কেকয় রাজ্য প্রাচীন ভারতবর্ষের পশ্চিম সাম্রাজ্যের মধ্যে দলবদ্ধ একটি রাজ্য । প্রাচীন এই রাজ্যটি বর্তমানে পাকিস্তানের উত্তর-পশ্চিম পাঞ্জাব মধ্যবর্তী গান্ধার ও বিপাশা নদীর পাশে টোবা টেক সিং এর কাছাকাছি অবস্থিত ছিল । এই শহরটির অবস্থান সম্পর্কে রামায়নেও উল্লেখ ছিল । রামচন্দ্রের পিতা অযোধ্যার রাজা দশরথের কনিষ্ঠ পত্নী কৈকয়ী ছিল কেকয় রাজ্যের রাজা রাঘব রাম । তিনি কেকয় দেশের রাজকুমারী ছিলেন এজন্য তাঁর নাম কৈকেয়ী। ইনি ভরতের মাতা ছিলেন। ভরত প্রতিবেশী রাজ্য গান্ধার জয় করেন এবং তক্ষশীলা শহর তৈরী করেন । পরে ভরতের দুই পুত্র তক্ষ ও পুষ্কল তক্ষশীলা হতে এই অঞ্চল শাষন করত ।
মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে এই কেকয় রাজ্যের পাঁচজন রাজকুমার পান্ডবপক্ষে যোগদান করে । যাদের বড় ভাই ছিল কেকয় রাজা । পান্ডবদের মতো তারাও তাদের কাকাতো ভাইদের দ্বারা নিজ রাজ্য হতে বিতারিত হয়েছিল । তাছাড়াও তারা ছিল পান্ডবের মাতা কুন্তীর বোনের ছেলে । কুরুক্ষেত্রের যুদ্ধে তারা তাদের নিজ কাকাতো ভাইদের বিপক্ষে লড়েছিল যার কৌরবপক্ষে যোগদান করেছিল ।
মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে এই কেকয় রাজ্যের পাঁচজন রাজকুমার পান্ডবপক্ষে যোগদান করে । যাদের বড় ভাই ছিল কেকয় রাজা । পান্ডবদের মতো তারাও তাদের কাকাতো ভাইদের দ্বারা নিজ রাজ্য হতে বিতারিত হয়েছিল । তাছাড়াও তারা ছিল পান্ডবের মাতা কুন্তীর বোনের ছেলে । কুরুক্ষেত্রের যুদ্ধে তারা তাদের নিজ কাকাতো ভাইদের বিপক্ষে লড়েছিল যার কৌরবপক্ষে যোগদান করেছিল ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন