১৩ আগস্ট ২০১২

মহাদেবের ১০৮ নাম; by Sumon Basak

--> -->
মহাদেবের ১০৮ নাম ( সুমেরু পর্বতে মহাকাল শিব দেবী পার্বতী কে নিয়ে ভ্রমণে গেছিলেন সেখানে তিনি নারদ মুনি ও অনান্য ঋষি মুনি দের কাছে নিজের ১০৮ নাম বর্ণিত করেন )

হাস্যমুখে মহেশ্বর কহেন বর্ণন
শতনাম স্তোত্ররাজ করহ শ্রবণ ।।
ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর
বিষ্ণুসখা নাম মম বৈকুণ্ঠ নগর ।।
হরিহর নাম খ্যাত গোলোক নগরে
যমেশ্বর নাম মম শমনের পুরে ।।
ইন্দুপুরে রাজরাজ নাম ধরি আমি
চিন্তামণি বলি মোরে ডাকে ইন্দ্রাণী ।।
সুরগণ বলে মোরে অধমতারণ
কমলা ডাকেন বলি বৃষভ লাঞ্ছন ।।
যোগীগন মাঝে আমি হই যোগেশ্বর
সিদ্ধগন কহে মোরে জগত ঈশ্বর ।। ১০
লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ ১১
দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ ।। ১২
সাগর রাখিলা মোর নাম শূলপাণি ১৩
প্রাণপতি নামে মোরে ডাকেন ভবানী ।। ১৪
শৌনক রাখিলা মোর বিশ্বপতি নাম ১৫
নীলকণ্ঠ নাম মম বসুগন ধাম ।। ১৬
ব্যাসদেব ডাকে মোরে জগদগুরু নামে ১৭
মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে ।। ১৮
কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথি ১৯
কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি ।। ২০
হিমালয় রাখে নাম বাঞ্ছাকল্পতরু ২১
কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু ।। ২২
চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে ২৩
অষ্টমূর্তিধর নাম মরীচি সদনে ।। ২৪
অঙ্গীরা রাখিল নাম কলুষ নাশন ২৫
সনন্দ রাখিল নাম মনবিমোহন ।। ২৬
জলেশ্বর নাম মোর লবণ সাগরে ২৭
যোগীশ্বর নাম খ্যাত অত্রির গোচরে ।। ২৮
অরুন্ধতি রাখে নাম ভুবন পাবন ২৯
গার্গীদেবী ডাকে বলি জগত মোহন ।। ৩০
কালভরহর নাম কালের ভবনে ৩১
মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে ।। ৩২
নক্ষত্রলোকেতে আমি নক্ষত্র জীবন ৩৩
জ্ঞানযোগী মম নাম গুরুর সদন ।। ৩৪
সনাতন রাখে নাম হৃদয় বিহারী ৩৫
মহামায়া পাশে আমি মহামায়াধারী ।। ৩৬
শ্মশাননিবাসী নাম জানিবে শ্মশানে ৩৭
যজ্ঞধ্বংসী নাম মোর দক্ষের ভবনে ।। ৩৮
সতীপতি নাম মোর প্রসূতি গোচর ৩৯
রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম পরাৎপর ।। ৪০
ভক্তবাঞ্ছাকল্পতরু রামদত্ত নাম ৪১
প্রহ্লাদ রাখিল নাম সর্ব গুণধাম ।। ৪২
ভৃগুরাম রাখিল নাম দর্পখর্বকারী ৪৩
জানকী রাখিল নাম গোবর্ধনধারী ।। ৪৪
দিকপাল সকলে ডাকে দিকপতিনামেতে ৪৫
রাজ রাজেশ্বর আমি রাজার গৃহতে ।। ৪৬
বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা ৪৭
তাল মম রাখে নাম অখিলের ধাতা ।। ৪৮
ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে ৪৯
ভৃঙ্গী মোরে ডাকে সদা দয়াময় নামে ।। ৫০
তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি ৫১
রতিদেবী রাখে নাম কেলীকুতুহলী ।। ৫২
ধ্রবলোকে মোর নাম করুণাসাগর ৫৩
দেবলোকে মম নাম নরবংশধর ।। ৫৪
গণেশ রাখিল নাম গণ অধিপতি ৫৫
বিরূপাক্ষ নামে মোরে ডাকেন রেবতী ।। ৫৬
কপর্দী নামেতে মোরে ডাকে জনক রাজন ৫৭
ধনুর্ধারী নামে মোরে ডাকেন রুদ্রগণ ।। ৫৮
যোগিনীগনেরা ডাকে ভূতনাথ নামে ৫৯
আশুতোষ নাম মোর ভক্তের সদনে ।। ৬০
সিদ্ধগণ কহে মোরে ত্রিগুন অতীত ৬১
জগতকারু কহে মোরে সর্বহৃদিস্থিত ।। ৬২
উমাপতি নামে মোরে ডাকে ধন্বন্তরি ৬৩
জামদাগ্নি ডাকে মোরে গুড়াকেশ বলি ।। ৬৪
দধীচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর ৬৫
বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর ।। ৬৬
দণ্ডপাণি ডাকে মোরে সর্বানন্দ নামে ৬৭
বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে ।। ৬৮
উদ্দালক ঋষি কহে বিপত্তিভঞ্জন ৬৯
সোমানাথ বলি ডাকে উতঙ্ক সুজন ।। ৭০
গরুর রাখিলা মোর নাম খগেশ্বর ৭১
গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর ।। ৭২
যুঠিষ্ঠির রাখে নাম ধরম সহায় ৭৩
ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় ।। ৭৪
নকুল রাখিল নাম নকুল ঈশ্বর ৭৫
সহদেব রাখে নাম ভীম বজ্রধর ।। ৭৬
শম্ভুনাথ বলি ডাকে গন্ধর্বের গণ ৭৭
একলিঙ্গ কহে বালখিল্য মুনিগণ ।। ৭৮
রোগহারী নাম রাখে দেবী সত্যবতী ৭৯
পবন রাখেন মোর নাম সদাগতি ।। ৮০
জৈমিনি আমার নাম রাখে ভদ্রেশ্বর ৮১
দুর্বাসা রাখিলা মোর নাম বক্রেশ্বর ।। ৮২
চাঁদবেণে ডাকে মোরে হয়গ্রীব নামে ৮৩
মহারুদ্র মোর নাম দধীচি সদনে ।। ৮৪
মোর বৃষ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর ৮৫
বাণেশ্বর নাম রাখে বাণ নৃপবর ।। ৮৬
দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি ৮৭
কৃত্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি ।। ৮৮
পুস্পদন্ত রাখে নাম রজত ভূধর ৮৯
জাবালি রাখিল নাম ব্যাঘ্রচর্মাধর ।। ৯০
তারাগন ডাকে মোরে উগ্রকন্ঠ বলি ৯১
তুন্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালি ।। ৯২
নাগেশ্বর বলি মোরে ডাকে নাগগন ৯৩
অনন্ত বলেন মোরে অনন্ত পাবন ।। ৯৪
কূর্মদেব রাখে নাম কূর্ম অধিপতি ৯৫
সাধাগন রাখে নাম সকল বিভূতি ।। ৯৬
পুলহ রাখিল নাম সর্বমূর্তিধর ৯৭
দিগ গজগণেরা বলে দিকপতিধর ।। ৯৮
সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষিরাজন ৯৯
তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ ।। ১০০
পর্বগণ সবে মোরে কহে পর্বপতি ১০১
সংক্রান্তিগণের কাছে আমি রত্ননিধি ।। ১০২
সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন ১০৩
সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন ।। ১০৪
মর্ত্যলোকে নাম মম বিপদকান্ডারী ১০৫
সুষেণ রাখিলা নাম গগনবিহারী ।। ১০৬
মন্মথ রাখিলা নাম মদণ দমন ১০৭
মন্দোদরী কহে মোরে অখিল কারণ ।। ১০৮

তথ্যসূত্র
শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম
পণ্ডিত কালীপ্রসন্ন বিদ্যারত্ন
অক্ষয় লাইব্রেরী
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।