একবার ভগবান বিষ্ণু বাহন গরুরকে নিয়ে কৈলাস পর্বতে এসে উপস্থিত হলেন । দ্বারে গরুরকে ছেড়ে স্বয়ং দেবাদিদেব শিবের সঙ্গে দেখা করতে ভিতরে চলে গেলেন । কৈলাসের অপূর্ব প্রাকৃতিক শোভা দেখেে গরুর মন্ত্রমুগ্ধ হয়েগেলেন । তখনই গরুরের নজর এক খুব সুন্দর পাখীর উপর পড়ল । পাখীটি এমনই সুন্দর ছিল যে গরুরের সব ধ্যান বিচার সেই পাখীটির দিকেই আকর্ষিত হতে লাগলো ।
গরুরের দয়া এসে গেল । এত ছোট এবং সুন্দর পাখীটিকে মরতে দেখতে পারবেননা গরুর । তাই গরুর তখন নিজের হাতের পাঞ্জায় পাখীটিকে নিয়ে কৈলাস থেকে হাজার ক্রোশ দূরে এক জঙ্গলের ভিতর এক পাহাড়ের উপর ছেড়ে দিয়ে আবার কৈলাসে ফিরে আসলেন । কিছুক্ষন পর যমরাজ যখন কৈলাস থেকে বেরিয়ে আসলেন , তখন কৌতুহল বশত গরুর যমরাজকে জিজ্ঞেসই করে ফেললেন যে , " হে যমদেব , আপনি পাখীটিকে এত আশ্চর্যপূর্ন দৃষ্টিতে কেন দেখেছিলেন ?"
উওরে যমরাজ বললেন , " হে গরুর , আমি যখন এই পাখীটিকে দেখেছিলাম , তখন আমার জ্ঞাত হয়েছিল যে এই পাখীটি কিছু সময় পরই এখানে থেকে হাজার ক্রোশ দূরে এক নাগ এই পাখীটিকে খেয়ে ফেলবে । আমি চিন্তা করছিলাম যে পাখীটি এত তাড়াতাড়ি এখান থেকে এত দূর কি করে যাবে ... ; কিন্তু এখন দেখছি এই পাখীটি এখানে নেই , তাই আমি নিশ্চিত হলাম যে সেই পাখীটির মৃত্যু হয়েছে । "
গরুর বুঝে গেছেন যে মৃত্যুকে কখনো এড়ানো যায় না , তাতে যত চালাকিই করা হউক না কেন ...।
তাই বন্ধুরা .... ভগবান শ্রীকৃষ্ণ বলতেন --
কর তুমি সেটা
যেটা তুমি চাও
কিন্তু হয় সেটা
যেটা আমি চাই
অতএব
কর তুমি সেটা
যেটা আমি চাই
তাহলে হবে সেটা
যেটা তুমি চাও
হরে কৃষ্ণ ... হরিবোল ...।
Post Courtesy by Sagar Bhowmick
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন