পরমেশ্বর শ্রী ভগবান ও পরমেশ্বরী শ্রী ভগবতী স্বরূপত এক। রুচি ও অধিকার ভেদে
এক এক জন সেই 'একমেবাদ্বিতীয়ম" এর পুরুষ রূপকে, কেউ
নারী রূপকে, কেউ বা রুপাতী ব্রহ্ম পরমাত্মাকে ইষ্ট বা সাধ্য বলে গ্রহন করেন। একই শাস্ত্রকার
বা আচার্য বা বিশিষ্ট দেবতা বিভিন্ন শাস্ত্রে তাই উপাসকের
প্রকৃতি
ভেদে ভিন্ন ভিন্ন আদেশ দিয়েছেন। এই
কারনেই সৃষ্টিকর্তা ব্রহ্মা 'ব্রহ্ম সংহিতায়" শ্রী দুর্গা শ্রী
কৃষ্ণের নির্দেশে চলেন এমন কথা বলেন আবার
মহামুনি ব্যাসদেব রচিত শ্রী শ্রী চণ্ডী তে সম্পূর্ণ উলটো কথা বলেন। সেখানে শ্রী ভগবতীর মহিমার সামনে ভগবানের
অক্ষমতার কথা কাতর কণ্ঠে নিবেদন করেন
শ্রী ব্রহ্মা। এ প্রসঙ্গে
চণ্ডীর প্রথম অধ্যায়ের ৭৩ থেকে ৮৭ শ্লোকের
অংশ বিশেষ আলোচনা করছি।
শ্রী ব্রহ্মা বললেন," দেবী! তুমি নিত্য অক্ষর
প্রনবের অ,উ,ম ও তাকে ছাড়িয়ে যে অনির্বচনীয়
অর্ধমাত্রা ---তা ও তুমি। 'পরাপরানাং ত্বমেব পরমেশ্বরী।'--- পর ও অপরের উপরে তুমি পরমেশ্বরী। যে ভগবান এই
জগতের সৃষ্টি, স্থিতি ও পালন করেন, তাকেও
যখন তুমি নিদ্রাবিষ্ট করে রেখেছ, তখন কে তোমার স্তব করতে সমর্থ?
আমাকে, বিষ্ণুকে ,রুদ্রকে
তুমিই শরীর গ্রহন করিয়েছো, কাজেই তোমার স্তুতি করার মত শক্তি কার
আছে?"
-----------------------------------------
Courtesy: Debasish Singha
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন