১৮ মার্চ ২০১৫

রাধানাথ স্বামী/ রিচার্ড স্লাভিনঃ


রাধানাথ স্বামী একজন বৈষ্ণব সন্ন্যাসী এবং ভক্তি যোগের শিক্ষক। তাঁর লেখা অত্যন্ত জনপ্রিয় একটি বই . The Journey Home যেখানে তিনি তাঁর জীবনের আধ্যাত্মিকতার অনুসান্ধান সম্পর্কে লিখেছেন। তিনি তাঁর শিশ্যদেরকে শ্রীমদ্ভগবদ গীতা,ভাগবত, রামায়ণ, মহাভারত থেকে শিক্ষা দিয়ে থাকেন যা তাদেরকে আধ্যাত্মিক মুক্তির পথ দেখায়।
রাধানাথ স্বামী ১৯৫০ সালের ডিসেম্বর মাসের ৭ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম গ্রহন করেন। তখন তাঁর নাম দেয়া হয় রিচার্ড স্লাভিন।কিশোর বয়স থেকেই স্লাভিন আত্মার মুক্তির খোঁজ করতে থাকেন। সমাজের অনাচার, অনিয়ম তাকে তীব্র ভাবে পীড়িত করতে থাকে।উনিশ বছর বয়সে স্লাভিন ইউরোপ ভ্রমণের সময় তাঁর মনের ভিতর থাকা মুক্তির বাসনা তীব্র হয়ে ওঠে। এভাবেই তাঁর স্রষ্টাকে খুজতে থাকার প্রচেষ্টা তীব্র থেকে তীব্র তর হতে থাকে। আর এজন্যই তিনি পকেটে কোন অর্থ না নিয়েই বাড়ি থেকে বেড়িয়ে পড়েন। গ্রিস, তুরস্ক,আফগানিস্থান, পাকিস্তান হয়ে সব শেষে আসেন ভারতে- বৈদিক জ্ঞানের পুন্য ভূমিতে। এখানে এসে তিনি অনেক গুরুর নিকটে সাধনা জ্ঞান সম্পর্কে ধারনা নেন। তিনি হিমালয় পর্বতে কখনও গভীর জঙ্গলে সাধানা করেছেন। তিনি নেপালেও কিছু কাল ছিলেন। সব শেষে তিনি বৃন্দাবনে আসেন-যোগেশ্বর শ্রীকৃষ্ণের বাল্য কাল যেখানে কেটেছিল। এখানে এসে তিনি বৈষ্ণব দর্শন শেখেন এবং প্রেম-ভালবাসা-ভক্তির অপূর্ব মিশ্রন দেখে মোহিত হয়ে যান।
বৃন্দাবনে এসে স্লাভিন ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী প্রভপাদের নিকট শিক্ষা নেন এবং তাঁর কাছে দীক্ষা নেন। ৩১ বছর বয়সে তিনি সন্ন্যাসী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং তাঁর নাম হয় রাধানাথ স্বামী।
বর্তমানে রাধানাথ স্বামী ভারত,ইউরোপ এবং উত্তর আমেরিকার অনেক দেশ এ ভক্তি যোগ সম্পর্কে শিক্ষা দিয়ে বেড়াচ্ছেন। মুম্বাইয়ের চৌপাপাট্টি তে গোপিনাথ আশ্রমের মাধ্যমে তিনি প্রতিদিন ২৬০,০০০ জন গরীব, দুস্থ,বস্তিবাসী শিশুদের জন্য দুপুরবেলার নিরামিশ খাবার বিতরণ প্রোজেক্ট পরিচালনা করছেন। এছাড়া স্কুল, কলেজ, হাসপাতাল এবং বিভিন্ন দুর্যোগে ত্রান বিতরণ কর্মকাণ্ড পরিচালনা করছেন।
___________________________________
আমারা এক সময় প্রচারে বিশ্বাসী ছিলাম না। এই সুযোগে কিছু বাজে মানুষ এমন ভাবে প্রচার করল যেন বিশ্বে হিন্দু বলে কারো অস্তিত্বই নেই।অপপ্রচার এমন পর্যায়ে পৌঁছেছে যে হিন্দু মাত্রই ধর্মহীন, কিংবা অন্য ধর্ম গ্রহনে উৎসাহী। তাঁদের কে জবাব দিতে চাই আমরা। দেখাতে চাই বিশ্বে হিন্দু সভ্যতার অবদান অন্য সবার থেকে বেশি।দেখাতে চাই দলে দলে সৎ চিন্তার লোকেরা এ দর্শনে আশ্রয় নিয়ে জীবনে মুক্তি খুজে পাচ্ছে। বিশ্বের সব কোনাতে এখন ধ্বনিত হচ্ছে সনাতনের জয়ধ্বনি।
বিশ্ব আবারো সনাতন দর্শনের দিকে ফিরছে।যে শঙ্খ নাদ ধ্বনিত হয়েছিল প্রাচ্যের উর্বর ভুমি থেকে তার সুর ভেসে আসছে প্রতীচ্য থেকে। তাই সেই জয় যাত্রায় আপনারাও অভিযাত্রিক হন।
Bangali Hindu Post (বাঙ্গালি হিন্দু পোস্ট)
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।