১২ মে ২০২০

আসুন জেনে নেই প্রাত্যহিক জীবনের অত্যন্ত প্রয়োজনীয় কিছু মন্ত্র ।

আমাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগে এমন অনেক মন্ত্র রয়েছে হিন্দু শাস্ত্রে। সকল সনাতনী হিন্দুকেই এগুলো জানা এবং পালন করা উচিত। এখানে এমন কিছু মন্ত্রের সংকলন দেয়া হলো যা আপনার প্রাত্যহিক প্রয়োজন পড়ে। চলুন দেখে নেয়া যাক ঐ সকল মন্ত্রঃ

১. প্রতিদিন ঘুমাবার আগে বলুন :-
                                                             ওঁ শয়নে শ্রী পদ্মনাভায় নম:।

২. জন্ম সংবাদ শুনলে বলুন :- ( ৩ বার)
                                                                 আয়ুষ্মান ভব।

৩. মৃত্যু সংবাদ শুনলে বলুন :-
                               
                                                         "দিব্যান্ লোকান্ স গচ্ছতু"( পুরুষের ক্ষেত্রে)
                                                                 "দিব্যান্ লোকান্ সা গচ্ছতু"( নারীর ক্ষেত্রে)

৪. প্রতিদিন খাবার আগে বলুন :-
                                                                         ওঁ শ্রী জনার্দ্দনায় নম:।

৫. বিপদে বলুন :-
                                                                        ওঁ শ্রী মধুসূদনায় নম:।

৬. হিন্দু ধর্মীয় সকলকাজ শুরুর আগে বলুন :-
                                                                        ওঁ তৎ সৎ।

৭. গৃহ প্রবেশ মন্ত্র :-
                                                ওঁ শ্রী বাস্তুপুরুষায় নম:।

৮. মাতৃ প্রনাম মন্ত্র :-
                                   ভূমেগরীয়সী মাতা স্বাগাৎ উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বগাদগি গরিয়সী।
                                         গর্ভ ধারণ্যং পোষ্যভাং পিতুমাতা বিশ্বস্তে।
                                        সর্বদেব সরুপায় স্তন্মৈমাএ নমঃ নমঃ।।

৯. পিতৃ প্রনাম মন্ত্র :-
                                     পিতাস্বর্গঃ পিতা ধর্মঃ পিতাহিপরমংতপঃ। ।
                                         পিতরি প্রীতিমাপন্নে প্রীয়ন্তে সর্বদেবতা নমঃ পিতৃ চরনেভ্য নমঃ।।

১০. শ্রীকৃষ্ণ প্রনাম মন্ত্র :-
                                  হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে।
                                        গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমহস্তুতে।।
                                 নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ।
                                       জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ।।

১১. শ্রীরাধারানী প্রণাম মন্ত্র :-
                                             তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী।
                                                     বৃষভানু সূতে দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে।।

১২. দেহ শুচীর মন্ত্র :-
                              ওঁ অপবিত্র পবিত্রোবাং সর্বাবস্থান গতহ্বপিবা।
                                    যৎ সরেত পুন্ডরিকাক্ষং স বাহ্য অভ্যান্তরে শুচি।।
                             পাপোহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভাবান্।
                                    ত্রাহি মাং পুন্ডরীকাক্ষং সর্ব পাপো হরো হরি।।

১৩. গুরু প্রণাম মন্ত্র :-
                              অখন্ড মন্ডলা কারং ব্যাপ্তং যেন চরাচরম।
                                      তদপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ।।
                             অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া।
                                      চক্ষুরুন্মিলিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ।।
                            গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর।
                                     গুরু রেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ।।

১৪. শ্রী পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র :-
                                      পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম্।
                                        ভক্ত অবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম্।।

১৫. সূর্য প্রণাম মন্ত্র :-
                                  ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্।
                                            ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোহষ্মি দিবাকরম্।।

১৬. গোবিন্দ প্রণাম মন্ত্র :-
                                           ঔঁ ব্রহ্মাণ্ড দেবায় গোব্রাহ্মণ হিতায় চঃ।
                                                    জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ।।

১৭. তুলসী প্রণাম মন্ত্র :-
                                   ঔঁ বৃন্দায়ৈ তুলসী দৈব্যে প্রিয়াঐ কেশবস্য চঃ।
                                         কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যৈ নমঃ নমঃ।।

১৮. দুর্গা প্রণাম মন্ত্র :-
                                    সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সবার্থসাধিকে। 
                                          শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোহস্তুতে।।

১৯. শ্রীবিষ্ণু প্রণাম মন্ত্র :- ( অশ্বথ বৃক্ষমূলে জল দিয়ে)
                                                                      ওঁ অশ্বত্থ বৃক্ষরূপোহসি মহাদেবেতি বিশ্রুতঃ।
                                                                                 বিষ্ণুরপধরোহসি ত্বং পুণ্যবৃক্ষ নমোহস্ত্ত তে।।

২০. বিশ্বকর্মা প্রণাম মন্ত্র :-
                                             দেবশিল্পিন মহাভাগ দেবানাং কার্যসাধক।
                                                           বিশ্বকর্মন্নমস্তুভ্যং সর্বাভীষ্টফলপ্রদ।।

২১. গায়ত্রী প্রণাম মন্ত্র :-
                                                 ওঁ ভূর্ভুবঃ স্বঃ
                                            তৎ সবিতুর্বরেণ্যং
                                          ভর্গো দেবস্য ধীমহি
                                    ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ ওঁ।

২২. তুলসী পত্র চয়ন মন্ত্র :-
                                               ওঁ তুলস্যমৃতজন্মাসি সদা ত্বং কেশবপ্রিয়া।
                                                    কেশবার্থে চিনোমি ত্বাং বরদা ভব শোভনে॥

২৩. তুলসী জলদান মন্ত্র :-
                                        গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিনী।
                                             স্নাপযামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি প্রদায়িনী।।

২৪.  তুলসীদেবীর কাছে ক্ষমা প্রর্থনা মন্ত্র :-
                                                               চয়নোদ্ভবদুঃখং চ যদ্ হৃদি তব বর্ততে।
                                                                     তত্ ক্ষমস্ব জগন্মাতঃ বৃন্দাদেবী নমোহস্ততে॥

২৫.  আচমন মন্ত্র :-
                                        ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু।
                                  ওঁ তদ্বিষ্ণু পরমং পদং সদাপশ্যান্তি সুরয়।
                                       দিবিব চহ্মুরাততম।

২৬. গঙ্গা প্রনাম মন্ত্র :-
                                              ওঁ সদ্যঃপাতকসংহন্ত্রী সদ্যোদুঃখবিনাশিনী।
                                             সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতিঃ।।


২৭.  গীতা পাঠে ভুলের ক্ষমা প্রর্থনা মন্ত্র :-
                                                               নমো যদক্ষরং মাত্রাহীনঞ্চ যদ্‌ ভবেৎ ।
                                                            পূর্ণং ভবতু ত্বং সর্বং ত্বং প্রসাদাৎ জনার্দ্দন ।।


২৮. সরস্বতী দেবীর প্রনাম মন্ত্র :-
                                                           নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
                                                          বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।


২৯.  একাদশী পারনা মন্ত্র :-
                                            একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব।
                                               প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব।।

৩০. দেহ শুদ্ধি মন্ত্র :-
                                   পাপোহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভাবান্ ।
                                        ত্রাহি মাং পুন্ডরীকাক্ষং সর্ব পাপো হরো হরি ৷৷

৩১. শ্রীকৃষ্ণের চরনামৃত পান করার মন্ত্র :-
                                                               ওঁ অকাল-মৃত্যু-হরণং সর্ব্ব ব্যাধি-বিনাশনং ।
                                                                  কৃষ্ণ পাদোদকং পীত্বা শিরসা ধারয়াম্যহং ।।

৩২. শিবের প্রনাম মন্ত্র :-
                                              ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে।
                                                    নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর।

৩৩. প্রসাদ সেবন মন্ত্র :-
                                       মহাপ্রসাদে গোবিন্দে নাম-ব্রহ্মেণি বৈষ্ণবে।
                                            স্বল্প-পুণ্য বতাং রাজন্ বিশ্বাস নৈব জায়তে॥
                                 শরীর অবিদ্যা-জাল, জড়েন্দ্রিয় তাহে কাল,জীবে ফেলে বিষয়-সাগরে।
                                তা'র মধ্য জিহ্বা অতি, লোভময় সুদুর্মতি, তা'কে জেতা কঠিন সংসারে॥
                                কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, স্বপ্রসাদ-অন্ন দিলা ভাই।
                                সেই অন্নামৃত খাও, রাধাকৃষ্ণ গুণ গাও,প্রেমে ডাক চৈতন্য-নিতাই ৷৷

৩৪. পুষ্প শুদ্ধিকরন মন্ত্র :-
                                     ওঁ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পচয়াবকীর্নে চ হুং ফট স্বাহা।।


৩৫. নৃসিংহ প্রনাম মন্ত্র :-
                                            জয় নৃসিংহ শ্রীনৃসিংহ
                                           জয় জয় জয় শ্রীনৃসিংহ
                                           উগ্রং বিরং মহাবিষ্ণুং
                                           জলন্তং সর্বতোমুখং
                                           নৃসিংহং বিষনং ভদ্রং
                                           মৃত্যুর মৃত্যো নমাম্যহং
                                           শ্রী নৃসিংহ জয় নৃসিংহ
                                           জয় জয় নৃসিংহ
                                           প্রহ্লাদেশ জয় পদ্ম
                                           মুখো পদ্ম বৃংঙ্গম।।




Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।