তাঁর নাম হলো শ্রী কৃষ্ণ । মুলত যমুনা নদীর তীরে জন্মগ্রহণ করেছিলেন বলে
শ্রী কৃষ্ণের সাথে যুক্ত হলো দ্বৈপায়ন। বেদকে চার ভাগে ভাগ করেছেন বলে তাঁর
নামের সাথে যুক্ত হলো বেদব্যাস। এই ভাবে তাঁর পূর্ণ নাম হয়েছিলো শ্রী
কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস।
-এবার আমরা আলোচনা করবো শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দ্বারা বেদ সংকলনের বিষয় গুলিঃ-
.
>> বেদকে চার ভাগে ভাগ করা হয়। ঋগ , সাম, যজুর ও অথর্ব নামে। আবার যজুর বেদের ২ টি ভাগ যেমনঃ শুক্ল ও কৃষ্ণ।
.
>>> শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বেদের এক এক ভাগ এক এক শিষ্যকে প্রদান করেনঃ
.
> ঋগ = ঋষি পৈল, সাম= ঋশি জৈমিনি, যজুর = শুক্ল – ঋষি বৈশম্পায়ণ ও কৃষ্ণ – ঋষি যাগ্যবল্ক এবং অথর্ব = ঋষি সুমন্ত
.
পরবর্তীতে এই শিষ্যরা তাঁদের শিষ্য পরম্পরা এই বেদ চর্চা করতে থাকেন এবং এই ভাবেই বেদ সংরক্ষিত হয়।
.
>> বেদের প্রতিটি ভাগে রয়েছে আবার চারটি প্রধান ধাপ। যেমনঃ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ।
.
>>> মুলত বেদের মন্ত্র ও সুত্রকেই সংহিতা বলা হয়।
>/ ঋগ = ১,০২৮ টি সূক্ত ও ১০,৬০০ টি মন্ত্র বা ঋগ ।
>/ সাম = ১,৮১০ টি মন্ত্র এর মধ্যে ৭৫ টি ছাড়া বাকি সব গুলি ঋগ বেদের মন্ত্র।
>/ যজুর = কৃষ্ণ- ১,১৮৪ টি, শুক্ল-১৯১৫ টি কান্ডিকা বা মন্ত্র।
>/ ৫,৯৭৭ টি মন্ত্র।
-
>> ব্রাহ্মণঃ
>/ ঋগ বেদ ব্রাহ্মণ = ১/ ঐতেরিয় ব্রাহ্মণ ২/ কৈষীতকি বা শাংখ্যায়ন ব্রাহ্মণ
>/ সাম বেদ ব্রাহ্মণ =১/ পঞ্চবিংশ ব্রাহ্মণ ২/ ষড়বিংশ ব্রাহ্মণ ৩/ ছান্দগ্য ব্রাহ্মণ
.৪/ জৈমিনিয় ব্রাহ্মণ ৫/ সামবিধান ব্রাহ্মণ ৬/ দেবতাধ্যায়
ব্রাহ্মণ ৭/ আরঘেয় ব্রাহ্মণ ৮/ বংশ ব্রাহ্মণ
>/ যজুর বেদ ব্রাহ্মণ = কৃষ্ণ - তৈত্তিরীয় ব্রাহ্মণ, শুক্ল- শতপথ ব্রাহ্মণ।
>/ অথর্ব বেদে ও ১ টি ব্রাহ্মণ আছে গোপথ ব্রাহ্মণ
-
>> আরণ্যকঃ
ঋগ = ঐতরেয় আরণ্যক, কৈষীতকি বা শাখ্যায়ন আরণ্যক।
সাম = ছান্দোগ্য আরণ্যক
যজুর্বেদ = কৃষ্ণ - তৈরেরিয় আরণ্যক, শুক্ল – বৃহদারণ্যক
অথর্ব বেদ= নেয়
-
>> উপনিষদঃ
ঋগ= ঐতরেয় উপনিষদ, কৌষীতকি উপনিষদ
সাম= ছান্দগ্য উপনিষদ, কেন উপনিষদ
যজুর= বৃহদারণ্যক উপনিষদ, ঈষ উপনিষদ
অথর্ব= প্রশ্ন উপনিষদ, মুন্ডক উপনিষদ ও মান্ডুক্য উপনিষদ
পরের পোষ্ট এ বেদাঙ্গের পরিচিতি থাকবে ---------- সনাতনকে সমৃদ্ধ করতে আমরা চেষ্টা করছি আপনাদের ভুমিকা আমাদের আরো সমৃদ্ধ করবে।
** বেদ ধারনাকে আরো সমৃদ্ধ করেছে কুশল চক্রবর্ত্তী তাই তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।
ঈশ্বর সকলের মঙ্গল করুন
গর্বের সাথে বলুন আমরা বৈদিক, আমরা সনাতন।
=Lincon Chakraborty=
** বেদ ধারনাকে আরো সমৃদ্ধ করেছে কুশল চক্রবর্ত্তী তাই তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।
ঈশ্বর সকলের মঙ্গল করুন
গর্বের সাথে বলুন আমরা বৈদিক, আমরা সনাতন।
=Lincon Chakraborty=
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন