অচ্যুতম কেশবম্ কৃষ্ণ দামোদর
রাম নারায়নম্ জানকি বল্লভম ।।
কে বলে ভগবান এই পৃথিবীতে আসে না,
তুমি ভক্ত মীরার মত ডাকতে জানো না !!
অচ্যুতম কেশবম্ কৃষ্ণ দামোদর
রাম নারায়নম্ জানকি বল্লভম ।।
কে বলে ভগবান কখনো খায় না,
বের- শবরীর মত খাওয়াইতে জান না !!
অচ্যুতম কেশবম্ কৃষ্ণ দামোদর
রাম নারায়নম্ জানকি বল্লভম ।।
কে বলে ভগবান কখনো ঘুমান না,
মা যশোদার মত ঘুম পারাতে জান না !!
অচ্যুতম কেশবম্ কৃষ্ণ দামোদর
রাম নারায়নম্ জানকি বল্লভম ।।
কে বলে ভগবান কখনো নাচেন না,
গোপীদের মত নাচাইতে জান না !!
অচ্যুতম কেশবম্ কৃষ্ণ দামোদর
রাম নারায়নম্ জানকি বল্লভম ।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।।
দাসানুদাস কৃষ্ণকমল (মিন্টু)
๑۩๑ Bhagavad GITA (বাংলা) & শ্রীমদ্ভগবদ্গীতা স্কুল ๑۩๑
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন