আমরা চিম্নয় আত্মা, স্থুল জড় দেহ নই । আর জীবাত্মা হলো পরমেশ্বর ভগবান শ্রী
কৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ । ভগবান হচ্ছে পূর্ণ আর আত্মা তার অংশ । তাই
জীবাত্মার নিত্য ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, কেননা অংশের কাজ
হলো পূর্ণের সেবা করা । মনের ধর্ম হলো সংকল্প ও বিকল্প এবং দেহের ধর্ম হলো
ভোগ আর ত্যাগ । দেহের ছয়টি পরিবর্তন হলো
জম্ম-বৃদ্ধি-স্হিতি-সন্তান/সন্ততি সৃষ্টি-ক্ষয়-মৃত্যু । জীবের স্বরূপ হয়
কৃষ্ণের 'নিত্যদাস' - শ্রীচৈতন্যচরিতামৃত ।
আত্মার আকার চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ । তা এতই ক্ষুদ্র যে এই জড় চক্ষু দিয়ে বা যন্ত্রের সাহায্যে আত্মাকে দর্শন করা যায় না । এ ছাড়া আত্মা জড় পদার্থ নয়, তাই জড়ীয় ইন্দ্রিয় ও যন্ত্র দিয়ে তা দেখা অসম্ভব ।
এই জড় জগৎটি ভগবানের বহিরঙ্গা ত্রিগুনাত্মিকা মায়া শক্তির প্রকাশ । ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার - এই আটটি উপাদান নিয়ে এই জড় জগৎ তৈরী হয়েছে । পঞ্চ মহাভূত হচ্ছে - ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও বোম । ইন্দ্রিয় পাঁচটি বিষয় হলো - রূপ, রস, শব্দ, গন্ধ ও স্পর্শ । পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হচ্ছে - নাক, জিভ, চোখ, কান ও ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় হলো -বাক, পানি, পাদ, উপস্থ ও বায়ূ ।
জীবের স্হূল শরীরটি ভূমি, জল, বায়ূ, অগ্নি ও আকাশ দিয়ে তৈরী । এবং সূক্ষ শরীরটি মন, বুদ্ধি ও অহংকার নিয়ে গঠিত । জীবের প্রকৃত সমস্যা হলো - জম্ম, জরা, ব্যাধি ও মৃত্যু ।
(চলবে........)
আত্মার আকার চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ । তা এতই ক্ষুদ্র যে এই জড় চক্ষু দিয়ে বা যন্ত্রের সাহায্যে আত্মাকে দর্শন করা যায় না । এ ছাড়া আত্মা জড় পদার্থ নয়, তাই জড়ীয় ইন্দ্রিয় ও যন্ত্র দিয়ে তা দেখা অসম্ভব ।
এই জড় জগৎটি ভগবানের বহিরঙ্গা ত্রিগুনাত্মিকা মায়া শক্তির প্রকাশ । ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার - এই আটটি উপাদান নিয়ে এই জড় জগৎ তৈরী হয়েছে । পঞ্চ মহাভূত হচ্ছে - ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও বোম । ইন্দ্রিয় পাঁচটি বিষয় হলো - রূপ, রস, শব্দ, গন্ধ ও স্পর্শ । পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হচ্ছে - নাক, জিভ, চোখ, কান ও ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় হলো -বাক, পানি, পাদ, উপস্থ ও বায়ূ ।
জীবের স্হূল শরীরটি ভূমি, জল, বায়ূ, অগ্নি ও আকাশ দিয়ে তৈরী । এবং সূক্ষ শরীরটি মন, বুদ্ধি ও অহংকার নিয়ে গঠিত । জীবের প্রকৃত সমস্যা হলো - জম্ম, জরা, ব্যাধি ও মৃত্যু ।
(চলবে........)
অমিত সরকার শুভ
1 Comments:
কর্মেন্দ্রিয় র বিস্তারিত ব্যাখ্যা পোষ্ট করলে উপকৃত হব
একটি মন্তব্য পোস্ট করুন