধু ঘটনাকে বলা হয় 'সাম নঃ' ইহা আমাদের পক্ষে সাধু।আর অসাধু ঘটনাকে 'অসাম' বলা হয়।যে বিদ্বান সাম সাধু এইরূপ জানিয়া উপাসনা করেন সাধুগণ তাহার নিকট শীঘ্র আগমন করেন-'সাধবো ধর্ম্মা আ চ গচ্ছেষুঃ, উপ চ নমেষুঃ'- তাহার নিকট আগমন করে ও তাহার ভোগ্য হয়।
২য় খণ্ডঃ
লোকদৃষ্টিতে পঞ্চবিধ সামের উপাসনা করিবে।পঞ্চবিধং সাম উপাসীত।পৃথিবী হিংকার,অগ্নি প্রস্তাব, অন্তরীক্ষ উদগীথ,আদিত্য প্রতিহার, দ্যৌ নিধন।ইহা উর্ধ্ব দৃষ্টিতে সামোপাসনা।তাহার পর উর্ধ্বলোক হইতে আরম্ভ করিয়া নিম্নদৃষ্টিতে সামোপাসনা।দ্যৌ হিংকার,আদিত্য প্রস্তাব, অন্তরীক্ষ উদগীথ,অগ্নি প্রতিহার,পৃথিবী নিধন।
যিনি এই তত্ত্ব জানিয়া উর্ধ্ব হইতে নিম্ন পর্যন্ত ও নিম্ন হইতে উর্ধ্ব পর্যন্ত উপাসনা করেন-সমুদয় লোক তাহার ভোগ্য হয়।
৩য় খণ্ডঃ
বৃষ্টি বর্ষণে পাঁচ প্রকার সামের উপাসনা। বৃষ্টির পূর্ববর্তী বায়ু হিংকার,মেঘ জমে ইহা প্রস্তাব, বৃষ্টি পড়ে ইহা উদগীথ,মেঘগর্জ্জন ও বিদ্যুৎচমক ইহা প্রতিহার,বৃষ্টিপাত শেষ হয়-ইহা নিধন।যিনি এই তত্ত্ব জানিয়া বৃষ্টি-দৃষ্টিতে পঞ্চবিধ সামের উপাসনা করেন,মেঘ তাহার জন্য বর্ষণ করে,তিনি অন্যের জন্য বর্ষণ করান।
৪র্থ খণ্ডঃ
জলবিষয়ে পঞ্চপ্রকার সামের উপাসনা।মেঘ ঘনীভূত হয় ইহা হিংকার,বর্ষণ হয় ইহা প্রস্তাব, পূর্বদিকে প্রবাহিত নদী, ইহা উদগীথ,পশ্চিম দিকে প্রবাহিত নদী প্রতিহার,সমুদ্র নিধন। যিনি এই তত্ত্ব জানিয়া জলতত্ত্বে তাহার উপাসনা করেন তিনি জলমগ্ন হন না,জলশায়ী হন।
(C) Niha Rani Roy
সমস্ত সামের উপাসনাই সাধু।সাধুই সাম,অসাধুই অসাম।ভাষাতেও দেখা যায় -সাম্না এনমুপাগাৎ,অর্থ-সাধুনা এনমুপাগাৎ।আর 'অসাম্না' অর্থ ' অসাধুনা'।কোন সাধু ঘটনাকে বলা হয় 'সাম নঃ' ইহা আমাদের পক্ষে সাধু।আর অসাধু ঘটনাকে 'অসাম' বলা হয়।যে বিদ্বান সাম সাধু এইরূপ জানিয়া উপাসনা করেন সাধুগণ তাহার নিকট শীঘ্র আগমন করেন-'সাধবো ধর্ম্মা আ চ গচ্ছেষুঃ, উপ চ নমেষুঃ'- তাহার নিকট আগমন করে ও তাহার ভোগ্য হয়।
২য় খণ্ডঃ
লোকদৃষ্টিতে পঞ্চবিধ সামের উপাসনা করিবে।পঞ্চবিধং সাম উপাসীত।পৃথিবী হিংকার,অগ্নি প্রস্তাব, অন্তরীক্ষ উদগীথ,আদিত্য প্রতিহার, দ্যৌ নিধন।ইহা উর্ধ্ব দৃষ্টিতে সামোপাসনা।তাহার পর উর্ধ্বলোক হইতে আরম্ভ করিয়া নিম্নদৃষ্টিতে সামোপাসনা।দ্যৌ হিংকার,আদিত্য প্রস্তাব, অন্তরীক্ষ উদগীথ,অগ্নি প্রতিহার,পৃথিবী নিধন।
যিনি এই তত্ত্ব জানিয়া উর্ধ্ব হইতে নিম্ন পর্যন্ত ও নিম্ন হইতে উর্ধ্ব পর্যন্ত উপাসনা করেন-সমুদয় লোক তাহার ভোগ্য হয়।
৩য় খণ্ডঃ
বৃষ্টি বর্ষণে পাঁচ প্রকার সামের উপাসনা। বৃষ্টির পূর্ববর্তী বায়ু হিংকার,মেঘ জমে ইহা প্রস্তাব, বৃষ্টি পড়ে ইহা উদগীথ,মেঘগর্জ্জন ও বিদ্যুৎচমক ইহা প্রতিহার,বৃষ্টিপাত শেষ হয়-ইহা নিধন।যিনি এই তত্ত্ব জানিয়া বৃষ্টি-দৃষ্টিতে পঞ্চবিধ সামের উপাসনা করেন,মেঘ তাহার জন্য বর্ষণ করে,তিনি অন্যের জন্য বর্ষণ করান।
৪র্থ খণ্ডঃ
জলবিষয়ে পঞ্চপ্রকার সামের উপাসনা।মেঘ ঘনীভূত হয় ইহা হিংকার,বর্ষণ হয় ইহা প্রস্তাব, পূর্বদিকে প্রবাহিত নদী, ইহা উদগীথ,পশ্চিম দিকে প্রবাহিত নদী প্রতিহার,সমুদ্র নিধন। যিনি এই তত্ত্ব জানিয়া জলতত্ত্বে তাহার উপাসনা করেন তিনি জলমগ্ন হন না,জলশায়ী হন।
(C) Niha Rani Roy
1 Comments:
খুব সুন্দর
একটি মন্তব্য পোস্ট করুন