০২ সেপ্টেম্বর ২০২০

কেন হিন্দু মেয়েরা ধর্মান্তরিত হয় ? পর্ব - ১

লাভ জিহাদ অনেকটাই নীরব ঘাতকের মতোন কিন্তু এই নীরব ঘাতককে প্রতিরোধ না করতে পারলে এটাই ভয়াবহ রূপ নিতে পারে। এর জন্য কোন অস্ত্রের দরকার নেই।
 

কেন হিন্দু মেয়েরা ধর্মান্তরিত হয়? পর্ব - ১

উত্তর: এটার উত্তর অনেক ভাবেই দেওয়া যেতে পারে এখন আপনারা যদি এই টাইপের মেয়েদের একটু background ঘাটাঘাটি করেন তাহলে যে জিনিসগুলো কমন পাবেন ।

১. সব ধর্ম সমান। আমরা তো মানুষ নাকি তাছাড়া সব কিছুতেই ভাল খারাপ আছে।

২. এরপর এদের সার্কেল টাতে সবচাইতে বেশি সমস্যা , স্কুল বা কলেজে এই ধর্মীয় বিষয় নিয়ে প্রশ্ন উঠলে দুইটা কাজ করা হয়
১. যা বলছে তাকে সমর্থন দেওয়া
২. না হয় চুপ করে যাওয়া

৩. এই পয়েন্ট ভয়ংকর গুরুতর এইসব মেয়েদের ধর্মীয় শিক্ষা নিয়ে প্রশ্ন উঠে এটা খুব স্বাভাবিক এবং নির্দ্বিধায় বলা যায় যে এই মেয়েটির ধর্মীয় জ্ঞান শূন্য। এই জায়গাটা দুইটি কারনে হতে পারে,

১. বাবা- মায়ের কারণে অথবা ২. নিজের সদিচ্ছার অভাব

**আমাদের সনাতনী বাবা-মায়েদের সংস্কৃতি চর্চা করাটা বেশি গুরুত্বপূর্ণ ধর্মীয় চর্চার চেয়ে। তাই এটি একটি কারণ হতে পারে। এখানে আমি বলছি না যে সংস্কৃতি চর্চা বাদ দিয়ে দেওয়া হোক কিন্তু সংস্কৃতি পাশাপাশি ধর্মীয় চর্চাটাও অব্যাহত রাখাটা দরকার। আর নিজের সদিচ্ছার অভাব অনেকের মধ্যেই আছে সেটা বলাই বাহুল্য। তাহলে একটা ঘটনা বলি যা আমার এক প্রাইভেটে ঘটেছিল একদিন স্যার ৩ জন মেয়েকে পর্যায়ক্রমে দাঁড়া করিয়ে জিজ্ঞাসা করলেন, সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?

১ম জন বলল শ্রীমদ্ভগবদগীতা
২য় জন বলল রামায়ণ
৩য় জন বলল মহাভারত। অবস্থান টা ঠিক এই রকম যেখানে এই ৩ জনের একজনেও প্রধান ধর্মগ্রন্থের নাম টুকু জানে না। এতেই বুঝা যায় যে ধর্মচর্চা কতটুকু করে বা তাদের আগ্রহ কতটুকু??? এদের ৩ জনের দ্বারা বাকি সবাইকে হয়তো বিচার করাটা মুশকিল কিন্তু অনেকের অবস্থা এই ৩ জনের মতোন।

৪. বন্ধু - বান্ধব এইটাও একটা এক্স ফ্যাক্টর। কিভাবে? এই মেয়েদের সাথে কি ঘটেছে তা আমরা কেউ জানি না! তবে অনেক বন্ধুরাই এই জায়গাটায় অনুপ্রেরণার জোগান দেয়।

" আরে কি হবে? ও তো মানুষ আর তাছাড়া ভালোবাসার কোন ধর্ম হয় না " accept করে নে আর এমনিতেও ছেলে হিসেবে ও খুব ভাল। তোকে ভালোই রাখবে। আর ও মানুষ হিসেবেও সৎ আর এখন সৎ মানুষ পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। তুই তো ভাগ্যবতী। ব্যাস এইসব কথার দ্বারা আকৃষ্ট হয়ে এবং প্রাণপ্রিয় বন্ধুর দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ভুল পদক্ষেপ তারা নেয়। আর একটি ভুল সারা জীবনের কান্না।

৫. এরপর ধীরে ধীরে মনুষ্যধর্ম তথা সেকুলারিটি থেকে বের হয়ে আসল পরিচয় প্রকাশ পায়। তারপরের ঘটনা সবার জানা।

পর্যায়ক্রমিক ঘটনাটা এমন যে,,,,

প্রথমে ভাল মানুষের অভিনয় > সাহায্য দ্বারা বা কোন গুণাবলী দ্বারা আকৃষ্ট > তারপর প্রেম প্রস্তাব > তারপর প্রেম মানে না ধর্ম > সেকুলারিটি > প্রেম পর্বের শুরু > ধীরে ধীরে সেকুলারিটি ত্যাগ > ইসলামের সৌন্দর্য্য > সনাতন ধর্মের ভুল > পার্থক্য পর্ব শেষ > এরপর জান্নাতি লোভ > অতঃপর ধর্ম ও পরিবার ত্যাগে বাধ্য করা > বিবাহ > অত্যাচার > ধর্ষণ > তালাক এখন অনেকে বেচে যায় প্রাণে তবে অনেকের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত যায় > মৃত্যু

ব্যস শেষ। এখন এই মেয়েদের গুলি করে মারে দিলে তো সমস্যার সমাধান হবে না। দেখবেন দুইমাস/ দুই বছর পর কোন ঝোপঝাড় বা জঙ্গল বা রাস্তার ধারে বস্তাবন্দী লাশ হয়ে আছে। কর্মফল বলে কিছু একটা আছে।

করনীয় বলতে গেলে অনেকেই অনেক কিছু বলবেন জানি,, তবে এতটুকু জিনিস আগে প্রথমে পরিষ্কার করতে হবে যে,

১. সেকুলারিটি বাদ। যতদিন সেকুলারিটি থাকবে ততদিন ফাদে পড়ার প্রবণতা অনেকাংশে বেড়ে যাবে।

২. ধর্মীয় চর্চার প্রতি মনোযোগী হতে হবে

৩. পিন মারা লোক যারা অনুপ্রাণিত করে যে "আরে ওই ছেলে ভাল হ্যান ত্যান " তাদের থেকে সম্পর্ক বিচ্ছন্ন করতে হবে। না হলে দূরত্ব বজায় চলা উচিত অথবা এড়িয়ে যাও

৪. সব কিছু সমান এই দৃষ্টিভঙ্গি বাদ দিতে হবে। হাতের পাচ টা আঙ্গুল ও কিন্তু সমান না। গর্বের সাথে বলো যে আমি হিন্দু।

৫. উপোরক্ত ৪ টি বিষয় মানাটা জরুরি।

নিন্মে একটি বই রিকমান্ড করে দিলাম

"সত্যার্থ প্রকাশ" এই বইটি পড়লে নিজেই বুঝতে পারবেন যে ঘটনা কি?

সত্যার্থ প্রকাশের ডাউনলোড লিংক :

https://drive.google.com/…/10FGs-BatALm0m2h5mtcVhMPc-…/view…

আর এই বইটি শুধু মাত্র বাস্তবতা জানার জন্য পড়া উচিত,,, কি হয় লাভ জিহাদের ফলে?

বইয়ের নাম : যখন আমির আনুষ্কার সাথে দেখা করেছিল

ডাউনলোড লিংক :
https://drive.google.com/…/1FkcR4jUqMxZiKh_Mh_TjE7ISL…/view…

সর্বোপরি শিক্ষণীয় ব্যাপার আমাদের ধর্মের মেয়েদেরকে এই সব ব্যাপার গুলোতে সজাগ করতে হবে। ১ জন ভুল পথে গেলে তার দেখাদেখি যাতে অন্য কেউ ভুল পথে না যায়। এই কারণে ধর্মীয় শিক্ষা এবং এই সম্পর্কে অবগত করা একান্ত জরুরি বলে আমি মনে করি।। আর যে কোন প্রশ্ন মনের মধ্যে জাগলে শাস্ত্রপৃষ্ঠায় পোস্ট করবেন সবাই চেষ্টা করবে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবার। ধন্যবাদ সকলকে। নমস্কার

শ্রেয়ান স্বধর্মো বিগুনোঃ পরা ধর্মা স্বনুষ্ঠিতাৎ।
স্বধর্মে নিধনং শ্রেয়ং পরো ধর্মো ভয়াবহ।।
শ্রীমদ্ভগবদগীতা(৩/৩৫)

অর্থাৎঃ- স্বধর্মে যদি দোষ থাকে পরো ধর্ম হতে তাও ভালো, স্বধর্মে সাধনে যদি মৃত্যু হয় তাও মঙল জনক।

এবং সবশেষে say no to love_Jihad


Post: Koushik Basak Koushik


 

Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।