প্রথম চিন্তন:
১। হীন চেতনা ত্যাগ হিন্দুর পরিচয়
অক্ষয় আনন্দ আত্মা হিন্দুর উপাস্য হয়।
২। 'আমি হিন্দু' –এই অনুভূতি বা চেতনাই হিন্দুত্ববোধ।
৩। হিন্দু ধর্ম – প্রাচীনতম ধর্ম – এই চেতনা সদা রাখ।
৪। হিন্দুই ত্রিসন্ধ্যা করে/করবে, সত্য কথাই হিন্দুর প্রাণ।
৫। হিন্দুই দান করবে, ইন্দ্রিয় সংযম করবে এবং মুক্তির সাধনা করবে।
৬। গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করাই হলো হিন্দুর স্বাভাবিক জীবন-যাপন।হিন্দু কাউকে বঞ্চনা করে না,কাউকে ঠকাই না।
৭। হিন্দুই স্বধর্ম ও আশ্রম ধর্ম রক্ষা করে।
৮। হিন্দু নিন্দা করে না,ঘৃণা করে না,দ্বেষ করে না।
৯। গুরুকরণ হিন্দুর উন্নতির লক্ষণ। হিন্দু ধর্ম বেচা-কেনা করে না।
১০। প্রকৃত হিন্দু মুনি-ঋষি-সাধু-মহাত্মাকে প্রাণের ন্যায় ভালোবাসবে ও শ্রদ্ধা করবে।
১১। হিন্দু পরলোক বিশ্বাসী । পিতৃশ্রদ্ধা-মাতৃশ্রদ্ধা-ভ্রাতৃত্ব বোধ হিন্দুর অঙ্গের ভূষণ।
১২। হিন্দু অন্যধর্মকে আঘাত করে না।কেউ হিন্দুকে আঘাত করলে তবে হিন্দু নীরবে সহ্য করবে না।
১৩। হিন্দু একেশ্বরেও যেমন বিশ্বাসী তেমনি বহু দেবতাতেও শ্রদ্ধাশীল।
১৪। হিন্দুর নিকট নারী মাত্রেই মাতা; নর-নারায়ন; জীব-শিব এবং জন-জনার্দ্দন।
১৫। হিন্দুই একমাত্র পরলোকের কড়ি সংগ্রহ করে। সৎ সঙ্গ, সাধন-ভজন হিন্দুর রক্ষা কবচ।
১৬। প্রশংসনীয় কর্ম হিন্দুই করবে তবে আত্ম প্রশংসায় থাকবে বিমুখ।
১৭। হিন্দু অদৃষ্টবাদী নহে – পুরুষকারবাদী।
আসুরিকত্ব-অলসতা-অদৃষ্টবাদ-পরনির্ভরতা হিন্দুর পতনের কারণ।
১৮। হিন্দু স্বরুপ ভুলে না।হিন্দু চিরদিনই হিন্দুধর্মকে রক্ষা করবে ও প্রসার করবে।
১৯। হিন্দু চিরকৃতজ্ঞ। অকৃতজ্ঞ ও কৃতঘ্নতা হিন্দুর ধর্ম নহে।
২০। হিন্দু অপপ্রচার করে না, জোর করে ধর্মান্তরিত করে না।
২১। হিন্দুই সদাচার – শৌচাচার রক্ষা করে।
মিথ্যাচার ও কদাচার হিন্দুই ধর্ম নহে।
২২। হিন্দুধর্ম বিজ্ঞানের চেয়েও উন্নত। বিজ্ঞান মানুষকে মুক্তি দিতে পারে না,শান্তি দিতে পারে না। কিন্তু হিন্দুধর্ম তা পারে।
২৩। হিন্দুর আত্মা অমর, অক্ষর, স্বপ্রকাশ ও আনন্দস্বরূপ।
২৪। কুযুক্তি –জীবনধর্মের প্রতিকূলবাণী হিন্দুধর্মে নাই।
২৫। নারীহরণ, বলাৎকার,অনধিকারচর্চা হিন্দুধর্মে স্বীকৃত নহে।
২৬। অবৈধ বিবাহ ও অবৈধ সন্তান উৎপাদন হিন্দুধর্মের শাস্ত্রবিরুদ্ধ।
২৭। হিন্দু অভক্ষ্য ভক্ষণ করে না,চুরি করে না,হিংসা করে না,রাগদ্বেষ করে না।
২৮। শাস্ত্রপাঠ, গীতাপাঠ,উপাসনা হিন্দু নিত্য করবে।
২৯। ব্রহ্মচর্য্য পালন হিন্দুর প্রথম ধর্ম প্রবেশিকা।
৩০।হিন্দুর গার্হস্থ্যধর্ম ভোগসর্বস্ব নহে বরং সমুচ্ছ অর্থাৎ জ্ঞান–যোগ–ভক্তি সর্বস্ব।
৩১। ত্যাগ-তিতিক্ষা-বিবেক-বৈরাগ্য হিন্দুধর্মে চির জাগ্রত। হিন্দুর রক্ত ঋষির রক্ত।
৩২। ভোগ বিলাসিতা হিন্দুর কাম্য নহে।
৩৩। অন্যায়ে প্রশ্রয় ও পাপে প্রবৃত্তি বিষয়ে হিন্দু চির নিষ্টুর।
৩৪। সাচ্চা হিন্দু সরল-সত্যবাদী-দেব-দেবী।
বই : হিন্দু চেতনা
লেখক : শ্রীমন্মহর্ষি সুসিদ্ধানন্দ যতি মহারাজ।
শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম
(বোয়ালখালী উপজেলা, চট্টগ্রাম)
Post collected from: Joy DhAr
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন