"আমাদের জীবন সত্যকে জানবার জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়; ইন্দ্রিয়তৃপ্তি পশুরা করুক, আমরা কখনও তাদের মত ভোগ করতে পারি না। মানুষ মননশীল; মৃত্যূকে সে যতদিন না জয় করে, যতদিন না সে আলোকের সন্ধান পায়, ততদিন সে সংগ্রাম করবেই। নিষ্ফল বৃথা কথাবার্তায় সে নিজের শক্তিক্ষয় করবে না। সামাজিকতা ও লোকমতের পূজাই হচ্ছে পৌত্তলিকতা। আত্মা---লিঙ্গহীন, জাতিহীন, দেশহীন ও কালহীন । সর্বদা নিজের স্বরুপ চিন্তা কর। কুসংস্কারের পারে যাও। ক্রমাগত 'আমি ছোট, আমি ছোট'--এই ভেবে নিজেকে ছোট করে ফেলো না; যতদিন না ব্রহ্মের সঙ্গে অভেদজ্ঞান ( অপরোক্ষানুভূতি) হচ্ছে, ততদিন দিনরাত নিজেকে বলো--তোমার স্বরুপের কথা। ইন্দ্রিয়ের সীমা ছাড়িয়ে যেতে হবে, বুদ্ধিকেও অতিক্রম করতে হবে; আর এ শক্তি আমাদের কাছে আছে "
--স্বামী বিবেকানন্দ।
written by: Bijoy Narendranath
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন