লাভ জিহাদ অনেকটাই নীরব ঘাতকের মতোন কিন্তু এই নীরব ঘাতককে প্রতিরোধ না করতে পারলে এটাই ভয়াবহ রূপ নিতে পারে। এর জন্য কোন অস্ত্রের দরকার নেই।
কেন হিন্দু মেয়েরা ধর্মান্তরিত হয়? পর্ব - ১
উত্তর: এটার উত্তর অনেক ভাবেই দেওয়া যেতে পারে এখন আপনারা যদি এই টাইপের মেয়েদের একটু background ঘাটাঘাটি করেন তাহলে যে জিনিসগুলো কমন পাবেন ।
১. সব ধর্ম সমান। আমরা তো মানুষ নাকি তাছাড়া সব কিছুতেই ভাল খারাপ আছে।
২. এরপর এদের সার্কেল টাতে সবচাইতে বেশি সমস্যা , স্কুল বা কলেজে এই ধর্মীয় বিষয় নিয়ে প্রশ্ন উঠলে দুইটা কাজ করা হয়
১. যা বলছে তাকে সমর্থন দেওয়া
২. না হয় চুপ করে যাওয়া
৩. এই পয়েন্ট ভয়ংকর গুরুতর এইসব মেয়েদের ধর্মীয় শিক্ষা নিয়ে প্রশ্ন উঠে এটা খুব স্বাভাবিক এবং নির্দ্বিধায় বলা যায় যে এই মেয়েটির ধর্মীয় জ্ঞান শূন্য। এই জায়গাটা দুইটি কারনে হতে পারে,
১. বাবা- মায়ের কারণে অথবা ২. নিজের সদিচ্ছার অভাব
**আমাদের সনাতনী বাবা-মায়েদের সংস্কৃতি চর্চা করাটা বেশি গুরুত্বপূর্ণ ধর্মীয় চর্চার চেয়ে। তাই এটি একটি কারণ হতে পারে। এখানে আমি বলছি না যে সংস্কৃতি চর্চা বাদ দিয়ে দেওয়া হোক কিন্তু সংস্কৃতি পাশাপাশি ধর্মীয় চর্চাটাও অব্যাহত রাখাটা দরকার। আর নিজের সদিচ্ছার অভাব অনেকের মধ্যেই আছে সেটা বলাই বাহুল্য। তাহলে একটা ঘটনা বলি যা আমার এক প্রাইভেটে ঘটেছিল একদিন স্যার ৩ জন মেয়েকে পর্যায়ক্রমে দাঁড়া করিয়ে জিজ্ঞাসা করলেন, সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
১ম জন বলল শ্রীমদ্ভগবদগীতা
২য় জন বলল রামায়ণ
৩য় জন বলল মহাভারত। অবস্থান টা ঠিক এই রকম যেখানে এই ৩ জনের একজনেও প্রধান ধর্মগ্রন্থের নাম টুকু জানে না। এতেই বুঝা যায় যে ধর্মচর্চা কতটুকু করে বা তাদের আগ্রহ কতটুকু??? এদের ৩ জনের দ্বারা বাকি সবাইকে হয়তো বিচার করাটা মুশকিল কিন্তু অনেকের অবস্থা এই ৩ জনের মতোন।
৪. বন্ধু - বান্ধব এইটাও একটা এক্স ফ্যাক্টর। কিভাবে? এই মেয়েদের সাথে কি ঘটেছে তা আমরা কেউ জানি না! তবে অনেক বন্ধুরাই এই জায়গাটায় অনুপ্রেরণার জোগান দেয়।
" আরে কি হবে? ও তো মানুষ আর তাছাড়া ভালোবাসার কোন ধর্ম হয় না " accept করে নে আর এমনিতেও ছেলে হিসেবে ও খুব ভাল। তোকে ভালোই রাখবে। আর ও মানুষ হিসেবেও সৎ আর এখন সৎ মানুষ পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। তুই তো ভাগ্যবতী। ব্যাস এইসব কথার দ্বারা আকৃষ্ট হয়ে এবং প্রাণপ্রিয় বন্ধুর দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ভুল পদক্ষেপ তারা নেয়। আর একটি ভুল সারা জীবনের কান্না।
৫. এরপর ধীরে ধীরে মনুষ্যধর্ম তথা সেকুলারিটি থেকে বের হয়ে আসল পরিচয় প্রকাশ পায়। তারপরের ঘটনা সবার জানা।
পর্যায়ক্রমিক ঘটনাটা এমন যে,,,,
প্রথমে ভাল মানুষের অভিনয় > সাহায্য দ্বারা বা কোন গুণাবলী দ্বারা আকৃষ্ট > তারপর প্রেম প্রস্তাব > তারপর প্রেম মানে না ধর্ম > সেকুলারিটি > প্রেম পর্বের শুরু > ধীরে ধীরে সেকুলারিটি ত্যাগ > ইসলামের সৌন্দর্য্য > সনাতন ধর্মের ভুল > পার্থক্য পর্ব শেষ > এরপর জান্নাতি লোভ > অতঃপর ধর্ম ও পরিবার ত্যাগে বাধ্য করা > বিবাহ > অত্যাচার > ধর্ষণ > তালাক এখন অনেকে বেচে যায় প্রাণে তবে অনেকের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত যায় > মৃত্যু
ব্যস শেষ। এখন এই মেয়েদের গুলি করে মারে দিলে তো সমস্যার সমাধান হবে না। দেখবেন দুইমাস/ দুই বছর পর কোন ঝোপঝাড় বা জঙ্গল বা রাস্তার ধারে বস্তাবন্দী লাশ হয়ে আছে। কর্মফল বলে কিছু একটা আছে।
করনীয় বলতে গেলে অনেকেই অনেক কিছু বলবেন জানি,, তবে এতটুকু জিনিস আগে প্রথমে পরিষ্কার করতে হবে যে,
১. সেকুলারিটি বাদ। যতদিন সেকুলারিটি থাকবে ততদিন ফাদে পড়ার প্রবণতা অনেকাংশে বেড়ে যাবে।
২. ধর্মীয় চর্চার প্রতি মনোযোগী হতে হবে
৩. পিন মারা লোক যারা অনুপ্রাণিত করে যে "আরে ওই ছেলে ভাল হ্যান ত্যান " তাদের থেকে সম্পর্ক বিচ্ছন্ন করতে হবে। না হলে দূরত্ব বজায় চলা উচিত অথবা এড়িয়ে যাও
৪. সব কিছু সমান এই দৃষ্টিভঙ্গি বাদ দিতে হবে। হাতের পাচ টা আঙ্গুল ও কিন্তু সমান না। গর্বের সাথে বলো যে আমি হিন্দু।
৫. উপোরক্ত ৪ টি বিষয় মানাটা জরুরি।
নিন্মে একটি বই রিকমান্ড করে দিলাম
"সত্যার্থ প্রকাশ" এই বইটি পড়লে নিজেই বুঝতে পারবেন যে ঘটনা কি?
সত্যার্থ প্রকাশের ডাউনলোড লিংক :
https://drive.google.com/…/10FGs-BatALm0m2h5mtcVhMPc-…/view…
আর এই বইটি শুধু মাত্র বাস্তবতা জানার জন্য পড়া উচিত,,, কি হয় লাভ জিহাদের ফলে?
বইয়ের নাম : যখন আমির আনুষ্কার সাথে দেখা করেছিল
ডাউনলোড লিংক :
https://drive.google.com/…/1FkcR4jUqMxZiKh_Mh_TjE7ISL…/view…
সর্বোপরি শিক্ষণীয় ব্যাপার আমাদের ধর্মের মেয়েদেরকে এই সব ব্যাপার গুলোতে সজাগ করতে হবে। ১ জন ভুল পথে গেলে তার দেখাদেখি যাতে অন্য কেউ ভুল পথে না যায়। এই কারণে ধর্মীয় শিক্ষা এবং এই সম্পর্কে অবগত করা একান্ত জরুরি বলে আমি মনে করি।। আর যে কোন প্রশ্ন মনের মধ্যে জাগলে শাস্ত্রপৃষ্ঠায় পোস্ট করবেন সবাই চেষ্টা করবে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবার। ধন্যবাদ সকলকে। নমস্কার
শ্রেয়ান স্বধর্মো বিগুনোঃ পরা ধর্মা স্বনুষ্ঠিতাৎ।
স্বধর্মে নিধনং শ্রেয়ং পরো ধর্মো ভয়াবহ।।
শ্রীমদ্ভগবদগীতা(৩/৩৫)
অর্থাৎঃ- স্বধর্মে যদি দোষ থাকে পরো ধর্ম হতে তাও ভালো, স্বধর্মে সাধনে যদি মৃত্যু হয় তাও মঙল জনক।
এবং সবশেষে say no to love_Jihad
Post: Koushik Basak Koushik
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন