রাজদ্রোহী ১৮ বছরের আসামীকে কাটগড়ায় জেরা করা হচ্ছে।
- তুমি মৃত্যুকে ভয় পাও না?
ভয় পাব কেন? আমি গীতা পড়েছি!
প্রশ্নকর্তার ভুরু কুঁচকে গেল। এরকম দুর্বিনীতকে বেশী প্রশ্ন করার আর প্রয়োজন নেই।
- আচ্ছা, তোমার শেষ ইচ্ছে কি?
আমি ভালো বোমা বানাতে পারি । আমি চাই দেশের সব ছেলেমেয়েদের বোমা বানানো শিখিয়ে দিতে।
এ কি রে বাবা! এ ছেলের তো বুকে ভয়-ডর কিছু নেই! একে তো ঝুলিয়ে দেবার সিদ্ধান্ত আগে থেকেই নেয়া হয়েছে। এখন রায় কার্যকর করতে হব।
ফাঁসির মঞ্চে তোলা হয় তাকে ১৯০৮ সালের ১১ই আগস্ট ভোর ৫টায়।
ভারতবাসী কেঁদেছিল-
'একবার বিদায় দে-মা ঘুরে আসি।
হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী।
কলের বোমা তৈরি করে
দাঁড়িয়ে ছিলেম রাস্তার ধারে মাগো,
বড়লাটকে মারতে গিয়ে
মারলাম আরেক ইংল্যান্ডবাসী।
শনিবার বেলা দশটার পরে
জজকোর্টেতে লোক না ধরে মাগো
হল অভিরামের দ্বীপ চালান মা ক্ষুদিরামের ফাঁসি
দশ মাস দশদিন পরে
জন্ম নেব মাসির ঘরে মাগো
তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি'
লতা মুঙ্গেশকরের কন্ঠে এই গান শুনে বুকের ভেতর একবার হলেও মুচড়ে ওঠেনি এমন বাঙালি কম। আজ এই মহানায়কের জন্মদিন। ৩ ডিসেম্বর। ৩ ডিসেম্বর ১৮৮৯ সালে জন্মেছিলেম এই মৃত্যুবিজেতা- ক্ষুদিরাম বসু! ক্ষমা কোরো আমাদের।
(c)স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা
- তুমি মৃত্যুকে ভয় পাও না?
ভয় পাব কেন? আমি গীতা পড়েছি!
প্রশ্নকর্তার ভুরু কুঁচকে গেল। এরকম দুর্বিনীতকে বেশী প্রশ্ন করার আর প্রয়োজন নেই।
- আচ্ছা, তোমার শেষ ইচ্ছে কি?
আমি ভালো বোমা বানাতে পারি । আমি চাই দেশের সব ছেলেমেয়েদের বোমা বানানো শিখিয়ে দিতে।
এ কি রে বাবা! এ ছেলের তো বুকে ভয়-ডর কিছু নেই! একে তো ঝুলিয়ে দেবার সিদ্ধান্ত আগে থেকেই নেয়া হয়েছে। এখন রায় কার্যকর করতে হব।
ফাঁসির মঞ্চে তোলা হয় তাকে ১৯০৮ সালের ১১ই আগস্ট ভোর ৫টায়।
ভারতবাসী কেঁদেছিল-
'একবার বিদায় দে-মা ঘুরে আসি।
হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী।
কলের বোমা তৈরি করে
দাঁড়িয়ে ছিলেম রাস্তার ধারে মাগো,
বড়লাটকে মারতে গিয়ে
মারলাম আরেক ইংল্যান্ডবাসী।
শনিবার বেলা দশটার পরে
জজকোর্টেতে লোক না ধরে মাগো
হল অভিরামের দ্বীপ চালান মা ক্ষুদিরামের ফাঁসি
দশ মাস দশদিন পরে
জন্ম নেব মাসির ঘরে মাগো
তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি'
লতা মুঙ্গেশকরের কন্ঠে এই গান শুনে বুকের ভেতর একবার হলেও মুচড়ে ওঠেনি এমন বাঙালি কম। আজ এই মহানায়কের জন্মদিন। ৩ ডিসেম্বর। ৩ ডিসেম্বর ১৮৮৯ সালে জন্মেছিলেম এই মৃত্যুবিজেতা- ক্ষুদিরাম বসু! ক্ষমা কোরো আমাদের।
(c)স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন