পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বাংশ প্রকাশ, পুরুষাবতার গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে শ্বেতবরাহ কল্পে চতুর্মুখ ব্রহ্মার জন্ম এবং ইনিই প্রতি কল্পে ব্রহ্মান্ডের প্রথম জীব ।
ভগবান ব্রহ্মার মধ্যে সৃস্টিশক্তি সঞ্চার ও সৃস্টি করবার জন্য রজোগুন দিয়েছেন , যার মধ্যে রয়েছে, সংকল্প - আগ্রহ - প্রচেষ্টা ।
এই জন্য ব্রহ্মা রজোগুনাবতার ।
ব্রহ্মা ভগবান প্রদত্ত চৌদ্দ ভূবনে সমস্ত জীবদেরকে যার যার বিগত কর্মফল অনুযায়ী পুনরায় সৃস্টি করলেন ।
ভগবান ব্রহ্মার মধ্যে সৃস্টিশক্তি সঞ্চার ও সৃস্টি করবার জন্য রজোগুন দিয়েছেন , যার মধ্যে রয়েছে, সংকল্প - আগ্রহ - প্রচেষ্টা ।
এই জন্য ব্রহ্মা রজোগুনাবতার ।
ব্রহ্মা ভগবান প্রদত্ত চৌদ্দ ভূবনে সমস্ত জীবদেরকে যার যার বিগত কর্মফল অনুযায়ী পুনরায় সৃস্টি করলেন ।
চতুর্মুখ ব্রহ্মা স্থাবর ,জঙ্ঘম, ভুচর, খেচর, জলচর, ও উভয়চর প্রানী-প্রজাতি করলেন যেমন,
নয় লক্ষ রকমের জলজপ্রানী,
কুড়ি লক্ষ রকমের গাছপালা,
এগারো লক্ষ রকমের কীট-পতঙ্গ,
দশ লক্ষ রকমের পাখী,
ত্রিশ লক্ষ রকমের পশু, ও
চার লক্ষ রকমের মানুষ প্রজাতি সৃস্টি করলেন ।
একদিন ব্রহ্মা অহংকার বশতঃ মনে করলেন, 'আমিই সবকিছু করেছি । আমিই সমগ্র মহাবিশ্বের সৃস্টিকর্তা ,আমিই ব্রম্মান্ডের মালিক । শ্রীমদ্ভাগবতে বর্নিত আছে দ্বারকাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজীকে আহ্বান করলেন । ব্রহ্মা এসে পৌছালে প্রধান ফটকের দ্বারপালগন জিজ্ঞাসা করেন, আপনি কোন ব্রহ্মা । ব্রহ্মা বিস্মিত হয়ে বললেন, আমি চতুর্মুখ ব্রহ্মা ।
তারপর সভাকক্ষে প্রবেশ করে দেখলেন বহু বহু ব্রম্মান্ডসমূহ থেকে আগত অসংখ্য ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণ কে প্রনতি নিবেদন করছে । আমাদের ব্রম্মান্ডের চতুর্মুখ ব্রহ্মা নিজকে সবচেয়ে ছোট বলে অনুভব করলেন । ভগবান সকল ব্রহ্মাদের কে ডেকে কুশল বিনিময় করে একে একে সকলকে বিদায় দিলেন । তখন চতুর্মুখ ব্রহ্মার বিষন্ন বদন দর্শন করে শ্রীকৃষ্ণ বললেন, হে ব্রহ্মা । বলুন আপনার কি অভিপ্রায় ?
ব্রহ্মা বললেন, আমি বড় অভিমানী, আমি মনে করেছি আমি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাক্তি । সেই মোহ আমার দুর হয়েছে , আমার চেয়েও অসংখ্য কোটি শ্রেষ্ঠ ব্যক্তি রয়েছেন , তা আমি বুঝতে পারলাম । আমার এই চৌদ্দভূবন ব্রম্মান্ড ছাড়াও অনন্তকোটি ব্রম্মান্ড রয়েছে ।
এবার আমার সেই বুদ্বি জন্মেছে । হে ভগবান আমি বুঝেছি আমিই সবচেয়ে ছোট , আমার চিন্তাধারা অতি তুচ্ছ । আপনি আমার সমস্ত অভিমান, ও অহংকার দুর করুন , আপনার চরনে স্থান দিন এবং আমাকে শুদ্ধভক্তি প্রধান করুন ।।হরেকৃষ্ণ।।
Collected: Bharoti Rani Das
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন