১১ জুলাই ২০১৩

"পরমেশ্বর শ্রী ভগবান ও পরমেশ্বরী শ্রী ভগবতী স্বরূপত এক"



পরমেশ্বর শ্রী ভগবান ও পরমেশ্বরী শ্রী ভগবতী স্বরূপত একরুচি ও অধিকার ভেদে এক এক জন সেই 'একমেবাদ্বিতীয়ম" এর পুরুষ রূপকে, কেউ নারী রূপকে, কেউ বা রুপাতী ব্রহ্ম পরমাত্মাকে ইষ্ট বা সাধ্য বলে গ্রহন করেনএকই শাস্ত্রকার বা আচার্য বা বিশিষ্ট দেবতা বিভিন্ন শাস্ত্রে তাই উপাসকের প্রকৃতি ভেদে ভিন্ন ভিন্ন আদেশ দিয়েছেনএই কারনেই সৃষ্টিকর্তা ব্রহ্মা 'ব্রহ্ম সংহিতায়" শ্রী দুর্গা শ্রী কৃষ্ণের নির্দেশে চলেন এমন কথা বলেন আবার মহামুনি ব্যাসদেব রচিত শ্রী শ্রী চণ্ডী তে সম্পূর্ণ উলটো কথা বলেন সেখানে শ্রী ভগবতীর মহিমার সামনে ভগবানের অক্ষমতার কথা কাতর কণ্ঠে নিবেদন করেন শ্রী ব্রহ্মাএ প্রসঙ্গে চণ্ডীর প্রথম অধ্যায়ের ৭৩ থেকে ৮৭ শ্লোকের অংশ বিশেষ আলোচনা করছি


শ্রী ব্রহ্মা বললেন," দেবী! তুমি নিত্য অক্ষর প্রনবের অ,,ম ও তাকে ছাড়িয়ে যে অনির্বচনীয় অর্ধমাত্রা ---তা ও তুমি'পরাপরানাং ত্বমেব পরমেশ্বরী'--- পর ও অপরের উপরে তুমি পরমেশ্বরী যে ভগবান এই জগতের সৃষ্টি, স্থিতি ও পালন করেন, তাকেও যখন তুমি নিদ্রাবিষ্ট করে রেখেছ, তখন কে তোমার স্তব করতে সমর্থ?

আমাকে, বিষ্ণুকে ,রুদ্রকে তুমিই শরীর গ্রহন করিয়েছো, কাজেই তোমার স্তুতি করার মত শক্তি কার আছে?"
-----------------------------------------
Courtesy: Debasish Singha

Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।