একাদশ খণ্ডঃ
উষস্তি চক্রের পুত্র এই পরিচয় পাইয়া প্রীত হইয়া যজমান রাজা তাহাকে ঋত্বিক পদে বরণ করিলেন।কারণ তাহাকেই তিনি এই পদের জন্য খুজিতেছিলেন।
ঋত্বিক উষস্তির নিকট প্রস্তোতা জানিতে চাহিলেন- কোন্ দেবতা প্রস্তাবের অনুগমন করেন?উষস্তি উত্তর দিলেন,প্রাণ দেবতা।সমুদয় ভুত প্রাণের উৎপন্ন,প্রাণেই বিলীন হয়।এই মন্ত্রদ্বারা প্রাণই পরমাত্না ইহা বুঝা যায়।এই সিদ্ধান্তের ভিত্তিতে ব্রহ্মসূত্র (২/৪/১) "তথা প্রাণাঃ" প্রতিষ্ঠিত।
উদগাতা জানিতে চাহিলেন,কোন্ দেবতা উদগীথের অনুগমন করে? উষস্তি উত্তর দিলেন- আদিত্য দেবতা।তিনি উর্ধ্বস্থ হইলে সমুদয় ভূত তাহার স্তব করে।প্রতিহর্তা জানিতে চাহিলেন- কোন্ দেবতা প্রতিহারের অনুসরণ করেন? উষস্তি বলিলেন- অন্ন দেবতা।সমুদয় ভূত অন্নাহরণ করিয়াই জীবিত থাকে।
দ্বাদশ খণ্ডঃ
দালভ্যের পুত্র বক।তাঁহার অপর নাম মৈত্রেয়,গ্লাব।তিনি একদা বেদ পাঠের জন্য কোনো নির্জন স্থানে গমন করিলেন।তখন তাঁহার নিকট একটি শ্বেত বর্ণের কুকুর আসিল।অন্য কতকগুলি কুকুর তাহার নিকট গিয়া বলিল- আমাদের অন্ন লাভের জন্য আপনি সাম গান করুন।আমরা অন্ন ভোজন করিতে ইচ্ছা করি।শ্বেত কুকুর বলিল,"সকলে প্রভাতে আসিও"।দালভ্য তাহাদের অপেক্ষা করিলেন।তাহারা আসিল।বহিষ্পবমান স্তোত্রদ্বারা স্তুতি করিবার সময় যেমন পরস্পর সংলগ্ন হইয়া পরিভ্রমণ করে কুকুরগুলি সেইরূপ করিল।তাহারা 'হিং' উচ্চারণ করিল।ওঁ অদাম(আহার করি)ওঁ পিবাম(জলপান করি)ওঁ দেব বরুণ প্রজাপতি সবিতা অন্ন আনয়ন করুন।হে অন্নপতে,এই স্থানে অন্ন আহরণ করুন।আহরণ কর।ওম্।
ত্রয়োদশ খণ্ডঃ
এই পৃথিবী 'হাউ' কার।বায়ু 'হাই' কার।চন্দ্রমা 'অথ' কার।আত্না 'ইহ' কার।অগ্নি 'ঈ' কার।আদিত্য 'উ' কার।আহ্বান 'এ' কার।বিশ্বদেব 'ঔহোই' কার।প্রজাপতি 'হিং' কার।প্রাণই 'স্বর' কার।অন্নই 'যা' অক্ষর। বাকই বিরাট। তেরটি স্তোভ-' হাউ','অথ','ইহ','ঈ','এ','উ',ঔহোই','হিং','স্বর',যা,বাক্ ও হুং।ইহা অনিরুক্ত-অনির্ব্বচনীয়।
বাক্যের যে দুগ্ধ, তাহা বাক্ স্বয়ং উপাসকের জন্য দোহন করেন।যিনি স্তোভ অক্ষরসমুহের উপনিষদ অর্থাৎ গুহ্যার্থ জানেন তিনি অন্নবান হন।
(C) Niha Rani Roy
উষস্তি চক্রের পুত্র এই পরিচয় পাইয়া প্রীত হইয়া যজমান রাজা তাহাকে ঋত্বিক পদে বরণ করিলেন।কারণ তাহাকেই তিনি এই পদের জন্য খুজিতেছিলেন।
ঋত্বিক উষস্তির নিকট প্রস্তোতা জানিতে চাহিলেন- কোন্ দেবতা প্রস্তাবের অনুগমন করেন?উষস্তি উত্তর দিলেন,প্রাণ দেবতা।সমুদয় ভুত প্রাণের উৎপন্ন,প্রাণেই বিলীন হয়।এই মন্ত্রদ্বারা প্রাণই পরমাত্না ইহা বুঝা যায়।এই সিদ্ধান্তের ভিত্তিতে ব্রহ্মসূত্র (২/৪/১) "তথা প্রাণাঃ" প্রতিষ্ঠিত।
উদগাতা জানিতে চাহিলেন,কোন্ দেবতা উদগীথের অনুগমন করে? উষস্তি উত্তর দিলেন- আদিত্য দেবতা।তিনি উর্ধ্বস্থ হইলে সমুদয় ভূত তাহার স্তব করে।প্রতিহর্তা জানিতে চাহিলেন- কোন্ দেবতা প্রতিহারের অনুসরণ করেন? উষস্তি বলিলেন- অন্ন দেবতা।সমুদয় ভূত অন্নাহরণ করিয়াই জীবিত থাকে।
দ্বাদশ খণ্ডঃ
দালভ্যের পুত্র বক।তাঁহার অপর নাম মৈত্রেয়,গ্লাব।তিনি একদা বেদ পাঠের জন্য কোনো নির্জন স্থানে গমন করিলেন।তখন তাঁহার নিকট একটি শ্বেত বর্ণের কুকুর আসিল।অন্য কতকগুলি কুকুর তাহার নিকট গিয়া বলিল- আমাদের অন্ন লাভের জন্য আপনি সাম গান করুন।আমরা অন্ন ভোজন করিতে ইচ্ছা করি।শ্বেত কুকুর বলিল,"সকলে প্রভাতে আসিও"।দালভ্য তাহাদের অপেক্ষা করিলেন।তাহারা আসিল।বহিষ্পবমান স্তোত্রদ্বারা স্তুতি করিবার সময় যেমন পরস্পর সংলগ্ন হইয়া পরিভ্রমণ করে কুকুরগুলি সেইরূপ করিল।তাহারা 'হিং' উচ্চারণ করিল।ওঁ অদাম(আহার করি)ওঁ পিবাম(জলপান করি)ওঁ দেব বরুণ প্রজাপতি সবিতা অন্ন আনয়ন করুন।হে অন্নপতে,এই স্থানে অন্ন আহরণ করুন।আহরণ কর।ওম্।
ত্রয়োদশ খণ্ডঃ
এই পৃথিবী 'হাউ' কার।বায়ু 'হাই' কার।চন্দ্রমা 'অথ' কার।আত্না 'ইহ' কার।অগ্নি 'ঈ' কার।আদিত্য 'উ' কার।আহ্বান 'এ' কার।বিশ্বদেব 'ঔহোই' কার।প্রজাপতি 'হিং' কার।প্রাণই 'স্বর' কার।অন্নই 'যা' অক্ষর। বাকই বিরাট। তেরটি স্তোভ-' হাউ','অথ','ইহ','ঈ','এ','উ',ঔহোই','হিং','স্বর',যা,বাক্ ও হুং।ইহা অনিরুক্ত-অনির্ব্বচনীয়।
বাক্যের যে দুগ্ধ, তাহা বাক্ স্বয়ং উপাসকের জন্য দোহন করেন।যিনি স্তোভ অক্ষরসমুহের উপনিষদ অর্থাৎ গুহ্যার্থ জানেন তিনি অন্নবান হন।
(C) Niha Rani Roy







0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন