রাইবোজমের ত্রিমাত্রিক গঠন এবং তার ক্রিয়াপদ্ধতি আবিষ্কারের জন্য ২০০৯-এ রসায়নে নোবেল পেয়েছিলেন রামকৃষ্ণন, আমেরিকার টমাস এ স্টেইটজ এবং ইজরায়েলের আদা ই ইয়োনাথ। সহকর্মীদের মধ্যে ‘বেঙ্কি’ নামে পরিচিত ৫৮ বছরের রামকৃষ্ণন বর্তমানে কেমব্রিজের এমআরসি ল্যাবরেটরি অফ মলিকিউলার বায়োলজি স্ট্রাকচারাল স্টাডিজ ডিভিশনের বিজ্ঞানী।
ভেঙ্কটরমন রামকৃষ্ণান ভারতের তামিলনাড়ু রাজ্যের কাড্ডালোর জেলার চিদাম্বরামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সি. ভি. রামকৃষ্ণান ও মাতা রাজলক্ষ্মী। পিতা-মাতা উভয়েই বরোদা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। গুজরাটের ভাদোদারায় তিন বছর বয়সে স্থানান্তরিত হন। ১৯৭১ সালে পদার্থবিদ্যায় বিএসসি ডিগ্রী অর্জন করেন।
জন্মসূত্রে ব্রিটেনের নাগরিক না হয়ে ‘নাইটহুড’ পাওয়া বিরল সম্মানের অধিকারী হয়েছেন ২০১২ সাল। ব্রিটিশ সরকার জানিয়েছে, মলিকিউলার বায়োলজিতে তাঁর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে ।
http://www.facebook.com/AamiHindu
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন