✿ একত্বের মধ্য বহুত্বের প্রকাশ, বহুত্বের
মধ্য একত্বের প্রকাশই "সনাতন ধর্ম"।
✿ বিভেদ এর মধ্য মিলন, বিচিত্র্যের মধ্য সমন্বয়ই "সনাতন ধর্ম"।
✿ বিভেদ এর মধ্য মিলন, বিচিত্র্যের মধ্য সমন্বয়ই "সনাতন ধর্ম"।
✿“সনাতন ধর্ম” এক সেট বিশ্বাস ও
রীতি-নীতি। এটি এমন কোন ধর্ম নয় যা অন্যান্য ধর্মের মতো কোনো একব্যক্তির
দ্বারা প্রচারিত।
✿“সনাতন ধর্ম” হলো একজন ব্যক্তির
ধর্ম, ব্যক্তির জন্য ধর্ম, ব্যক্তির দ্বারা ধর্ম যার শিকড় রয়েছে বেদ ও গীতার মতো ধর্মগ্রন্থে।
✿ আপনি এক ঈশ্বরে বিশ্বাস
করে হিন্দু হতে পারেন। আবার বহু ঈশ্বরে বিশ্বাস করেও হিন্দু হতে পারেন।
✿একজন হিন্দু হিসেবে আমি ব্যক্তিগতভাবে ও বস্তুনিষ্ঠভাবে
চিন্তা-ভাবনা করতে পারি, কোনো প্রকার শর্তাবলী
ছাড়া।
✿আমি একজন হিন্দু কারণ হিন্দুধর্ম অসহিংসতার
ডাক দেয়। 'অহিংসা পরমো ধর্ম' - অসহিংসতা হচ্ছে সর্বোচ্চ
কর্তব্য। আমি একজন হিন্দু কারণ ইহা আমার মনকে কোনো বিশ্বাস ব্যবস্থার সাথে শর্ত জুড়ে দেয়
না।
✿একজন পুরুষ/মহিলা যে তার জন্মগত ধর্ম থেকে
বিচ্যুত হয়, সে হলো নকল/ভন্ড এবং তার নিজস্ব আদর্শ,
সংস্কৃতি ও জীবনের মূল্যবোধকে মূল্য দেয় না।
✿সনাতন ধর্মই হচ্ছে জগতের প্রথম উৎপন্নিত
ব্যবস্থা।
"-by জয় রায়"
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন