রূপ লাগি আঁখি ঝুরে গুনে মন ভোর । প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর ।। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে । পরাণ পিরীতি লাগি থির নাহি বান্ধে ।। সই, কি আর বলিব । বৈষ্ণব কীর্তনে শ্রী রাধার দিব্য প্রেমের ভাব বর্ণনা করা হয়েছে । মাধুর্য প্রেমের পূজারী ছিলেন স্বয়ং শ্রীরাধিকা । বলা হয় শ্রীরাধারানী কৃপা করলেই ভগবান কৃষ্ণ প্রাপ্তি হয় । ‘রাধা’ নামের একটি শব্দ হয় ‘আরাধিকা’। আমরা যারা মাধুর্য ভক্তি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি, আমাদের মধ্যেও থাকে রাধারানীর ভাব । এই প্রেম সর্ব শ্রেষ্ঠ । মহাপ্রভু উৎকল নিবাস কালে রায় রামানন্দের কাছে পাঠ শুনে সর্ব শেষ মাধুর্য রসের কথা শুনে এই রস বা ভক্তিকেই সর্ব শ্রেষ্ঠ ভক্তি বলেছেন । এই রসে ভগবান হল কান্ত, আরাধিকা হলেন কান্তা । বৈষ্ণব শাস্ত্র মতে শ্রীরাধিকা ছিলেন আয়ান ঘোষের পত্নী। জটিলা, কুটিলা নামক দুই হিংসুট সদস্য শ্রীরাধিকার পরিবারে ছিল। রাধারানীকে লোকে “কৃষ্ণকলঙ্কিনী” বলে ডাকতো । কারন তিনি কৃষ্ণ প্রেমের কলঙ্ক মেখেছিলেন । কলঙ্কী বলিয়া ডাকে সব লোকে তাহাতে নাহিক দুখ । তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ ।। জাগতিক লোকের দৃষ্টিতে কলঙ্ক। আধ্যাত্মিক দৃষ্টিতে মাধুর্য। শ্রীরাধারানী কৃষ্ণ প্রেমের মাধুর্য মেখেছিলেন । আর সেই দিব্য প্রেম সাধনার পথেই হয়েছিল ভগবানের সাথে রাস ক্রীড়া । শ্রীরাধিকার এই সাধনা ময় জীবনের কিছু কিছু বৈশিষ্ট্য মানব জীবনে দেখা যায় । কলিযুগে আসুরিক ভাবাচ্ছন্ন মানব নামধারী দানবের সংখ্যা বেশী । এরা কখনো মন্দির ভেঙ্গে পূজা অর্চনায় বাধা দেয় , আবার দেখা যায় পরিবারে হিরন্যকশিপুর মানসিকতা সম্পন্ন লোকের সংখ্যা বেশী। হিরণ্যকশিপু নিজের পুত্র প্রহ্লাদ কে হরিনাম করতে নিষেধ করেছিল, বারন না শোনার জন্য বারবার পুত্রস্নেহ কে পদদলিত করে প্রহ্লাদ কে প্রানে মারার চেষ্টা করেছিল। প্রহ্লাদ দমেনি । আবার দেখা যায় কেউ ঈশ্বর ভক্ত হলে তাকে ঘীরে চলে নানান কটূক্তি, ব্যাঙ্গ। আবার কোথাও ভদ্রতার দোহাই দিয়ে পূজা অর্চনা নিষেধ। রাধারানী কিন্তু সকল বাধা বিপত্তি কে তুচ্ছ করে বারবার ঘনশ্যামের চরণে ছুটে গেছেন । লোকলাজ, ভয় তুচ্ছ করে। তেমনই ভক্তকে হতে হয় ভয়শূন্য। এইভাবে লোকলাজ, কটূক্তি তুচ্ছ করে ভগবানের সেবা করা । অন্তিমে বলা যাক- ভগবান নিজে মানুষকে সৃষ্টি করেছেন- মানুষ কিন্তু ভগবানকে সৃষ্টি করেননি । তাই ভগবানের সেবা শত হলেও আগে ।
Courtesy by:https://www.facebook.com/shonatonsondesh?hc_location=timeline
Courtesy by:https://www.facebook.com/shonatonsondesh?hc_location=timeline
1 Comments:
sonaton dhormo is the greatest
একটি মন্তব্য পোস্ট করুন