১৯ জুলাই ২০১৩

“মানবতা, সনাতন ধর্ম ও বর্তমান হিন্দু ছেলে-মেয়ে"

“মানবতা” বলে আলাদা কোন ধর্ম আছে কিনা আমার জানা নেই। বরং, আমাদের সনাতন ধর্মই হচ্ছে মানব ধর্ম। সনাতন মানে চিরস্থায়ী, চিরকালের ধর্ম। সনাতন ধর্মই পশুকে মানুষ ও মানুষকে দেবতায় উন্নীত করে। 

ফেসবুকে অনেক হিন্দু ছেলে-মেয়ে আছে, যাদের religious view হচ্ছে “মানবতা বা Humanity”। ২য় বিশ্বযুদ্ধ ঘটানোর দায়ে লজ্জিত জার্মানরা প্রায় ৪৫ বছর ধরে নিজেদের জার্মান বলে পরিচয় দিতে লজ্জিত বোধ করেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, “আমরা কেন নিজেদের হিন্দু বলে পরিচয় দিতে লজ্জা বোধ করছি? আমরা কি অতীতে কোন মানবতাবিরোধি কাজ করে দেখিয়েছি? হিন্দু হিসেবে পরিচয় দিলে কি আমাদের বন্ধু তালিকা সংকুচিত হয়ে যাবে? হাল ফ্যাশনের সাথে তাল মিলানো কি অসম্ভব হয়ে পড়বে? যারা নিজেরা হাফ ডজন বার প্রার্থনা করবে আর হিন্দুদের বলবে মানবতাবাদি হতে, এমন বন্ধু কিংবা পরিপার্শ্ব থেকে দূরে থাকাই ভাল!!! 


লক্ষণীয় বিষয় হচ্ছে, “এই সব মানবতাবাদে বিশ্বাসী হিন্দু ছেলে-মেয়েরা, যারা পূজা পার্বণের সময় কখনও নিজ ধর্ম নিয়ে কোন পোস্ট করে না; অথচ, রমজান মাস আসলেই আজ নৌকায় বসে বন্ধুদের সাথে ইফতার করলাম বা বাসায় বসে ইফতার করলাম এই নিয়ে স্ট্যাটাস দিতে তাদের কখনো ভুল হয় না। কিন্তু বলতে কষ্ট হলেও এটাই বাস্তবতা যে, “এই তথাকথিত মানবতাবাদে বিশ্বাসী হিন্দু ছেলে-মেয়েরাই একসময় মরীচিকার ফাঁদে পা দিয়ে ধর্মান্তরের শিকার হয়।”

ধর্ম সম্পর্কে অজ্ঞতা ধর্মান্তরের প্রধান কারন। মানুষকে নিজ ধর্মে সংস্কৃতিবান করে গড়ে তোলা কঠিন; কারণ এটি হচ্ছে আচরণীয় বিষয়। এক্ষেত্রে ছোটবেলা থেকেই পারিবারিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু, বেশির ভাগ হিন্দু পিতা-মাতার ধারনা যে ধর্মচর্চা করতে গেলে সন্তানের পড়াশুনার ক্ষতি হবে। তাই, আগে সন্তানকে ডাক্তার- ইঞ্জিনিয়ার বানাতে হবে; অতপর ধর্মটা থাকবে বৃদ্ধ বয়সের জন্য। এদিকে, ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে গিয়ে সন্তান যখন নিজ ধর্মে অজ্ঞতার কারনে তথাকথিত মানবতার দোহায় দিয়ে ধর্মান্তরিত হয়; তখন হা-হুতাশ করা ছাড়া আর কিছুই করার থাকে না!!!

হিন্দুশাস্ত্র যতটা না মানুষকে চলার পথ বেধে দেয় তার থেকে বেশি চিন্তার পথ, স্বাধীনতার পথ ও দর্শনের পথ খুলে দেয়। এই কারনে আমাদের হিন্দুশাস্ত্র ধর্ম বা নীতি অপেক্ষা দর্শন বলে অধিক পরিচিত। তাই, আমাদের উচিত পড়াশুনার পাশাপাশি যতটা সম্ভব ধর্মচর্চা করা ও অপরকে ধর্মচর্চায় উৎসাহিত করা। নিজের ধর্মীয় চেতনা ছড়িয়ে দিতে হবে সকলের মাঝে। জন্মসূত্রে আমরা সকলেই হিন্দু; তাই গর্বের সাথে বলুন; "আমি হিন্দু"।


written by : শ্রী জয় রায় 
https://www.facebook.com/shreekrishnathegodhead
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।