১৬ ডিসেম্বর ২০২০

লক্ষ্মীলাভ

পৌরাণিক বিশ্বাস অনুসারে, ভারতীয় ধর্মীয় শাস্ত্রে লক্ষ্মীকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বেদ ও পুরাণে তাদের কাহিনী ভরপুর আছে। লক্ষ্মীর অনুপস্থিতিতে গোটা বিশ্ব অর্থহীন। কেবল লক্ষ্মীই অর্থ, কর্ম, সুখ, জাঁকজমক ও ঐশ্বর্য দিয়ে থাকেন।

তাই আপনার আর্তিক তৃষ্ণা থাকলে পদ্মবীজের একটা মালা কিনে আনুন। বাড়ীতে এনে, সরসের তেল মাখিয়ে রৌদ্রস্নাত করুন। আগামী প্রতিটি বৃহস্পতিবার, প্রতিটি পূর্ণিমা, অক্ষয় তৃতীয়া, কোজাগরী লক্ষ্মীপূজা ও দেওয়ালিতে কাজে লাগবে।

হিন্দু ধর্মে পদ্মফুলের খুব গুরুত্ব রয়েছে। এই পদ্ম ফুলের বীজের মালাকে বলা হয় পদ্মের মালা বা কমলগাট্টা মালা। আসুন, জেনে নিই তন্ত্রের মাধ্যমে এর ছয়টি ব্যবহার এবং এর সুবিধা।

গুরুজনেরা বলেন যে পদ্মের পাঁচটি অংশে দেবী কমলা বাস করেন। দেবী কমলা পদ্মের প্রতিটি অঙ্গকে পছন্দ করেন তবে তিনি পদ্মের বীজ অর্থাৎ কমলগাট্টা সবথেকে বেশি পছন্দ করেন। এগুলি সহজেই বাজারে পাওয়া যায়। কিন্তু তারা প্রায় খণ্ডিত আকারে। এর মালা মন্ত্র জপ করার জন্যও তৈরি করা হয়। তবে জপমালাটি অটুট হওয়া উচিত।

পৌরাণিক বিশ্বাস অনুসারে, ভারতীয় ধর্মীয় শাস্ত্রে লক্ষ্মীকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বেদ ও পুরাণে তাদের কাহিনী ভরপুর আছে। লক্ষ্মীর অনুপস্থিতিতে গোটা বিশ্ব অর্থহীন। কেবল লক্ষ্মীই অর্থ, কাজ, সুখ, জাঁকজমক ও ঐশ্বর্য দেয়।

★ কমল গাট্টার মালা মা লক্ষ্মীর উপাসনার জন্য শুভ বলে বিবেচিত হয়। এটি পরলে দেবী লক্ষ্মীর বিশেষ অনুগ্রহ পাওয়া যায়। 

★ এই মালা পরিধানকারী শত্রুদের জয় করে, শত্রুরা দাঁড়াতে পারে না ।

★ এই মালা দিয়ে কালীমন্ত্র জপ করলে তাড়াতাড়ি সিদ্ধিলাভ হয়। 

★ অক্ষয় তৃতীয়া, দীপাবলি, কোজাগরী লক্ষ্মীপূজায় যারা এই মালা দিয়ে লক্ষ্মীর জপ করেন তারা বিশেষভাবে উপকৃত হন।

★ কমলগট্টার ১০০৮ টি বীজ ঘিয়ে ভিজিয়ে ১০০৮ বার যজ্ঞাগ্নিতে নির্দিষ্ট পদ্ধতিতে  আহূতি দিলে দারিদ্র্যতা দূর হয় এবং প্রচুর সম্পদ লাভ হয়। 

★ একটি দোকান, অফিস বা প্রতিষ্ঠানে পদ্মবীজের মালা বিছিয়ে দিয়ে এবং তার উপর দেবী লক্ষ্মীর ছবি বা মুর্তি বসিয়ে পূজা ও উপাসনা করা ব্যবসায়ে উন্নতির জন্য ভালো।


লিখেছেনঃ Prithwish Ghosh

Share:

1 Comments:

নামহীন বলেছেন...

আমি এই মালা কি ভাবে পাবো

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।