আদর্শ পরিবারে প্রতি সদস্যের মত ভিন্ন ,কিন্তু
তারা এক -ই ছাতার তলায়
সুখে দুখে একসাথে কাটায়। মতান্তর ঘটলেও বৃহৎ
আনন্দ বা বড় বিপদের দিনে সেই মতভেদ
কে দূরে সরিয়ে তারা পরস্পরের দিকে সহজগিতার
হাত বাড়িয়ে দেয়। হিন্দু জাতিও
তেমনি একটি পরিবার। এই বৃহৎ
পরিবারে স্বাভাবিক ভাবেই ভিন্ন ভিন্ন মত
থাকবে। থাকবে মতভেদ। কিন্তু সেই মতভেদ যেন
আমাদের মিলনের অন্তরায় না হয়। আজ হিন্দু
জাতি রুপ পরিবারে বড় সঙ্কট। মতান্তরের অতি গন
তান্ত্রিকতায় হিন্দু ঐক্য ধ্বংস হয়ে গেছে। সে জন্য
কেউ কেউ হয়ত বিচলিত হয়ে এক গুরু ,এক মন্ত্র
ইত্যাদি -এর কথা বলেছেন। কিন্তু এইভাবে অহিন্দু
জাতিগুলির মত এক বিশেষ মতবাদ জোর
করে গিলিয়ে এ সমস্যার চট জলদি সমাধান হবার
নয়।
মত ভেদ (অর্থাৎ গুরু ,মন্ত্র ,ইষ্ট, আচার
ইত্যাদি নির্বাচনে স্বাধীনতা ) স্বীকার
করে আমাদের উচিত পথভেদ দূর করা। যার
যেভাবে ইচ্ছা ঈশ্বরকে ডাকুক, কিন্তু সেই ডাকার
অভিমুখ যেন সনাতন হিন্দুত্তের দিকে থাকে।
তা যেন নাস্তিক, মানবতাবাদি (ওরফে হিন্দু
নিন্দুক) , সেকুলারদের কিম্বা ছদ্ম হিন্দুদের মত
অধর্মের সাথে ধর্মের কোলাকুলিতে পরিনত না হয়।
তাই একুশ শতকের হিন্দুদের একটাই পথ হোক ----সেই
পথ সনাতন হিন্দু ধর্ম কে সর্বান্তকরণে অনুসরন
করা। যত মত তত পথ নয়। বহু মত ,এক পথ ।
লিখেছেন : দেবাশিস সিংহ
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন