বুধবার, ২৯ ফেব্রুয়ারি ২০১২,
বিশেষ প্রতিনিধি, হিন্দুবার্তা.কম:
বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে সকল সম্প্রদায়। ইন্টারনেট হয়েছে জনমত গঠন ও নানান প্রচারণার উঠতি জনপ্রিয় মাধ্যম। এই আধুনিকতম মাধ্যমকে ব্যবহার করছে বিশ্বের সকল ধর্মীয় সম্প্রদায়ও। বাংলা ভাষায় ইসলাম ধর্মের প্রচারণী বহু সমৃদ্ধ ওয়েবসাইট রয়েছে। খুবই পরিতাপের বিষয় বাংলা ভাষায় হিন্দু ধর্মীয় একটা ওয়েবসাইট নেই একটিও। পশ্চিমবঙ্গের হিন্দুদের ধর্ম সম্পর্কে চরম উদাসীনতা, অবজ্ঞা এর প্রধান একটা কারণ। ভারত তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে। অন্যান্য রাজ্যের ভাষায় এবং ইংরেজিতে হিন্দু ধর্মীয় ওয়েবসাইট আছে প্রচুর। নেই শুধু বাংলায়।
এই অভাব বোধ থেকে মাতৃভাষায় ধর্মচর্চা, ধর্মকে জানা-বোঝা-প্রচারণা ও জনমত গঠনের জন্য উদ্যোগী হয় বাংলাদেশের কিছু যুবক। প্রতিষ্ঠিত হয় বাংলা ভাষায় প্রথম হিন্দু ধর্মীয় ওয়বেসাইট ‘সনাতন ডটকম’। মাত্র এক বছরেই ওয়েবসাইটটি ব্যাপক জনপ্রিয় হযে ওঠে। কিন্তু বাক-স্বাধীনতা ও চিন্তা-বুদ্ধির স্বাধীনতায় অবিশ্বাসীদের হুমকির মুখে বন্ধ হয়ে গেল সেই ওয়েবসাইট।
গত ২১ ফেব্রুয়ারি বিকেল থেকে সাইটে ঢুকলে দেখা যাচ্ছে, "সনাতন পরিবারের পক্ষ হতে আমরা দুঃখিত। বিভিন্ন কিছু অনিবার্য কারণবশত, সনাতন আপাতত বন্ধ আছে। সাইট আবার কবে খোলা হবে এ ব্যাপারে কোন সিদ্ধান্তে এখনও পৌছুতে পারিনাই। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে জানানো হবে। আমাদের এমন সিদ্ধান্তের জন্য আমরা দুঃখিত।"
গত ১ বছর ধরে সনাতন ধর্মের উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে ব্যাপক জনপ্রিয়তা পায় এই ওয়েবসাইটটি। বিভিন্ন বাংলা ব্লগের অহিন্দু উগ্রবাদীদের হিন্দু ধর্মকে আক্রমণকারী লেখাগুলোর যুক্তি খণ্ডন করে এই সাইটটি। এতে তা উগ্রবাদীদের হুমকির স্বীকার হয়।
এই সাইটের একজন মডারেটর বলেন, “প্রবল বিরোধিতা, শত্রুতা, অপপ্রচার এবং ব্যক্তিগতভাবে আক্রমনের হুমকির কারণে আমাদের সনাতন সাইট আপাতত কিছুদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি ভালো হলে কার্যক্রম আবার শুরু করা হবে আশা করি। এ ব্যাপারে সাইটের সকল এডমিনদের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকে কাপুরুষতা বলতে পারেন বা ধিক্কার দিতে পারেন। কিন্তু এ ছাড়া আপাতত কোন পথ খোলা ছিল না। অপরিচিত অনেকেও সাইটে নিয়মিত লিখছিলেন ও সময় দিচ্ছিলেন। তাদের সবার জন্য প্ল্যাটফর্ম করার পরেও আপাতত সাইটটি বন্ধ করায় আমরা খুবই দুঃখিত। করজোড়ে ক্ষমা চাইছি। সত্যি আমরা অপারগ। যেখানে জীবন নিয়ে সংশয় সেখানে আর কিছুই করার নেই, দুঃখিত।”
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন