উত্তর-হ্যঁ অবশ্যই আছে।ঋগ্বেদ ১০.১৮.৭-৮ এ স্বামীর মৃত্যুতে অর্থনৈতিকভাবে অসচ্ছল বা সামাজিকভাবে সমস্যার সম্মুখীন বিধবা মহিলাকে পূনর্বিবাহের অনুমতি দেয়া হয়েছে।
ঋগ্বেদ ১০.১০.১০ এ স্ত্রীর মৌলিক চাহিদা পুরন করতে না পারলে বা স্বামী যদি সন্তান উত্পাদনে অক্ষম হয় তবে স্ত্রীকে পুনরায় বিয়ে করার অনুমতি দেয়া হয়েছে।
পরাশর সংহিতায় বলা হয়েছে-
"নষ্ট মৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পতৌ।
পচস্বাপত্সু নারীরাং পতিরন্যো বিধোযতে।।"
(পরাশর সংহিতা ৪.৩০)
অনুবাদ-নারীর যদি স্বামী মারা যায়, তার স্বামী যদি গোপনে সন্ন্যাস গ্রহণ করে নিখোঁজ হয়ে যায় , স্বামী যদি নিখোঁজ হয় , স্বামী যদি সন্তান উৎপাদনে অক্ষম হয় , স্বামী যদি অধার্মিক ও অত্যাচারী হয় তবে নারী এই স্বামী ছেড়ে পুনরায় বিবাহ করতে পারে ।
ওঁ শান্তি শান্তি শান্তি
পাঠিয়েছেনঃ Pritom Chowdhury
1 Comments:
Joy Sonatan dhormer joy.
একটি মন্তব্য পোস্ট করুন