আমাদের সকলের মাঝেই একটা প্রশ্ন, “হিন্দুদের ঐক্য কিভাবে
সম্ভব?”
উত্তর হিসেবে স্বামী বিবেকানন্দ একটা কথা সবার সামনে
তুলে ধরছি। তিনি বলেছিলেন, “হিন্দুধর্ম জ্ঞানমার্গেও নয়; বিচারমার্গেও নয়; বরং
ছুতমার্গে। আমার ছুঁয়ো না-আমায় ছুঁয়ো না। ছুতমার্গ একপ্রকার মানসিক ব্যাধি।
ছুতমার্গ মোটেও হিন্দুর ধর্ম নয়। আমাদের কোন শাস্ত্রেই তার কোন উল্লেখ নেই। এটা
একটা কুসংস্কার, যা আমাদের কর্মশক্তিকে সকল ক্ষেত্রে ব্যাহত করছে। বস্তুত, ধর্ম
এখন ঢুকেছে আমাদের রন্ধনপাত্রে।” ছুতমার্গ- ঐক্যবোধের পরিপন্থী।
এই মানসিক ব্যাধি যতদিন আমাদের মধ্য থেকে না যাবে, ততদিন
আমাদের ঐক্য সম্ভব নয়। আজ “জাত গেল, জাত গেল”, ধর্ম গেল, ধর্ম গেল”- এই শব্দ গুলোর
জন্যই আমাদের ধর্মে এক দিকে তৈরি হয়েছে উঁচু সমাজ, অন্য দিকে নিচু সমাজ। আর, এই
দুর্বল দিক দিয়েই অন্য ধর্মের প্রচার আমাদের বার বার আঘাত করছে এবং ধ্বংস লীলা
চালিয়ে যাচ্ছে। তাই, যতদিন হিন্দুদের মাঝ থাকে জাত-পাত না যাবে, ততদিন আর যাই হোক
না কেন, ঐক্যতা সম্ভব নয়।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন