২৪ মে ২০২০

হাজারবছর আগের আমাদের পূজ্য দেবদেবীর বিগ্রহগুলো আমাদের দেবালয়ে আমাদের উপাসনালয়েই ফেরত দেওয়া উচিত।

জয়পুরহাটের ভাদশা গুচ্ছগ্রাম থেকে হাজারো বছরের পুরানো প্রায় ১২ কোটি মুল্যর একটি চতুর্মুখী শিব বিগ্রহ উদ্ধার করেছে র‌্যাব ।

এই রকম অনেক আমাদের দামী দেবদেবীর প্রতিমা উদ্ধার হয় কিন্তু সেইগুলোর হিসেব নাই।

১) গত ১৪ মার্চ মঙ্গলবার নোয়াখালী সোনাইমুড়ী জয়াগ ইউনিয়নের ভাওরকোর্ট গ্রামের মাটি কাটার সময় প্রায় ৬ ফুট লম্বা ও ২০ মণ ওজনের তিনটি কষ্টি পাথরের কৃষ্ণ মূর্তির সন্ধান পাওয়া যায়। অনুমান করা হচ্ছে মূর্তিগুলোর মূল্য প্রায় ৭০০_কোটি টাকার ও বেশি হবে। এখন মূর্তিগুলি সোনাইমুড়ী থানা পুলিশের তত্ত্বাবধানে আছে ।

২) এর আগে ১২ মার্চ (রবিবার) চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার রাধানগর এলাকা থেকে ১ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ এর মূল্য দেড়কোটি টাকা বলে অনুমান করেছে। এটি যথাযথ আইনি প্রক্রিয়ার পর প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হয় বলে ওসি জানিয়েছেন।

৩) পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পুকুর পুনঃখননের সময় একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। শ্রমিকরা মূর্তিটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। মূর্তিটি রাজশাহী বরেন্দ্র যাদুঘরে হস্তান্তর করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

৪) মুন্সীগঞ্জে কবর খুঁড়তে গিয়ে ২০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূতির্র খণ্ডাংশ উদ্ধার করা হয়। সুন্দর কারুকার্য খচিত খণ্ডাংশ বেদিটি কবরস্থানের একটি কবর খুঁড়তে গিয়ে কষ্টি পাথরের মূর্তি খণ্ডাংশটি দেখতে পান স্থানীয়রা। পুলিশ মূর্তিটি উদ্ধার করে সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের ট্রেজারিতে জমা দেন।

৫) নওগাঁর সদর উপজেলার মামরা মল্লিকপুর গ্রাম থেকে ৪০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক দাম ৪৫ লাখ টাকা। উদ্ধার করা বিষ্ণু মূর্তি সান্তাহার শুল্ক কার্যালয়ে জমা রাখা হয়।

এভাবে বলতে গেলে উদাহরণের শেষ হবে না। আমি মাত্র ৫ টা উপস্থাপন করলাম। এভাবে সারা বছর বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে হিন্দুদের দেবদেবীর দূর্লভ কষ্টি পাথরের বিগ্রহ মূর্তি উদ্ধার নিত্যকার বিষয় । আবার মূর্তি চুরি এবং সীমান্ত এলাকা থেকে সীমান্ত রক্ষীদের দ্বারা মূর্তি উদ্ধারের খবর ও প্রায়শঃ পত্রপত্রিকায় লক্ষ্য করা যায়, কিন্তু খবর এপর্যন্তই। উদ্ধার পর্ব পর্যন্তই শেষ।

এর পরে মূর্তিগুলো কোথায় যায়, কোন যাদুঘরে সংরক্ষিত হলো তা আর কেউ জানে না। আলেমুল গায়েব। যদিও খুব নগন্য সংখ্যক উদ্ধারকৃত বিগ্রহ মূর্তি মিউজিয়ামে সংরক্ষিত আছে।

মধ্যযুগের বর্বরতায় ধ্বংসকৃত আমাদের পূর্ব পুরুষদের নিরাপত্তার প্রয়োজনে গচ্ছিত পূজিত দেবদেবীর দূর্লভ বিগ্রহগুলো যেখানেই পাওয়া যাক না কেন এইগুলো আমাদের হিন্দুদের সম্পত্তি। আমাদের পূর্ব পুরুষরা এইসব দেববিগ্রহ তৈরি করেছিলো পূজা অর্চনা করার জন্য যাদুঘরে সাজিয়ে রাখার জন্য নয়।

এমতাবস্থায় একটি কথা আমরা সংশ্লিষ্ট সকল মহলকে স্মরণ করিয়ে দিতে চাই যে, -
"মনে রাখবেন, আমাদের ধর্ম আমাদের কাছে অনেক বড় এবং পবিত্র। স্বধর্ম বিগুনাত্ শ্রেয়ঃ"।।

তাই মন্দির, পুকুর খনন, সীমান্ত সহ বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত আমাদের পূর্ব পুরুষদের গচ্ছিত পূজিত দেববিগ্রহ এবং যাদুঘরে রক্ষিত সকল দেবদেবীর বিগ্রহ ধর্মমন্ত্রনালয়ের মাধ্যমে অথবা হিন্দু কল্যান ট্রাস্টের মাধ্যমে হিন্দুদের হাতে পূজা অর্চনার জন্য ফেরত দেওয়া উচিত।

বর্নিত বিষয়ের আলোকে তাই আবারো দাবী জানাচ্ছি -
"আমাদের পূজ্য দেবদেবীর বিগ্রহ মূর্তিগুলো আমাদের দেবালয়ে আমাদের উপাসনালয়েই ফেরত দেওয়া উচিত।


প্রতিটি হিন্দুর মন্দির, প্রতিমা ধ্বংস করা হয়েছিলো এর বাস্তব প্রমাণ মিলে এটাই।

আর এই প্রতিমাগুলো কোন রাষ্ট্রীয় সম্পদ নয় যে মিউজিয়ামের রাখা হবে। এগুলো হিন্দুর সম্পদ,তাই প্রতিমাগুলো মন্দিরে রাখা হউক। এই দাবি করছি প্রশাসকের কাছে।

হর হর মহাদেব 🙏 ❤



Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।