০২ সেপ্টেম্বর ২০২০

শ্রীমন্মহর্ষি সুসিদ্ধানন্দ যতি মহারাজ এর " হিন্দু চেতনা " বইয়ের গুরত্বপূর্ণ অংশসমুহ

প্রথম চিন্তন:

১। হীন চেতনা ত্যাগ হিন্দুর পরিচয়
অক্ষয় আনন্দ আত্মা হিন্দুর উপাস্য হয়।

২। 'আমি হিন্দু' –এই অনুভূতি বা চেতনাই হিন্দুত্ববোধ।

৩। হিন্দু ধর্ম – প্রাচীনতম ধর্ম – এই চেতনা সদা রাখ।

৪। হিন্দুই ত্রিসন্ধ্যা করে/করবে, সত্য কথাই হিন্দুর প্রাণ।

৫। হিন্দুই দান করবে, ইন্দ্রিয় সংযম করবে এবং মুক্তির সাধনা করবে।

৬। গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করাই হলো হিন্দুর স্বাভাবিক জীবন-যাপন।হিন্দু কাউকে বঞ্চনা করে না,কাউকে ঠকাই না।

৭। হিন্দুই স্বধর্ম ও আশ্রম ধর্ম রক্ষা করে।

৮। হিন্দু নিন্দা করে না,ঘৃণা করে না,দ্বেষ করে না।

৯। গুরুকরণ হিন্দুর উন্নতির লক্ষণ। হিন্দু ধর্ম বেচা-কেনা করে না।

১০। প্রকৃত হিন্দু মুনি-ঋষি-সাধু-মহাত্মাকে প্রাণের ন্যায় ভালোবাসবে ও শ্রদ্ধা করবে।

১১। হিন্দু পরলোক বিশ্বাসী । পিতৃশ্রদ্ধা-মাতৃশ্রদ্ধা-ভ্রাতৃত্ব বোধ হিন্দুর অঙ্গের ভূষণ।

১২। হিন্দু অন্যধর্মকে আঘাত করে না।কেউ হিন্দুকে আঘাত করলে তবে হিন্দু নীরবে সহ্য করবে না।

১৩। হিন্দু একেশ্বরেও যেমন বিশ্বাসী তেমনি বহু দেবতাতেও শ্রদ্ধাশীল।

১৪। হিন্দুর নিকট নারী মাত্রেই মাতা; নর-নারায়ন; জীব-শিব এবং জন-জনার্দ্দন।

১৫। হিন্দুই একমাত্র পরলোকের কড়ি সংগ্রহ করে। সৎ সঙ্গ, সাধন-ভজন হিন্দুর রক্ষা কবচ।

১৬। প্রশংসনীয় কর্ম হিন্দুই করবে তবে আত্ম প্রশংসায় থাকবে বিমুখ।

১৭। হিন্দু অদৃষ্টবাদী নহে – পুরুষকারবাদী।
আসুরিকত্ব-অলসতা-অদৃষ্টবাদ-পরনির্ভরতা হিন্দুর পতনের কারণ।

১৮। হিন্দু স্বরুপ ভুলে না।হিন্দু চিরদিনই হিন্দুধর্মকে রক্ষা করবে ও প্রসার করবে।

১৯। হিন্দু চিরকৃতজ্ঞ। অকৃতজ্ঞ ও কৃতঘ্নতা হিন্দুর ধর্ম নহে।

২০। হিন্দু অপপ্রচার করে না, জোর করে ধর্মান্তরিত করে না।

২১। হিন্দুই সদাচার – শৌচাচার রক্ষা করে।
মিথ্যাচার ও কদাচার হিন্দুই ধর্ম নহে।

২২। হিন্দুধর্ম বিজ্ঞানের চেয়েও উন্নত। বিজ্ঞান মানুষকে মুক্তি দিতে পারে না,শান্তি দিতে পারে না। কিন্তু হিন্দুধর্ম তা পারে।

২৩। হিন্দুর আত্মা অমর, অক্ষর, স্বপ্রকাশ ও আনন্দস্বরূপ।

২৪। কুযুক্তি –জীবনধর্মের প্রতিকূলবাণী হিন্দুধর্মে নাই।

২৫। নারীহরণ, বলাৎকার,অনধিকারচর্চা হিন্দুধর্মে স্বীকৃত নহে।

২৬। অবৈধ বিবাহ ও অবৈধ সন্তান উৎপাদন হিন্দুধর্মের শাস্ত্রবিরুদ্ধ।

২৭। হিন্দু অভক্ষ্য ভক্ষণ করে না,চুরি করে না,হিংসা করে না,রাগদ্বেষ করে না।

২৮। শাস্ত্রপাঠ, গীতাপাঠ,উপাসনা হিন্দু নিত্য করবে।

২৯। ব্রহ্মচর্য্য পালন হিন্দুর প্রথম ধর্ম প্রবেশিকা।

৩০।হিন্দুর গার্হস্থ্যধর্ম ভোগসর্বস্ব নহে বরং সমুচ্ছ অর্থাৎ জ্ঞান–যোগ–ভক্তি সর্বস্ব।

৩১। ত্যাগ-তিতিক্ষা-বিবেক-বৈরাগ্য হিন্দুধর্মে চির জাগ্রত। হিন্দুর রক্ত ঋষির রক্ত।

৩২। ভোগ বিলাসিতা হিন্দুর কাম্য নহে।

৩৩। অন্যায়ে প্রশ্রয় ও পাপে প্রবৃত্তি বিষয়ে হিন্দু চির নিষ্টুর।

৩৪। সাচ্চা হিন্দু সরল-সত্যবাদী-দেব-দেবী।

 

বই : হিন্দু চেতনা
লেখক : শ্রীমন্মহর্ষি সুসিদ্ধানন্দ যতি মহারাজ।

শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম
(বোয়ালখালী উপজেলা, চট্টগ্রাম)

 

Post collected from: Joy DhAr

Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।