‘ওম আশ্রম’ ‘ওম বিশ্ব দীপ গুরুকুল স্বামী মহেশ্বরানন্দ আশ্রম শিক্ষা ও গবেষণা কেন্দ্র’ এর একটি অংশ। এই আশ্রমটি ১৯৯৩ সালে ভারতের রাজস্থানের পালি জেলায় নির্মিত হয়েছে। রাজস্থানের বিশাল এলাকা জুড়ে নির্মিত এই আশ্রম কমপ্লেক্সের কেন্দ্রীয় ভবন ‘ওম আশ্রমের’ নিজস্ব এরিয়াই ২৫০ একর। এই ভবনটি তৈরি হয়েছে প্রাচীন সংস্কৃত প্রতীক ‘ওম’ এর আকৃতিতে। এই ‘ওম’ এর অর্থ আদি-অনাদি, সেই সত্য যা ছিল-আছে-থাকবে।
এই ভবনে জপমালার সাথে মিল রেখে ১০৮ টি কক্ষ তৈরি কর হয়েছে। ভবনটির কেন্দ্রটি টাওয়ার আকৃতির, যেখানে রয়েছে ১২ টি মন্দির, আর সর্বোচ্চ মন্দিরটি হল সূর্য মন্দির। মন্দিরটি প্রাচীন বাস্তুশাস্ত্র অনুযায়ী নির্মাণ করা হয়েছে। সবকিছু মিলিয়ে এই আশ্রম তার দর্শনার্থীদের মধ্যে শান্তি, সৌহার্দ্য আর আধ্যাত্মিকতার জোয়ার নিয়ে আসে।
Courtesy by: পূজা উদযাপন পর্ষদ, শের ই বাংলা মেডিকেল কলেজ
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন