"শ্রীরামকৃষ্ণ ও স্বামীবিবেকানন্দের নিকট আমি যে কত ঋণী তাহা ভাষায় কি
করিয়া প্রকাশ করিব? তাহাঁদের পুণ্য প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ।
চরিত্রগঠনের জন্য 'রামকৃষ্ণ-বিবেকানন্দ সাহিত্য' অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনা করিতে পারি না।" - নেতাজী সুভাসচন্দ্র বসু
"যদি তুমি ভারতকে জানতে চাও, বিবেকানন্দকে জানো। তাঁর মধ্যে সবকিছুই ইতিবাচক, নেতিবাচক কিছুই নেই । বিবেকানন্দ বলেছিলেন, প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি বলেছিলেন, দরিদ্রের মধ্যে দিয়ে নারায়ন আমাদের সেবা পেতে চান ।"
- রবীন্দ্রনাথ ঠাকুর
"তাঁর রচনাবলী আমি অত্যন্ত মনোযোগ-সহকারে অনুশীলন করেছি এবং সেগুলি পাঠ করার পর আমার মাতৃভূমির প্রতি আমার ভালবাসার সহস্রগুণ বেড়ে গেছে"
- মহাত্মা গান্ধী
"যদি তুমি ভারতকে জানতে চাও, বিবেকানন্দকে জানো। তাঁর মধ্যে সবকিছুই ইতিবাচক, নেতিবাচক কিছুই নেই । বিবেকানন্দ বলেছিলেন, প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি বলেছিলেন, দরিদ্রের মধ্যে দিয়ে নারায়ন আমাদের সেবা পেতে চান ।"
- রবীন্দ্রনাথ ঠাকুর
"তাঁর রচনাবলী আমি অত্যন্ত মনোযোগ-সহকারে অনুশীলন করেছি এবং সেগুলি পাঠ করার পর আমার মাতৃভূমির প্রতি আমার ভালবাসার সহস্রগুণ বেড়ে গেছে"
- মহাত্মা গান্ধী
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন