ভগবান শ্রীকৃষ্ণ অজুর্ন কে বলেছেন,
স্বপুষ্ঠিতাৎ স্ব ধর্মে নিধনং শ্রেয়ং পরো ধর্মো ভয়াবহ ।
শ্রীমদ্ভাগবত গীতাতে ৩/৩৫
স্বধর্মে যদি দোষ থাকে তাও পরো ধর্ম হতে ভালো। স্বধর্মে সাধনে যদি মৃত্যু হয় তাও মঙলজনক। কিন্তুু অন্যের ধর্মের অনুষ্ঠান করা মহাপাপ ও বিপদজনক।
আবার চাণক্য শ্লোকে ও বলা হয়েছে , যে যাহারা স্বধর্মের সাথে সমন্ধ রাখেন, তাদের বিনাশ নেই।
বর্তমানে কিছু ছেলে মেয়েরা লোভে, সামান্য সুখের জন্য নিজের ধর্ম পরিত্যাগ করেন, কিন্তুু তারা ভাবেনা যে কি মহা অন্যায় তারা করছে। বিভিন্ন ধর্মের লোকেরা ঐসব ছেলেমেয়েদের প্রলোভন দেখিয়ে নিজের ধর্মে সংখ্যা বাড়াচ্ছে। আমি কি বলতে চাইছি আশাকরি সবাই বুঝতে পারছেন। তাই সাবধান সনাতন ধর্মানুসারীরা। সাবধান।
প্রবচনে ভক্ত কৃপা প্রার্থীঃ-- মনি কাঞ্চন দাস
🌹জয় গুরু জয় গুরু,জয় গুরু🌹
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন